নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
ভোরের শিশির সিক্ত দোব্বাঘাসের জলমলে হীরক চিলিক
মনকে যেমন করে কোমল
আবার মরা নদীতে পানি
ভরা দুপুরে বৃষ্টি
পথের মোড়ে লজ্জাপতি নুয়ে যাওয়া
তোমার হাসিতে মুক্তোর লুকচুরি তেমন করে আমায় করেছিল পোলকিত
উদ্দেল এক যোবক হাজারো রংয়ের স্বপ্ন বিভোর
তাকে পেরেছ এক কুঞ্জের একটি ফুলে বসাতে
পেরেছিলে আপন ভাষায় বোলাতে
মন্ত্রমুগ্ধ বুলিতে করে নিয়েছিল আপন করে
নীশি -কাব্য উদাস বাউল দুতারার তার ছিরে
দিশে হারা হয়ে বসে যেত
তোমার আচলের স্মিগ্ধতার মোহে
উতালা নেশায় বিভোর
কখন সকাল হয়ে গেল
উত্তাপে সবিতা শুকিয়ে দিল বিন্দুখানি ঘাসের
ঘাস মরা রুদ্রে জলসে
প্রতিক্ষা আবার কোন এক শিশির সিক্ত সকালের
আজ এত দূরে অনেক দূরে তুমি
স্মৃতীর গহ্বরে হাতরে উঠি
ক্ষনে ক্ষনে চোখের কোনে ময়লা মুছার বান করে জল লোকাই
কেননা পরুষ আমি
কান্নার হাত থেকে রেখাই চাই
কান্না শুধুই নারীদের শোভা পায়
আমার এই নিরব কান্নার জল মাটি শিক্ত করেনা
ভোরের সকাল আর দেখা হয়না
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগাই যে আমার প্রেরনা। অনেক ভাল থাকবেন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার লিখেছেন। তবে কয়েকটা বানান ভুল আছে বোধয়। এছাড়া সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ।বানান দেখে নিব ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল , চালিয়ে যান
শুভকামনা থাকল
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা রইল।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেশ সুন্দর হয়েছে কবিতাটা! লিখতে থাকুন!
১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া করবেন। তেমন লিখতেও জানিনা। পড়তে পড়তে চেষ্টা মাত্র। আমার কবিতাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
লাবনী আক্তার বলেছেন: আমার এই নিরব কান্নার জল মাটি শিক্ত করেনা
ভোরের সকাল আর দেখা হয়না
ভালো লাগল ভাই।