নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

লোহিত সাগর

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

সাগর কন্যার সাথে আমার সখ্যতা অনেক দিনের
বলা চলে ১৬ বছরেরই
নিরব , শান্ত এই সাগর
কোন কোলাহল তার নেই
নেই সেই গর্জন, হুংকার
যেন অবলা সেই নারীটি
চুপসে থাকে ঘরকোনে হয়ে
কখনো সকালের সাঝে, কখনো আবার দোপুরের আবেসে
গোধুলি কিংবা সন্ধ্যা রাতে
আবার মধ্য রাতে
নানান সময়ে নানান রুপ তার
মুগ্ধ করে এক যাপিত জীবনদারকে
অবসরে বিনোদনে নয় এযেন এক সখ্যতা

আরব্য রজণীতে একদিন সাগরকন্যার সাথে পরিচয়
তারপর থেকে আজবদি
একদা জ্যোস্না রাতে চাঁদের ঝিলি-মিলিতে সাগরকন্যার বদলে যাওয়া
দেখিতে মন মুগ্ধ হৃদয় নাচিতেছিল

বাতাসের মৃদুতায় আলতো ছোঁয়া
যুগ জনমের এই সন্ধি
চীর বিচ্ছেদ যেন না সইবার মত কিছু


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

আরজু পনি বলেছেন:
বুঝলাম লোহিত সাগরের কাছে আপনা বাস ।
কবিতার কথাগুলো সুন্দর ।
কোন লেখা প্রকাশ করার আগে কয়েকবার পড়ে বানানগুলো ঠিক করে নিলে পড়ার সুখটা বেড়ে যায় ।

শুভকামনা রইল, সুজন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জী আপু তোমার পরামর্শ আদতে নিলাম কিন্তু অামার মত ছাই লেখক কি এত শুদ্ধতার জামিন নিতে পারি । অবশ্যই এখন থেকে পড়ে নিব পোষ্ট করার আগে।তারপরেও ভুলে ভরা চেষ্টা মাত্র। সহগোগিতা সবসময়ের কাম্য।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

জয়ীর পরাজয় বলেছেন: ভালই লিখেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার ছাই পাস নয়নে আনার জন্য।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

নিলিমার নীল বলেছেন: ভাল লাগল

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার অনুপ্রেরণা। আপনাকে বিনম্র ধন্যবাদ।ভাল থাকবেন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

নিলিমার নীল বলেছেন: জি আপনিও অনেক ভাল থাকবেন

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে অনেক।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে আমার ব্লগে সুস্বাগতম । আপনার ভাল লাগা আমার লিখার অনুপ্রেরনা যোগাবে ,আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.