নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে কবিতা

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

কতদিনের ইচ্ছা ছিল কবিতার শহরে যাব
দেখব কবিতার বাগান
কবিতার হাটে কবিতার মেলা
কবিতা বেচা কেনার ভীড়
নানান কবিতা ; লাল,নীল ,বেগুনি হলুদ হরেক রকম কবিতা
ললনাদের শাড়ীর আঁচলে কবিতা
যে দিকে তাকাই কবিতা আর কবিতা

কবিতারা মানুষের পন্য হয়ে হাতের মুঠোয়
গোলাপহীন কবিতা হবে কবিতার তোড়া
কবিতার জন্য হবে নানা আয়োজন
কবিতারা হবে দেশের টকশোর প্রধান শিরনাম
কবিতা হবে রাজপথে আন্দোলনের হাতিয়ার
চার দিকে বেজে ওঠবে কবিতার জয়গান
কবিতা কবিতা কবিতা

সদায় কবিতার ছড়া-ছড়ি কবিতা বিহীন
কি করে থাকি বল
সস্তা বা দামি , সভ্য বা অসভ্য কথামালার কবিতা
সে যাই হোক কবিতা আমার প্রিয়

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

ব্যাক ট্রেইল বলেছেন: ভীড়, আঁচলে, তোড়া, শিরোনাম, বেজে

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সর্বদায় বানানগুলো ঠিক করে নিলাম।

২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

জনম দাসী বলেছেন: এত কবিতা ভালবাসা কেন... আপনার তার নাম কবিতা নাকি আবার। সরি মজা করার জন্য।

আমিও কবিতা ভালবাসি, তবে সমস্যা সাধারন কথা বলতে গেলেও, কবিতার মত হয়ে যায় । বড় সমস্যা ভাই...

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তুমি আপু গুনি লেখিকা, যার কলমের জুর ভাল। তোমার লিখাতে কথার গাথুনি নিপুন । তুমি কবিতা বুঝও বেশি হয়তো। আমিত যন্ত্র মানব, সারাদিন শুধু সমস্য সমাধানে ( কমপিউটার মেরামত) তারপর আবার বিদেশ। বোর লাগে যখন - সময় , যখন কিছুিই ভাল লাগে না তখন ব্লগে বসে খুজি; যাদের ভাল লাগে তাদের কবিতা , গল্প , ফিচার এগুলো। রাতে সময় পেলে সপ্তাহে ২/১ বার ফিসিং এ যাই সমুদ্র তীরে।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। অাপনাদে দেখে চেষ্টা মাত্র। ভাল থাকবেন। কোথাও ভুল থাকলে ধরিয়ে দিবেন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন:

বাহ দারুণ লিখেছেন তো !
ভালো লাগা রইল ।

আমারও কবিতা প্রিয় ।
তবে অনেক কবিতাই বুঝি কম ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপুনি। কবিতা প্রিয় শুনে ভাল লাগল। কবিতা বুঝার না বুঝার ব্যাপারটা হল কবিরা কখনো প্রলাপ ও লিখে যায় তখন যা আর হয় আরকি । ভাল থাকবেন সবসময় এই কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.