নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এইমাত্র বিজয়ের মাস শুরু হল, সহস্র সালাম ও আত্নার মাগফিরাত কামনা করছি শহীদদের যারা জীবনদানে আমাদেরকে একটি মানচীত্র আর একটি পতাকা দিয়ে গেছেন,তাদেরকে ওসালাম সকল মুক্তিযোদ্ধাও মুক্তিকামি জনতা যারা জ্বলে উঠেছিলেন মহান নেতার উদাত্ত আহ্বানে। আমরা বাংলাদেশ পেয়েছি। জন্মসূত্রে বাংঙ্গালী ও বাংলাদেশী ।এই দেশ অামার মাতা। মায়ের জন্য মন পুড়ে ,জ্বলে খান খান কখন হয় যানেন যখন সন্তান মার কাছ থেকে দুরে থাকে।আমরা রেমিটেন্স কর্মিরা জানি দেশের জন্য মন কেমন করে, এই মন পুড়ে আঙ্গার হলে বাকি থাকে কি?
প্রবাসে ১৬ টি সোনালী বছর অতিক্রম করেছি, প্রযোক্তির ঢাকে সারা দিতে গিয়ে প্রযোক্তি ব্যাবসার সাথে জড়িয়ে ভালই কেটে যাচ্ছে দিন -কাল। প্রথম বার যখন দেশে যাই তখন প্রবাস বয়স ছিল ৮ বছর। নানান জামেলা পোহাতে হয়েছে বিদেশে প্রতিদিনই হৃদয় জ্বলত মা' র জন্য দেশের জন্য । প্রতি রাতে স্বপ্নে এসে ভীড় করত কৈশরের প্রতিটিক্ষন।
জীবন নামের রেলগারিটা যে চলছে অবিরাম বিরাম নেই তার চলতেই হবে যে তার। কখন যে ১৬ বছর হয়ে গেল বুঝে ওঠার আগেই জীবনও ৩৯ এর কোঠায় এসে কড়া নাড়ছে।বিয়ে করে সংসারী হয়েছি ৮ বছর আগেই।চারদিকের প্রবাস সভ্যতার মাঝে দেশের কোন কিছুর মিল করতে পারিনা তবু স্বপ্ন দেখি !আমার সোনার বাংলার রুপত আর কম নয় , এযেন আরেক স্বপ্ন টুটি।
অামরা কি পারিনা দেশটাকে সুন্দর করে সাজাতে?
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যাবাদ আমার ছাইপাস পড়ার জন্য। ভাল থাকবেন। আর দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্ব আমাদের সবার একটু চেষ্টায় যতেষ্ট।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
আরজু পনি বলেছেন: আপনি ১৩ বছর বয়সে বিদেশে পাড়ি জমিয়েছেন !?
মাকে নিয়ে, দেশকে নিয়ে আবেগী লেখা...আমি দেশেই থাকি তবু্ও মায়ের জন্যে মন পোড়ে আর আপনার কষ্টটা ভালোই বুঝতে পারছি ।
সংসার জীবনে অনেক সুখি হোন ।
শুভকামনা রইল ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রআপুনি বয়সটাতে টাইপু মিস হইছিল ৩৯ এর যায়গাই ২৯ তাই তোমার হেসেবে ১৩ বছর না আমি ২২ বছর এ বিদেশ এসেছিলাম।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
বয়স ব্যাপার না ।
সুজন,
আপনার বড় ভাইয়ের নাম কি স্বপন ? (মানে যদি বড় ভাই আদৌ থাকে)
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: না আমার কোন বড় ভাই নেই , ১৮ মাস বয়সেই বাবা খুন হয়েছিল বাবার একমাএ সন্তান অামি। তবে আমার একজন বন্ধু আছে স্বপন নামে।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
সুলতানা রহমান বলেছেন: এটা তো বড় কঠিন কাজ।