নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

আঁধার কাটেনি আজো

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭



ভাল বাসি। দুনিয়ার তাবত ভাল বাসা তোমার জন্য
হাজারো কবির উপমা যেখানে একটি শব্দের মোহনাতে মিলে
মিলনের মোহতায় মন নাচে আনন্দে
তোমার আর আমার পথ এক পথেই গেছে চলে_
আমি ভাল বাসি তোমাকে ভাল বাসার জন্যে
এরপর অনেকদিন , কিছু মান -কিছু অভিমান
হঠা্ৎ ঈশান কোনে জমেছে মেঘ!
বলে দিলে 'এসবি মিছে,
ভাল বাসা শুধু শিশুতোষ খেলা।'

অামি যা পারিনি..
তোমার মনের কোনে একটু স্হান করে নিতে,
দুনিয়ার তাবত সম্পদ নিজের করে নিতে,
তাই গরিবদের একজন রয়ে গেলাম।
পারিনি বুদ্ধিহীনতার জন্যে নির্বোদ বোকা খ্যাতি থেকে নিস্তার দিতে।
তুমি যখন ফিরিয়ে দিয়েছিলে অামার শেষ আবদার,
তুমি যখন ভুলে যেতে বলেছিলে ,
ছোট্টবয়সের আবেগি মনের যন্ত্রনা।
তখনও পারিনি ভুলে যেতে!
আজ এতবছর পরেও কি পেরেছি তা?
যদি তা পারতামই তবে -
আমি হয়ে যেতাম বুদ্ধিমানদের একজন , হয়তো ফিরে পেতাম চৈতন্য ।

সমাজে কৃখ্যাতির অভাব আমার নেই
বার -বার হেরে যাওয়া জীবনে
সঠিক পথ খোঁজে পাব কোথায় বল
যে পথ অনেক আগেই চলে গেছে অন্ধকারের পথ ধরে__
আমি সে পথই পরে আছি ।
কখনো -কখনো চৌধুরীসাহেবদের জমকানো মরিচ বাতিতে সাজানো একটু জোনাকীপোকার আলোর মতো আলো আমাকে
দেখিয়ে দেয় সুখ পাখীটির ঠোট।
পিন্জরে বন্ধি সেই তুমি
মহানায়কের প্রমুধ বালা,
আমি যাত্রার মঞ্চের বহুরুপি নায়িকাটিকে দেখি
অদ্ভুত সেই সাজ !
একি গল্প টেনে নেওয়া অভিনয় মাত্র -
নাকি বাস্তব সুখের সাগরে ডুব দেওয়া,
আমি সকালে একফুটা শিশীরে সিক্ত দুর্বাঘাসে
সুর্যেল আলোর জ্বলকানো দেখলেই
সারাটাদিন কেটে যায় হীরক সুখেই
যেটুকু পেয়েছি তাও কারো কৃপায়
অন্ধকার জীবনে এইটুকু আলোর খেলা সুখ কমকিসের?

তাইতো পারিনি ভাল মানুষদের একজন হয়ে দুনিয়াকে জানাতে,
পারিনি নিগ্রহকে এড়াতে।
পারিনি একজন মানুষ হয়ে জন্মানোর পড়ও মানুষ হয়ে বাঁচতে।
উপেক্ষা আর অবহেলা এই দুই মিলে যন্ত্রনার যে নহর কেটে যায় প্রতি নিয়ত হৃদয়ে
সেখানে এক দু্:খ পুরি আছে ,
কষ্টেরা সেখানে বাস করে
কন্ঠকে তাদের কষ্ট আর কষ্ট মালা পড়ে।

এবার কষ্টকে দিব মুক্তি
সব আয়োজন সারা ।
কষ্টের মিছিল থেকে পালাব- এক দৌরে ,গতির সবটুকু ব্যয় করে
কিন্তু !
তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।।

মন্তব্য ৬৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাক হয় ।

অনেক ভাল লিখেছেন।
ভাল লাগল।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ বিজন রয় আপনার মূল্যবান মন্তব্যর জন্য। শুভকামনা রইল।

২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

কল্লোল পথিক বলেছেন:



কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাক হয় ।

কবিতা ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। অাপনি নিয়মিত আমার ব্লগ দেখেন ।আপনাদের দেখলে মন ভরে যায়, অনুপ্রেরনা পাই । ভাল থাকবেন ভাই।

৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাল লিখেছেন।
ভাল লাগল।
+++

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই চেষ্টা করে যাওয়া কিছু হল কিনা জানিনা তবে আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম ভাই । থাকে থাকার জন্য অনেক ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একজন মানুষ হয়ে জন্মানোর পড়ও মানুষ হয়ে বাঁচতে।


দারুণ লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই ।আমার পোষ্টে আপনার আগমন আমাকে অনেক খুশি করেছে ।ভাল থাকবেন।

৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬

আরজু পনি বলেছেন:
বাহ বেশ বড় করে লিখেছন...
মনে মনে জোরে জোরে পড়ছিলাম...বেশ লেগেছে।

