নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমার ও মন চায় মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়তে
প্রজাপতির মতো ডানা মেলতে
আমিও চাই নাগর দোলাই দোলতে
আমি চাই সাম্পান চড়ে কর্নফুলি পাড়িদিতে
এই আমি কি পাড়ি কি পাড়িনা
এখন আর রাত ভর স্বপ্ন দেখিনা
জীবন আর আগের মতো ছন্দে দোলে না
মলিন হাসি আর ফুল ছড়ায়না
এখন শুধু দিবসের শেষে অংক কষি
আর কথদিন বাকি
ফুড়ায়ে যাওয়া বেলা
মিলনের আগ্রহ দিন দিন বেড়ে চলছে
হারানো ব্যাথা আর ব্যাথিত করেনা
যা পেলেম তা হারানোর চেড়ে ঢেড়
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার লিখা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা