নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমাকে কেহ চাইল
বা না চাইল
আমি আমারি রইয়ে গেলাম
ফিরে দেখা ক্ষনিক
যত সব আঁধার
আমারি মাঝে নিত্যরত খেলা করে
তোমার আত্নার ছায়া মুর্তি
কত কথন কতকি আবেদন
তুমি হেতু ধর বাইনা
লাল টিপ,আঁচল ভরা ফুল ।।
আমি আমাকে চিনতে যাই নদীর পাড়ে একা
নির্জনে ছায়ার সনে আলাপনে
চকিত নয়নে
চাহনিতে এক পরী রানীর
স্বপ্ন কত..
আঁচল মেলে নিতে শিউলি
বুকুল কিংবা বেলী
মুক্তো ঝরা বিমলিন হাসি
চোখে বিমুর্ত সুখ
সাগরের ঢেউ যেন খেলে
আমি আমাকে চিনিতে এখনো বাকি
নয়লে কি এখনো করি
তোমাতে বাস
সংগোপনে আলাপনে ঘুম পাড়ানির দেশে
হারানো স্বপ্ন খোজে
ছুটছি মৃগশাবকটির পিছে
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমাকে ধন্যবাদ ও আবারো নতুন বছরের শুভ্র শুভেচ্ছা তোমাকে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
ফেরদৌসা রুহী বলেছেন: নিজেকে চেনা কি আর এত সহজ।
নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই নিজেকে চেনা দায়।আপনার জন্য রইল নিরন্তন শুভেচ্ছা।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: খুশি হয়ে গেলাম
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই খুশি হওয়ার জন্য। ভাল থাকবেন নতুন বছরে ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
নীলপরি বলেছেন: খুব সুন্দর কথামালা। ভালো লাগলো।
শুভকামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ।নিরন্তন শুভকামনা আপনাকেও।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগল ।ধন্যবাদ ভাই
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার পথ চলা। ভাল থাকবেন সেই কামনাই।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
ব্যাক ট্রেইল বলেছেন: রইয়ে -রয়ে
নিত্যরত?
ভাল লেগেছে। আপনার বানান অনেকটা ঠিক হয়ে গেছে। এর আগে আপনার একটা গল্প পড়েছিলাম।
এইটা খুব ভাল লেগেছে। +
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বানানটা ঠিক করে নিব। আসলে কাজের ফাকে কিছু একটা লিখি অফিসের লেপটপে লিখেই না দেখে পোষ্ট তার পরেও আমিও বানানেও কাঁচা।লিখতে হাত আসবে ভেবে লিখছি। আপনাকে ধন্যবাদ মন্তব্যর জন্য।
নিত্যরত = সর্বক্ষন ।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
জনম দাসী বলেছেন: আপনার ভাল লাগাই আমার পথও চলা... খটকা,
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
আরজু পনি বলেছেন:
আপনার আবেগের প্রকাশটা ভালো লেগেছে, সুজন ।
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল ।
--------
পরে বানানের ব্যাপারে বলতে আসবো হয়তো ।