আপনার কবিতারা চোখের সামনে যেনো বিকশিত হচ্ছে।
এই বিকাশ লাভটা দেখতে ভালো লাগছে।

আপনি দেশে এলে ব্লগে জানাবেন আশা করি...আপনার জন্যে বিশেষ দু'একটা বইয়ের খোঁজ দিব।
অনেক শুভকামনা রইল, সুজন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ও অনেক ভাল লেগেছে আপনাকে দেখে , মাঝে মধ্যে যাই ছাই পাস লিখে যাই যদি কোন গুনিজনের দৃষ্টিগোচর হয় তখন আনন্দে বুক ফোলে ওঠে ।তার চেয়ে বড় কথা আমার লিখার মান যেমনই হোক- কোন প্রিয়জন/প্রিয় ব্লগার যাদের কে সবসময় পড়ি , অনুসরন করি তার কেহ এলে দু' , একটি পরামর্শ রেখে গেলে খুশি হই অনেক বেশি।
আপনার বেলায় কি বলব ব্লগে অনেকদিন থেকে আপনাকে আমি পড়ি, অনুসরণ করি ভাল লাগার কারোর মধ্যে একজন আপনি ।আপনার সাথে আমার ব্লগয়ি একটা সুদৃঢ় বন্ধন অনুভব হয় ।
অবশ্যই জানাব।তবে বাবুটাকে দেখতে মন চায় তাই দেরি হবে না মনে হয় আগামী কয়েক মাসের মধ্যেই আসব ইনশাল্লাহ।দোয়া করবেন আমার জন্য আর আপনি ভাল থাকবেন এই কামনাই করি মহান সৃষ্টিকর্তার নিকট।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,




সেখানে এক দু্:খপুরি আছে ,
কষ্টেরা সেখানে বাস করে....


সমগ্র কবিতায় সেই কষ্টেরই আভাস ।

আরো আরো লিখুন । শুভেচ্ছা সহকারে ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

প্রামানিক বলেছেন: কষ্টের উপরে চমৎকার কবিতা। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। কেমন আছেন ?ভাল থাকবেন সবসময় কামনা রইল।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কাবিল বলেছেন: যে পাথর সব সময় গরে, সেই পাথরের গায়ে কখনো ছেওলা লাগে না।
কবিতায় +++++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

রোদেলা বলেছেন: তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।
বাহ .।।।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপুনি তোমাকে। ভাল আছ?

১০| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "এবার কষ্টকে দিব মুক্তি
সব আয়োজন সারা ।
কষ্টের মিছিল থেকে পালাব- এক দৌরে ,গতির সবটুকু ব্যয় করে
কিন্তু !
তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া "

কবিতায় কষ্টের চিহ্ন স্পষ্ট। অনেক ভাল লাগা জানবেন।

অসামান্য ভাল থাকবেন।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্টের সাথে মোকাবেলা করা কঠিন ! আপনার ভাল লাগার কথা জেনে অনেক খুশি হলাম। আপনিও অনেক অনেক ভাল থাকবেন।

১১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

আমিই মিসির আলী বলেছেন: বাহ্! বাহ্!
চমৎকার কবিতা।
ফ্যান হইয়া গেলাম।
+

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই ,আপনার মন্তব্যও ইচ্ছা দু'ই আমাকে মোহিত করেছে। ভাল থাকবেন সবসময় সেই কামনা।

১২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '''ভাল বেসে ফতুর হয়ে যাওয়া'' চমৎকার টাইফ কবিতা ।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই তো ভাল বাসা । ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ একটা পেইন্টিং ব্যবহার করেছেন !!! আপনার রুচির তারীফ করছি ।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১৪| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬

মহা সমন্বয় বলেছেন: তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মহ সমন্বয় মন্তব্য করার জন্য।

১৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ মুগ্ধতা , দারুণ অনুভূতি ... মন ছুঁয়ে গেলো । :)

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ও নির্মল মনে পড়ার আর মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা গুলশান কিবরীয়া ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: কোথায় গেলেন?

নতুন লেখা দেন।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আছি ভাই ...পড়ছি শুধু ।

১৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০

রিপি বলেছেন:

কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।।


একদম ঠিক কথা। কবিতা্য ভালোলাগা রইল ভাইয়া। :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্য পেয়ে খুশি হলাম অন্তত্য কষ্টগুলোত ভুলা যায় বোন । অনেক আপ্লুত হলাম আপনিও অনেক ভাল লেখেন , আমি আপনার ব্লগ আঙ্গীনাতে যাই , পড়ি মন্তব্য করি ভাল লাগা মন্ধলাগা। ভালবাসা অনেক । ভাল থাকবেন।

১৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯

রিপি বলেছেন:
আমার ব্লগ আঙ্গীনাতে আপনার পরিদর্শনের কথা শুনে অনেক ভালো লাগছে। আমার অগোছালো লেখা ভালো লাগে আপনার জেনে অবাক লাগছে সাথে অনেক খুশী ও লাগছে। আপনিও ভালো লেখেন অনেক। শুভেচ্ছা রইল আবারো। :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই ভাল লাগে অকপটে বলা । লেখক মাত্রই তার মনের কথাগুলো নানান রংগে সাজাবে। লেখকদের এই শাতন্ত্রবোধ চিরন্তন। আর ভাল লাগা তাতো মনের ব্যাপার । অাপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।

১৯| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: সুন্দর কথামালা । ভালো লাগলো ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে অনেক শুভেচ্ছা ।

২০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

ফারিহা নোভা বলেছেন: বাস্তবতা আসলেই অনেক কঠিন।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলেই তাই...

