নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এইবার তোমার হব
তোমার কষ্টের পুরুটাই নেব
তোমার চোখের অশ্রু প্রপাতে ডুব দেব
ভাসাব এক রঙ্গীন পানসি।
অন্ধকারে মিলায়ে যাব
আধার আলোর খেলায়
শুধুই তোমার হব।।
তোমার তরে হারিয়ে যাব
তেপান্তরের পরে
চাতক পানে বৃষ্টি দেব
অঝর দারা বর্ষনে ,
আকাশের সব নীলগুলো মুছে দেব
সাদা মেগের ঘর্ষনে।
অামার জন্য দাড়াবে কি
একদন্ড দিয়ে
পিছে ফিরে তাকাবে কি
সামনের জনকে ছেড়ে!
তোমার সুখেই সুখি অামি
তোমাতেই সুখ
তুমি কি ভুলে যাবে ভতসনার দিনগুলি
যেখানে আমিহীন তুমি শুন্যতায় কাতরাতে
একাকিত্বতার ভয়ে!
আজ আমি একা থাকি
শুন্যতায় সাথী, তোমাকে খুঁজি.....
ফিরে যাব তোমার আচঁলে
বেলীফুলের সুভাসে মোহিত হবার তরে।
আরো রাত কাটাবো নিদ্রাহীন
সুভ্র সকালের প্রত্যাশায়-
এক আলোকিত ভূরের
এভাবে দুপুর, বিকেল ঘরিযে ঘুধুলী বেলা দু'টি হাতে হাত রেখে
প্রান্তশালা পেরিয়ে ,
দূব্বাঘাসের মাঠের কোন এক প্রান্তে বসে
বলব সেই কথা
যা বলা হয়নি কখনো তোমায়।
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০০
উদাস কিশোর বলেছেন: বেশ লাগলো
শুভ কামনা