![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
প্রেম এ কোন পরম আত্মার অভিলাষ
প্রেম সে কি কোন অনাহত শরীরে বসবাস
প্রেম মুক্ত বীহঙ্গ নাকি শৃঙ্খলিত?
প্রেম দাসত্ব মুক্ত এক সাধীনতা--
প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার।
প্রেম কোন মায়ের হারানো বুকের মানিককে কোলে ফিরে পাওয়া
প্রেম বহু যুগ ধরে লালিত স্বপ্নের প্রতিফলন__
প্রেম মরু দিগন্তে এক পসলা বৃষ্টি ,
প্রেম সবুজ বন-বনানি।
প্রেম সেত বাঘিনিটির আগলে রাখা মৃগ শাবকটি
প্রেম এক কুকুর কে কিনারে ভিড়ানো মৎসটি
প্রেম এ হতে পারে রাস্তার পাশে গ্লাস হাতে প্রতীক্ষিত যুবক - দুপুরে খরা- রোদে পুড়া পথভুলা তৃষ্ণার্থ পথিককে করানো পানি পান
প্রেম প্রতিটি বালু কনা যাদের মিলনে এই বিশাল চরণ ভুমি-পাহাড়
প্রেম প্রতিটি জল- রাশি যাহা সমুদ্র বিহার।
প্রেম সেত দুই লহরীর সফেন,
প্রেম সে কি দু'টি আত্মার কাছা- কাছি মিলন।
প্রেম সে কি হারানো ব্যাথার চুরান্ত সীমানা-
প্রেম কি ভাল লাগার শেষ পরিণয়!
প্রেম মায়ের শীতল আঁচলে মুছে নেয়া ক্লান্ত মুখ
প্রেম কোন ভাবুক কবির কাগজ আর কলমের মিলন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে।জি ভাই মানবতার প্রেম আসলে প্রেম যাহা একজন কে পরম মুক্তি দিতে পারে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
বিজন রয় বলেছেন: প্রেম নিয়ে কবিতা লিখলেন, ভাল। কিন্তু অনেক অনেক বানান ভুল দেখাচ্ছে। এমনকি শিরোণামেও বানান ভুল। যদি কিছু মনে না করেন তো ঠিক করে দেওয়ার অনুরোধ করছি।
শুভকামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
কল্লোল পথিক বলেছেন: কবিতা ভাল হয়েছে।বানান গুলো একটু দেখে নিবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি ভাই কাজের ফাকে টাপো করেছিত। তারপর আমি এমনিতে বানানে অনেক কাঁচা। বেশি ভাগই কনফিশনে ভুগি ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য রাখার জন্য।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: প্রেম হোক সবার তরে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
ফারিহা নোভা বলেছেন: চমৎকার
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
পার্থিব লালসা বলেছেন: প্রেম এ কোন পরম আত্মার অভিলাষ
প্রেম সে কি কোন অনাহত শরিরে বসবাস
প্রেম মুক্ত বীহঙ্গ নাকি শৃঙ্খলিত?
প্রেম দাসত্ব মুক্ত এক সাধীনতা--
প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার
চমৎকার ভাবে ফুটানোর চেসটা করেছেন
+++++++++্
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমার লিখনিকে আরো বেগমান করবে। আপনার প্রতি শুভেচ্ছা রইল।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে শুভ্র শুভেচ্ছা।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
আরজু পনি বলেছেন:
সুজন, আপনার কবিতারা দিন দিন ভালো থেকে ভালোতর হচ্ছে...
অনেক শুভকামনা রইল ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাদের দোয়া মাত্র এই উন্নতির কারণ। তারপর কেমন আছেন আপুনি? পুরুমাসটি ব্যাস্ততায় যাচ্ছে বই মেলা নিয়ে। তারপর শরির ভাল যাচ্ছেত? ভাল থাকবেন এই নিরন্তন কামনা দূর থেকে ভাইটির চাওয়া।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল । অনেক অনেক শুভ কামনা রইল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার।
ধন্যবাদ আপনাকে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা সহ ধন্যবাদ রইল।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। তবে বানানে সচেতন হতে হবে। বেশ কিছু টাইপো আছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করব।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শাশ্বত
শিরোনামের বানানটা কি এমন হবে না??
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নোটপেডে লিখে পোষ্ট করি তাই বেশি টাইপো হয়, তারপর এও সত্যযে আমি বানানে অনেক কাঁচা।আপনাকে ধন্যবাদ ভাই সহযোগিতার জন্য।
১৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,
আপনার প্রেমের স্বপক্ষে রবিঠাকুরকে স্মরণ করতেই হয় -------------
সেই গানে, সেই ফুল্ল ফুলে ,
সেই প্রাতে , প্রথম যৌবনে
ভেবেছিনু এ হৃদয় অনন্ত অমৃতময়
প্রেম চিরদিন রয় এ চিরজীবনে ।।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস আপনার মন্তব্য দেখে অনেক খুশি হলাম । আপনিও অনেক ভাল লিখেন আর রবিঠাকুরের উপস্থাপনা আমাকে আরো অনুপ্রাণিত করছে।ভাল থাকবেন সবসময় ।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৯
আহসানের ব্লগ বলেছেন: বাহ ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
আহসানের ব্লগ বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাল লাগলো আপনার কবিতাটা, আমাদের প্রেম বিপরীত লিংগের প্রতি যতটুকু থাকে তার ৫% ও মানবতার প্রতি মনে হয় থাকেনা। ধন্যবাদ আপনাকে