নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আজ তাকে খুব মনে পড়ছে।
মনের মাধুরী মিশায়ে
যাকে হৃয়ের ক্যানভাসে হাজারো স্বপ্নিল রংগে
এঁকেছিলাম কৈশরের দিপ্ততা নিয়ে।
অতিক্রান্ত সময় বলয়ে
যে লাটিমটি ঘুরে নিরবদি।
চক্রাকার ,বক্রাকার যে যেমনি দেখি,
খেলা খেলা আর খেলায় মত্ত বালক
ফেলে গেলাম নুড়ি
যা জীবনের দামে কেনা ।
সওদা করা জীবন আজ যত সস্তা
এই নুড়ি তত নয়।
আমার বালক মন যুবুকে পদার্পণ করেছে
এক কিশোর আজ একজন যুবক-মানুষ
ঘর -সংসার , সমাজ, জাতি - দেশ
এই সব নিয়ে ভাবতে শিখেছে।
তবে ভুলে গেছে সেই জাতীয় সংগিতের ২য় লাইন,
ভুলে গেছে ছোট্ট কিশোরীটিকে;
যার হাসি দীঘল যুগল চঞ্চু
কপালের সবুজ টিপ
অবয়ব এক সীমানা হারা তৃপ্তিতে
উদ্দেল কিশোর মাতোয়ারা হত
বিনিদ্র রজনি একা একা বসে
প্রিয়ার দুটি সমদ্র চোখ আকঁতে আকঁতে
একসময় ক্লান্ত কিশোর বিছানায় লুটাত
সারা রাত .....
সেই অনাবিল সুলিল সুখের সন্ধানে তেপান্তরের মাঠ পাড়ি দিত
সকালে মায়ে বকুনি .....
'এত বেলা করে কেউ বুঝি ঘুমায়'!
আজ তাকে খুব মনে পড়ে
যাকে দৃষ্টির অগোচড়ে রেখেছি
বয়সের বার একি বেসামাল
কুজোহয়ে যাওয়া মাত্র
পেছনের সুখ স্মৃতী
হাজারো কষ্ট ভুলায়ে
আমাকে এখনো বাচাঁর আহ্বানে
সামনে ডাকে
যে পথ প্রতিদিনের পথ
আঁকা-বাঁকা পথ
ভিষন জামেলার পথ।
পিছনের স্মৃতির সাগরে ডুব দেওয়া
হারানো তোমাকে খোজে পাওয়ার করুন এই আকুতি
হয়তো তোমার কাছে এক রম্য গীতি হতে পারে
আমার মাঝে সেই তুমি
নিরবদি এক বিরহ গীতি -অফ্রিয়াসের বাশরীর সুরে বাজে।
১৬-৩-২০১৪
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য।
২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫১
আরজু পনি বলেছেন:
লেখাটা ভাল হয়েছে তবে শব্দের বানানে আরেকটু খেয়াল রাখলে ভালো হয় ।
শুভকামনা রইল, সুজন ।।
২০ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু আমি একটু বানানে কাচাই। একটু সহযোগিতা করবেন?
৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ২:১৬
অনিকেত নন্দিনী বলেছেন: পিছনের স্মৃতির সাগরে ডুব দেওয়া
হারানো তোমাকে খুঁজে পাওয়ার করুন এই আকুতি
হয়তো তোমার কাছে এক রম্য গীতি হতে পারে
আমার মাঝে সেই তুমি
নিরবধি এক বিরহ গীতি অর্ফিয়াসের বাঁশরীর সুরে বাজে।
সুন্দর। তবে আরজুপনির সাথে একমত। বানানের দিকে আরও একটু খেয়াল করতে হবে
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঠিকি বলেছেন; রম্যই বটে।
খুজেঁ ও পাওয়া যায় যদি কিছু নিজে থেকে না হারায়।
বানানের ব্যাপারটাও তাই একদম কাজের ফাকে লিখতে গিয়ে তা আর দেখা হয়ে উঠেনা।
আবার তত জ্ঞানও নেই ।
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
৫| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮
ইমিনা বলেছেন: "সওদা করা জীবন আজ যত সস্তা
এই নুড়ি তত নয়"
আসলেই সত্য কথা । আনেক ভালোলাগা রেখে গেলাম
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৫
শায়লা িসিদ্দক বলেছেন: সুন্দর !!! ^_^
৭| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা রইল।
৮| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৯
অদৃশ্য বলেছেন:
চমৎকার লিখা... আশাকরি সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...
শুভকামনা...
১৩ ই মে, ২০১৪ রাত ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি চমৎকার মানুষ বলেই আমার এই বাঝে লেখা আপনার কাছে চমৎকার লেগেছে। আপনাকে বিনম্র শ্রদ্ধা রইল।
৯| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪২
শায়মা বলেছেন: খুবই সুন্দর!
কেমন আছো ভাইয়া?
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ অাপু, ভাল আছি।
১০| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখায় লাখো লাখো ++++++++++ । শুভকামনা
২৭ শে মে, ২০১৪ রাত ৮:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে লাখো কোটি ধন্যবাদ।ভাল থাকবেন।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪
সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
নীহারিক০০১ বলেছেন: সওদা করা জীবন আজ যত সস্তা
এই নুড়ি তত নয়।
হুমমম!!