নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
অবারো কোন কবিতার মেলায়
ফিরে পেতে পারি তোমাকে
পাশ কেটে যাওয়া চঞ্চল মেয়েটি
পারফিউমে নাসিকার অন্ত্রে চেনা শোভাসে
ফিরে পেয়ে যেতে পারি যুগ ধরে হারানো প্রিয়া তোমাকে
একদিন বত্সনার কালো হিংসাগুলো
সাদা হৃদয়কে করেছিল কুত্সীত
হয়তো কিছু বাক্য আবার ফিরিয়ে দিবে বিশ্বাস
হয়তো স্মৃতির তলে বিস্মৃতিগুলো তলিয়ে যাবে
একটি পংতি , একটা পটভুমির বদল
একযুগের অপেক্ষা, কিছু স্বপ্নের মৃত্যু,
এ্ইসব হারিয়ে গেলেও তুমাকে ফিরে পাওয়ার
খুশিতে বুকের ভেতর জমানো কষ্টগুলো
হয়তো বদলে দিবে সুখে
কবিতার হাটে নয় মেলাতে তোমাকে চাই
তোমাকে চাই আমার প্রত্যেকটা উপমায়
যতিতে, চাই বুকের ভেতর , আরো কাছে চিন্তার প্রতিটি বর্ণমালা করে
কবিতার ফুলদানিতে।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
দৃষ্টির সীমানায় বলেছেন: মনের কথা সুন্দর ভাবে উপস্থাপন ......খুব ভালো লেগেছে
৩| ১৬ ই জুন, ২০২৪ রাত ১:২৪
খায়রুল আহসান বলেছেন: 'কবিতার হাট' আর 'কবিতার মেলা'র মধ্যকার পার্থক্যগুলো কী কী?
"কবিতার হাটে নয়, মেলাতে তোমাকে চাই" পংক্তিটি প্রসঙ্গে আমার উপরের এই মন্তব্যটি।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
নাসরীন খান বলেছেন: সুন্দর ।