নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

কে এই জনম দাসী???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৭

জনম দাসী কে জানিনা তবে সে একজন ব্লগার। যে কিনা আমাদের মাঝে খুবি অল্প সময়ে ভাল কিছু লিখা দিতে পেরেছিলেন। দেখেছি বেশ কিছু ভাল মানের ব্লগার তার ব্লগে আসা যাওয়া করেছেন এবং তাদের মন্তব্য রেখে গেছেন।ওনি জীবনবাদি জীবনের কথা বেশি বলেন তাতে দুষ কিসের? তারপর ওনি নিজেই প্রায় স্বীকার করছেন যে ওনি অগ্রজ আমাদের শ্রদ্ধাভাজন তাই ওনাকে শ্রদ্ধা দেখাতে আমাদের কার্পন্য করা উচিৎ না।তাই যারা অগ্রজদের শ্রদ্ধা জানাতে জানেন তারা ঠিকি শ্রদ্ধা জানাতে কৃপনতা করছেননা। আর যারা ..........।
এখন দেখছি ব্লগপাড়াতে কিছু উদ্ভব ধরণের নিক যেমন খুশি তেমন ভাষায় লিখছেন ।
হযবরল লিখে আবার নিজেকে ক্ষ্যতিমান ব্লগার দাবী করছেন বাহ্ এই কি ব্লগার নিতি,যা কিনা আমাদের ব্লগের নিতিমালায় লিপিবদ্ধ!

যাই হোক এতে করে মনে হচ্ছে কারোর ক্ষ্যাতিতে কারো মাথা ব্যাথার মতন।ব্লগ একটি মুক্তমনের প্লাটফর্ম এখানে যে যার মত করে ব্লগ লিখবেন , মুক্তমনা মানে গালি, বেরষিক অন্যকে কুতুক্তি করা যদি হয় তাহলে তা করতে বাধা নেই। সভ্য বলতে যাহা বুঝি বা আপনার সবাই বুঝেন তা বঝায় রেখে আসুন সবাই একি সুরে একি গান গাই আমরা আমরা প্রতিরোধ করব যত অনিয়ম- অনাচার।সুচ্চার হবো,কারোর প্রতি অবিচার হলে প্রতিবাদ করব. রোখে দাড়াবো সকল অনিয়ম।
আজ জনম দাসী কে নিয়ে এমন ঠাট্রা -তামাশা হচ্ছে একদিন আমাকে , আপনাকে নিয়েও হবে।
সবাই ভালো থাকুন এই প্রত্যাশা ।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৯

অগ্নি কল্লোল বলেছেন: একমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সরল চিন্তার জন্য।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।যার অল্পদিনে আকাশচুম্বি জনপ্রিয়তা যারা সহ্য করতে পারেনি।
তারাই তাকে নিয়ে কটুক্তি করে যাচ্ছে।ধন্যবাদ লেখক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই ভাই।আমারও খারাপ লাগলছে কিন্তু ওনার জন্যত কিছুই করতে পারছিনা । শুধু প্রতিবাধের ভাষায় প্রতিবাধ করে যাই।ভাল থাকবেন কল্লোল পথিক ভাই।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: অহিংসা ও পরমতসহিষ্ণুতা ব্লগের নীতি হওয়া উচিত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি ভাই এমনই হওয়া উচিৎ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

ভক্সওয়াগেন বলেছেন: তেব্র নিন্দা জানাই এমন ঘটনার। আর ভাই ঐ ব্লগারের নাম ধইরা কিছু না বলাই ভালো। গতকাল একজন পোস্ট দিলো কবিতা সেই পোস্ট হয়ে গেলো গাড্ডা। কি কি সব নিক এর আগমন। জনমদাসী নিয়ে এখন যেইই বলবে সেই হবে জনমদাসীর মাল্টি , হেক্টোরের মাল্টি, চোখের কাঁটা, ভুমিসংকর, আর কত কি।সব ফালতু নিকের জন্ম। বাদ দেন ভাই । আপনি তাকে নিয়ে লিখলেন কেন আপনি আবার তার আরেক মাল্টি না তো ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: না ,ভাই ব্লগে ৬ বছর পার করলাম । প্রবাসি হিসেবে অনেক কিছুই দেখে যাচ্ছি শুধু ক্যাম্প ট্রাম্প করার সুজোগত নেই। ভাল পাঠক হিসেবে পড়ে যাই লিখতে তেমন পারি না।মহিলা ভালো লিখেন পাঠক হিসেবে পড়ছি বেশ তাই। শ্রদ্ধেয় শ্রদ্ধা করি এই আর কিছু নয়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ইনফেকটেড মাশরুম বলেছেন: ইখানে দেহি আবার ভক্স মাল্টিরও উদয় হইসে!! এত্ত মগা কুতায় রাখি.... খেক খেক...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগুলো কি ভাই!!!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

খোলা হাওয়া বলেছেন: ইনফেকটেড মাশরুম তুমি কে ? তোমাকে আবার সাবধান করছি।সব্জায়গায় মজা করবে না। ইতি জনমদাসী

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

চাপাবাজ-২ বলেছেন: মুই চাপাবাজ কইতিয়াছি। কোনটা কার মালটি জলদি জলদি ঝাতির সামনে উত্থাপন করেন?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ । সাথে থাকবেন। যে কোন অন্যায়ের প্রতিবাদ করব।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

নুরএমডিচৌধূরী বলেছেন: একমত।
লিখা ভল লাগল

চমৎকার কথা
ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ একসাথে থাকার জন্য। আর দেখুন না ওরা জনম দাসী আপুটাকে তাড়িয়ে ছাড়ল, ওনাকে আর দেখা যাচ্ছেনা।

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৪৪

কালনী নদী বলেছেন: আমি তার সম্পর্কে কিছু্ জানি না ভাই তবে যাই হয়েছে সেটা খারাপ, আপনার সাথে কালনী একাত্মতা ঘোষণা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.