নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

এক বসন্তের প্রেম

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

জবা, বেলী , চম্পা -চামেলী
মহুয়া কিংবা গোলাপ কামিনী
বকুল দিব কদম্ব দিব- দিব পদ্ম
শাপলা ,চেরী দিব আরো দিব কৃষ্ণ
এবার বসন্তে ভাল বেসে দিব শিমুল
মালতী ছাড়া ও শীম কিংবা বেগুন ফুল তোমার খোপায় -
কলমি লতার ফুল।।
মালঞ্চ , হেলেঞ্চা কুচুরী তাও কম কিসে রূপে
লজ্জাপতির ফুল ফুটে ভোরের শিশির সিক্ততা ঘেঁসে
গাধা ফুলের বেঁধিতে তোমার খোপা হবে বাসন্তি
অপরূপা তোমি হেঁটে যাবে মেঠো পথ পাড়ি দিয়ে
আমি যোগল আঁখিপাতে নিমগ্ন প্রেমের ছবি এঁকে যাব হৃদয়পটে

ভাল বেসে অনুরাগের সুরে বাজাবো নির্বোধ রাখালের বাসরী
গরুর পালে হারিয়ে যাওয়া সেই অষ্টাদশী বালক, দুপুরের করা রোদে মাঠ থেকে দূরে হিজল তলায় বসে
যে সুর তোলে মাতিয়ে দেয় দীঘল মাঠ প্রান্তর
সে চৌরাশিয়ার বাসুরীর চেয়ে কম কিসের
যে বাসুরী তোলে বিচ্ছেদের সুর সেই আবার তোলে হর্ষ।
জীবনের রং বদলায় ক্ষণিকে
হৃদয়ে আঁকা ছবি কি বদলায়?
প্রেম সেত শ্বাশত্ব চির অমলিন ।








মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

তার আর পর নেই… বলেছেন: জবা, বেলী , চম্পা -চামেলী
মহুয়া কিংবা গোলাপ কামিনী
বকুল দিব কদম্ব দিব- দিব পদ্ম
শাপলা ,চেরী দিব আরো দিব কৃষ্ণ
এবার বসন্তে ভাল বেসে দিব শিমুল
মালতী ছাড়া ও শীম কিংবা বেগুন ফুল তোমার খোপায় -
কলমি লতার ফুল।।
মালঞ্চ , হেলেঞ্চা কুচুরী তাও কম কিসে রূপে
লজ্জাপতির ফুল ফুটে ভোরের শিশির সিক্ততা ঘেঁসে
গাদা ফুলের বেঁধিতে তোমার খোপা হবে বাসন্তি
অপরূপা তুমি হেটে যাবে মেঠো পথ পাড়ি দিয়ে
আমি যুগল আঁখিপাতে নিমগ্ন প্রেমের ছবি এঁকে যাব হৃদয়পটে

ভাল বেসে অনুরাগের সুরে বাজাবো নির্বোধ রাখালের বাসরী
গরুর পালে হারিয়ে যাওয়া সেই অষ্টাদশী বালক, দুপুরের কড়া রোদে মাঠ থেকে দূরে হিজল তলায় বসে
যে সুর তোলে মাতিয়ে দেয় দীঘল মাঠ প্রান্তর
সে চোরাসিয়ার বাসুরীর চেয়ে কম কিসের
যে বাসরী তোলে বিচ্ছেদের সুর সেই আবার তোলে হর্ষ।
জীবনের রং বদলায় ক্ষনিকে
হৃদয়ে আঁকা ছবি কি বদলায়?
প্রেম সেতো শ্বাশত চীর অমলিন ।

যা আমার চোখে ধরা পড়ছে সেগুলো ঠিক করে দিলাম। চোরাসিয়ার শব্দটা বুঝতে পারিনি।
কবিতার ভেতরের কথাগুলো ভাল।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে সহযোগিতার জন্য । আমি ঠিক করে নিয়েছি। ভাল থাকবেন।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অনুভুতি প্রকাশ ভাল লাগল :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাধ আপনার মন্তব্যর জন্য। ভাল থাকবেন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

কল্লোল পথিক বলেছেন: বাহ!দারুন হয়েছে।
শুভ কামনা জানবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই !! আপনার মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

আরজু পনি বলেছেন:
কবিতার ভেতরের কথাগুলো ভালো লাগলো ।

শীম কিংবা বেগুন ফুলের আইডিয়াটা পছন্দ হয়েছে ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি? তোমার ভাল লেগেছে জেনে খুশি হলাম। আমি মনে করেছিলাম তোমার চোখে পড়বে না । যখন আমার ব্লগে কষ্ট করে এসেছ , তোমার হাতের কাজটি ও যে বিশাল। ভাল থেকু আপুনি।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: মেঠো পথ, যুগল, চৌরাশিয়া, দীঘল, ক্ষণিকে, চির , নির্বোধ, সেতো , হেঁটে --- এগুলো ঠিক করে নিন।

অনেক ফুলের সমাহার দেখা গেলো প্রিয়জনকে সাজাতে।
শুভকামনা রইলো

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ সহযোগতিার জন্য ভালো থাকবেন অনেক অনেক।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

নিলিমার নীল বলেছেন: সুন্দর সুন্দর ও ভাবনা ।ভাল লাগা রইল হে কবি ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিলিমার নীল আপনিও অনেক সুন্দর করে লিখেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: অনেক ফুলের সাথে বেগুনী মনোহারিণী শীম ফুলের কথাটি শুনে ভালোলাগলো অনেক
+

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুল বলেই আমার দুর্বলতা অনেক । তার চেয়ে গ্রামের সহজলব্য ফুলগুলোর সাথে অনেক বেশি সখ্যতা। প্রিয়াকে দিব কোনটা দিব দিবই যখন হৃদয় উজার করে দিব যা পাব তাই দিব । আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

মাহবুবুল আজাদ বলেছেন: জীবনের রং বদলায় ক্ষণিকে
হৃদয়ে আঁকা ছবি কি বদলায়?
প্রেম সেত শ্বাশত্ব চির অমলিন ।


কথাটা ভাল লাগল । আসলেই জীবনের রঙ বদলায়, শুধু বদলায় না হৃদয়ে আঁকা ছবি,।
চমৎকার।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। ভাল থাকবেন।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

জনম দাসী বলেছেন: সুজন তোমারা এই বোন কে এত ভালো বাসতে এখন কি তোমারা দেখতে পাওনা আমার সাথে যে অন্যায় গুলো হচ্ছে। কে বা কারা আমার নামে নতুন আইডি খুলেছে। প্লিজ তোমরা এগিয়ে এসো ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ব্লগে অনেক অনিয়ম দেখেছি । কিন্তু কি করব বল। আমি এখনো মনে করি এই ব্লগপাড়াটি এক একেক জনের জন্য পাঠশালা। সবাই এখানে শিষ্টাচার বজায় চলা উচিৎ।এমন যদি করে থাকে তাহলেত সত্যিই একটি জগন্য অপরাধ তার জন্য সামুর কর্তপক্ষের কাছে আবেদন করব। তুমি কারোর কথায় কান দিওনা। খারাপ এর সংখ্যায় কমই হবে দেখবে ভালো লোকের অভাব নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.