নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু আমার

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

বন্ধু তুই যে আমার হৃদয় গিটারের সব চাইতে চিকন তার

ভালবেসে করে দিয়েছিস আমাকে রিক্ত সার

আমি বেঁচে থাকি তোরই জন্য

স্বপ্ন দেখি তোরই চোখে

ভেসে যাই লাল তরঙ্গে

ঘুরে বেড়ায় সীমাহীন অরণ্যে

প্রজাপতির মন আমার

দিয়েছিস তুই

ভালবাসার সাদ!

তেতো, পানসে, মধুর

বুঝতে কোন নার্ভ লাগেনা হয়তো

মন ছুঁয়ে যাওয়া হীম বায়ু

তাই যদি প্রেম হয়

তোকে ভাল বেসে মরণ হবে আমার জয়

পাওয়া আর না পাওয়া এত গণিতের হিসাব

যা সৃষ্টির পরের

প্রেম সেত সেই আদি

সকল হিসেবের বাহিরে



মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

স্বপনচারিণী বলেছেন: কবিতা? নাকি গান। তা যাই হোক ভাল লেগেছে।সুজন ভাই ভাল থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা লিখার মত এত দুঃশাহস আমি করি না। যা মনে এসে তাই লিখি।তবে আপনার ভাল লেগেছে যেনে খুশি হইলাম। ধন্যবাদ আপনাকে।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাললাগাই আমার লিখার পেরনা যোগাবে।ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ভুলে ভরা জিবন বলেছেন: ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে যুক্তিহীন বিতর্কে‌র অবসান
Click This Link

মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপলক্ষে খুশি প্রকাশ করা ফরয-ওয়াজিব।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদি তাই হবে তবে নিশ্চয় আবু বকর (রা:) চেয়ে রাসুল প্রিয় আর কেহ হয়তো দুনিয়াতে নাই ওনার পক্ষ থেকে একটা দলিল বের করে দেন তাইলে মানব।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

শায়মা বলেছেন: সুন্দর কাব্য।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিত ধন্য আমার ব্লগে আপনার আগমন। অনেক অনেক বিনদ্র শ্রদ্ধা আপনাকে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

লেখাটাতে সুর করা গেলে বেশ একটা গান হবে মনে হচ্ছে ।
সুরে সুরে পড়তে ভালো লাগছিল ।
শুভকামনা রইল আপনার জন্যে ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি ! তাইলে সুর করে ফেলেন।আপনার ভাল লেগেছে শুনে আমি ধন্য।আপনাকে ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন:

আমারক < এটা সম্ভবত আমাকে লিখেছিলেন

বেচেঁ < বেঁচে
তুরি < তোরই

সিমাহীন < সীমাহীন
অরন্যে < অরণ্যে

স্বাধ < সাধ
তেতু < তেতো
ছূয়ে < ছুঁয়ে
হীম < হিম

মরনই < মরণ
গনিতের < গণিতের

বানান গুলো একটু কষ্ট করে ঠিক করে নিন...।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি গুনিজন আগে থেকেই জানি। সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক অনেক শুভকামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি সুন্দর করে পরেছেন তাই হইতো আপনার কাছে সুন্দর লেগেছে। আপনাকে ও অনেক ধন্যবাদ রইল।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর, গোছানো লেখা। অনেক লেগেছে।
শুভেচ্ছা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার প্রেরনা। আপনাকে অনেক ধন্যবাদ রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার প্রেরনা। আপনাকে অনেক ধন্যবাদ রইল।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর, গোছানো লেখা। অনেক লেগেছে।
শুভেচ্ছা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা।।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার প্রেরনার উৎস্য। ভাল থাকবেন।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু কথন ভাল লেগেছে ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনারা ভাল লিখেন এই জন্যই হয়তো ভাল বলে শান্তনা দিচ্ছেন তবে আপনার পদচারন আমার ব্লগে নিজেকে ধন্যই মনে করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

অপ্রচলিত বলেছেন: বাহ, বেশ ভালো লিখেছেন।
++++++++++++++++++++++

ভালো থাকবেন সর্বদা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।দেরিতে উত্তর এর জন্য দু:খিত।

১৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর কবিতা ।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার দৃষ্টিও সুন্দর ভাল করে দেখেছেন তাই ভাল লেগেছে। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.