নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
তুলির আচড়ে যে রং ফুটাতে চাই
হৃয়দ ক্যাম্পাসে তাকে আঁকতে হবে
মনের মাধুরীতে মিশানো যার ছবি
ব্যার্থ কবির শব্দ ভান্ডার শুন্য
যেখানে জ্ঞানের প্রদিপটি নেভানো
প্রজ্ঞার অভাব যত না শঙ্কা তত
তোমার রূপ আঁকা
শুরু কোথায় হবে..
নাক , চোখ নাকি চিবুকের নিপুন আচড়টি
অসাধারণ কর্মের নিছক ভাবনার অন্ত প্রয়াস
শিল্পির তুলিতে রং লাগিয়ে বসে থাকা মাত্র
কেননা আমি শিল্পি নয়
আমার রংশৈলিতে কোনদিন কোন কাগজে বৃষ্টি হয়নি
শুধু গগনে মেঘ জমতে দেখেছি
গেল ভোরেও সূর্য্য দেখিনি আজ দেখবো বলে রাত জাগা
আশাজাগানিয়া স্বপ্ন ভৈরব
যেমন করে কবিতা হয়নি, হয়নি ক্যাম্পাস
তেমন করেই সখ্যতাও হইনি
তুমি তুমিই রয়ে গেলে না বলা কিছু কথার আড়ালে
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ছাইপাস লেখা ভাল লাগল অাপনের? অাপনার ভাল লাগা আমার অনুপ্রেরণা।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
সুলতানা রহমান বলেছেন: আঁকাটা শুরু করে দিন, দেখবেন এঁকে ফেলেছেন।
ভাল লাগলো। +
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগার কথা শুনে মোহিত হয়েছি। ভাল থাকবেন নিরন্তন কামনা রইল।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভাল থাকবেন শুভকামনায়।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
আমি নাহিয়ান বলছি বলেছেন: ভালো লাগলো..........
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
আরজু পনি বলেছেন:
বাহ অনেক দারুণ হয়েছে ।
পড়তে বেশ লাগছিল ।
অনেক শুভেচ্ছা রইল, প্রিয় সুজন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু ,আমি তোমার পড়ার অপেক্ষায় ছিলাম। অনেক খুশি হয়েছি যখন তোমার মন্তব্য দেখতে পেয়েছি।
অার একটু খেয়াল করে দেখে দিও আমার বানানগুলো। আমার বানানে দুর্বলতা কেটে ওঠছেনা। কাজের ফাকে একটু আধটুকু লিখতে চাই।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বানানের উন্নতি আসলেই চোখে পড়ার মতো ।
আশা করছি সামনে আরো নির্ভুল হবে ।
আমি খুব যাচ্ছেতাই ব্যস্তছিলাম গত কয়দিন, ঢাকা-ঢাকার বাইরে পেশাগত কাজে দৌঁড়াতে হয়েছে ।
আজও তেমনই কেটেছে । তারপরও আগামীকাল কিছুটা ব্যস্ততা থাকলেও দুশ্চিন্তামুক্ত থাকবো ইনশাহআল্লাহ ।
ভালো থাকুন সুজন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপু ।গত রাতে তোমার মন্তব্যা উত্তর দিতে পারিনি বলে সরি।নেট টা রাতে অনেক ডিষ্ট্রাব করে আর কাজের চাপেও থাকি অনেক সেল্স আর মেরামত এর কাজ তাই বেখেয়াল হয়ে গেছিলাম হয়তো।
তারপর বল অাজ কি কি করছ আজ আগেই জানিয়েছিলে আজ ব্যাস্ত থাকবে। ভাল থাকু অনেক অনেক।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।+++
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারি অথর্ব আমার এই লিখা পড়ার জন্য । ভাল থাকবেন।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
আরজু পনি বলেছেন:
আমার ব্লগে কারো একই মন্তব্য একাধিকবার পোস্টে হলেই শুধু আমি তা স্কিপ করার কথা ভাবি, অন্যথায় নয় ।
তাই অন্যের ব্লগে আমার মন্তব্যও কেউ স্কিপ করলে আমার ভালো লাগে না ।
৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
জনম দাসী বলেছেন: কাগজে বৃষ্টি হয়নি
শুধু গগনে মেঘ জমতে দেখেছি;;
তুমি, তুমিই রয়ে গেলে, না বলা কিছু কথার আড়ালে ...;;
ভাল থাকুন, ভাল লাগা রেখে গেলুম।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমাকে আমার আঙ্গিনায় দেখে খুশিতে আত্বহারা। তোমার ভাল লাগা অামার উদ্দেপপথ চলা। তুমি ভাল থেক সারাটি জীবন।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
জনম দাসী বলেছেন: আঙ্গিনায় আরও ঘুড়িয়া গিয়াছি। আমাকে দেখিয়া আপ্লুত বা খুশিতে আত্মহারা হওয়ার দরকার নাই গোলাপ ...
লেখার ভুল ধড়িয়ে দিয়েছি। অমন হলে ভাল হয়, কি বুঝলেন সুজন।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
নিলিমার নীল বলেছেন: ভাল লাগাল
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: খুব ভাল লাগল ।