নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
একটু নির্মল সুখের আশা
নিষ্পলক এই চাওয়া
আশার মাঝে বসবাস
হাজারো স্মৃতি অতলে হাড়িয়ে যাওয়া
একটুকরো বিশ্বাস
কবেকার সেই প্রতিশ্রোতি
'তুমি হবে আমার'
তুমি আমার না হলেও তোমার ভাল লাগার পুর্নতায় পূর্ন আমি
সেই বালক আজ যুবক
৩৫ পাড়ি দিয়ে জীবনের প্রতিটি পলক উপলব্ধি করে....
হারানোর চেয়ে পাওয়া বেশী না হলে
বেচেঁ থাকার যেমন মর্ম থাকে না
আধারের জন্যই আলোকে চেনা যায়
কষ্টে পিদিম টুকু নেভালেই যেমন
স্বপ্নভর নিদ্রারজনী
অতপর আরেকটি সকাল
সবিতার হেসে ওঠা
দিনের কর্ম ব্যাস্ততা
এই করেই কেটে যাবে যাপিত জীবন।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হইলাম। আপনাকে নিরন্তন ধন্যবাদ।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫০
মামুন ইসলাম বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা পড়ে ভালো লাগলো ।
ভাল থাকবেন।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে নিরন্তন ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে নিরন্তন ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০
ইমিনা বলেছেন: হ্যা, আবারও ভোর হবে। আমি তা বিশ্বাস করি বলেই এখনও সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি।
কবিতা ভালো লেগেছে। শুভকামনা সব সময়।।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্যও ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭
জাফরুল মবীন বলেছেন: ভাল লাগল কবিতা পাঠে।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পাঠের জন্য ধন্যবাদ পাঠক।
৬| ১৯ শে জুন, ২০২৪ রাত ১০:২০
খায়রুল আহসান বলেছেন: ভোর তো হবেই! জাগতিক নিয়মেই। গভীর নিশীথে যারা এই ভোর হওয়ার স্বপ্নটুকু দেখতে পারে, কিংবা এ আশাটার উপর ভরসা রাখতে পারে, তারাই বেঁচে থাকে। যারা তা পারে না, তারা নিশীথেই মরে যায়!
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
এক দুর্বাসা বলেছেন: চমৎকার ! খুব ভালো লাগলো কবি ।শুভেচ্ছা রইলো।ভালো থাকুন।