২১| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৫

আহসানের ব্লগ বলেছেন: ভাল লেগেছে ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

২২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

আহসানের ব্লগ বলেছেন: :)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইমুতে খুশি হলাম।

২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

দীপংকর চন্দ বলেছেন: নড়ে উঠলো বুকের ভেতরটা!!

অনিঃশেষ শুভকামনা ভাই।

অফুরান শুভেচ্ছা শততম লেখার জন্য।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই আমার ভাল লাগল আপনি আমার ব্লগে এসেছেন । এই ক্ষুদ্র চিন্তার মনের কিছু আবুল তাবুল কবিতার নামে চালানো আর কি ।
ব্লগে এসে শুধুই পড়ে যাব তাই কিছু লিখি। ভাল থাকবেন আপনি।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: কঠিন মনোকষ্টের কবিতা!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি। ভাল বাসাত এমনই হবে। ধন্যবাদ আপনাকে আমার ক্ষুদ্র লিখনিটি পাঠ করার জন্য।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

জুন বলেছেন: ভাল বাসি। দুনিয়ার তাবত ভাল বাসা তোমার জন্য
এরপর আর কথা নেই মাহমুদুর রহমান সুজন। যে ভালোবাসতে পারে সে সব কষ্ট গিলে নীলকন্ঠ হয়ে যেতে পারে।
কবিতায় অনেক অনেক ভালোলাগা।
+

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি আপুনি ,যারা ভাল বাসতে জানে তারা কষ্ট গিলতে ও জানে ।আপনার মতো গুনি ব্লগারের কদর কি করে করি, কি দিয়ে শুভেচ্ছা জানাবো ভেবে পাচ্ছিনা। তাই আমার প্রোফাইলের সবুজ গোলাপটি আপনার জন্য।

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার কবিতা সব সময় নতুনত্ব নিয়ে আসে; কবিরা মানুষের হৃদয়ের কথা বলেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হলাম আপনাকে শতত শুভেচ্ছা।ভাল থাকবেন সহব্লগার।

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

তৌফিক মাসুদ বলেছেন: ভালো লাগল কথাগুলো। শুভকামনা জানবেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ । ভাল থাকবেন কামনা রইল।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

নেক্সাস বলেছেন: আপনার লিখা বেশ পরিপক্ক হয়ে উঠছে। পড়তে ভালই লেগেছে। অব্যাহত রাখুন

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার লেখা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তন।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: কষ্টের পলিতে জীবন - এটাই বাস্তবতা
লেখা অনেক ভাল লাগল

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমার লিখাটি পড়ার জন্য । আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম। ভাল থাকবেন।

৩০| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

কল্লোল আবেদীন বলেছেন:



সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



নিজের ভালোবাসার কথা, নাকি কবিতা?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে বলুন অনাকাঙ্খীত মন্তব্যর জন্য কি রাগ করেছেন। সহব্লগার হিসেবে করা কথা বলে ফেলেছি আসলে সময়ের প্রেক্ষিতে মানুষ স্বার্থপর হয় তাই। ভাল থাকবেন। কবিতাত কবিতাই।

৩২| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: এবার কষ্টকে দিব মুক্তি
সব আয়োজন সারা ।
কষ্টের মিছিল থেকে পালাব- এক দৌরে ,গতির সবটুকু ব্যয় করে
কিন্তু !
তাই কি আর হয়
কষ্টে যাদের জীবন গড়া
কি করে কষ্ট ছাড়া বেঁচে থাকা হয় ।

হৃদয়ের অকুতি সহ লেখা +++++

১৫ ই মে, ২০১৬ রাত ১:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে উত্তর দেওয়ার জন্য।হৃদয়ের আকুতি আছে বলেই আমরা আর অন্যসব প্রাণী থেকে আলাদা । আপনি কবিতাটুকু পড়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩৩| ২১ শে মে, ২০১৬ রাত ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: ভাল বাসা শুধু শিশুতোষ খেলা - এ উপলব্ধির সাথে যদিও একমত নই, তবু ভাল লেগেছে এই সহজ উপলব্ধিটুকু এতটা সহজ করে প্রকাশ করার জন্য।

২১ শে মে, ২০১৬ রাত ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আপনাকে আমার ব্লগ বাড়িতে দেখে অনেক খুশি হলাম । আর আপনার মুল্যবান মন্তব্যটুকু রেখে যাওয়ার জন্য।

৩৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

তাসনিম নিঝু বলেছেন: কষ্টগুলো যেন সকলে ঐশ্বর্যের মতন উপভোগ করতে পারে এই কামনায় রইল...

২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুস্বাগতম আমার ব্লগবাড়িতে।ধন্যবাদ আপনাকে লিখাটুকু পড়ার জন্য। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.