নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
কুলষিত এই মনের কুৎসিত চিন্তাগুলো
খরতাপে শিরা শিরায় বইয়ে দেয়
বেচেঁ থাকা অনর্থক মনে হয়
যা কিনা মনের ব্যাধি
এই মন পুড়ে গেলে বাকি থাকে কি?
অঙ্গার এই মনের ভস্ম- ছাইগুলো
তিতাসের নিন্মস্রোতে ভাসিয়ে নিয়ে যায় সখ্য নদীর বুকে_
আমি চেয়ে থাকি - ক্লান্তিহীন চোখ অামার পলক ফিরে দেখে
ঘোর অন্ধকার ; চারদিক ভিবিষিকাময়!
দু'চারটি লুন্ঠন বাতির আলো নিভু- নিভু জ্বলা দুর থেকে জোনাকী পোকার বিচরন মনে হয়।
আবার ক্লান্তি এসে ভীর করে এই অমাবষ্যার অন্ধকারে
আমি আমাকে চিনি না
কোথায় আমার পদস্থলন -এক পা'- দু পা' করে কত-দূর চলে এসেছি সে খেয়াল নেই।
পিছনে তাকাতেই বুক ভারী হয়ে আসে
চিন -চিন ব্যাথাটা বেড়ে যায়
ডান হাতটা বুকে চেঁপে আছি
প্রার্থনা আবার "ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু"
সময় বলে দেয় তুমি ফুরিয়ে যাচ্ছ,
প্রদীপ জ্বলার মতো।
আলোহীন এই অন্ধকারে
আবার তোমার সাথে হবে দেখা
মঞ্চ শেষে যখন অভিনেতা প্রস্থান বেলায় যেমন করে নায়কের সাথে নায়িকার হয় মিলন।
তেমনি করে হলে ও হবে!
তখন হয়তো ব্যাথার পুজার হবে কিছুটা অবসান
শেষ বেলায় আলো আর আধাঁরের খেলায়
ঠিকি তুমি আমায় চিনে নিবে।
এবার হয়তো খেলা হবে সাঙ্গ
আবার নতুন কোন সাজে মঞ্চে তোমার আর আমার দেখা হবে
সাজের মেলাতে আর আলোর খেলাতে বাধ্য করা সংলাপের কোন একটি সংলাপও ফেলতে পারবে না
মনের কথা না বলতে পারলেও স্কিপ্টের সংলাপ তোমাকে দিতেই হবে।
নির্দেশিত প্রতিটি সংলাপে -তোমার কাছা কাছি এই আমি ততটা বেমানান হবো না হয়তো।
প্রিয়া তোমাকে বরণ করতে হবে এই মিথ্যা খেলার শেষ অবদি
মনের কথা না হয় থাকুক মনে।
১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
২| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
গ্যাব্রিয়ল বলেছেন: ভালো লাগলো কবি।
১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগা আমার পেরনা। ভাল থাকবেন সবসময়।
৩| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: à¦
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝলাম না, আমার মন্তব্যটা এমন শো করছে কেন!!
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে দেখে খুশি হইলাম।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
বিজন রয় বলেছেন: অনবদ্য কবিতা।
কিন্তু কিছু টাইপো আছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ বিজন রয় আমার ব্লগ বাড়িতে আপনার পদচারনের জন্য, অনেক খুশি হলাম আমার কবিতা পাঠান্তে আপনার মূল্যবান মন্তব্যটুকু রেখে যাওয়ার জন্য। ভাল থাকবেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে কবিতা।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল মন্ধ বিচার পাঠকমাত্রই করবে। তবে আমি নিজে যতটুকু জানি আমি তেমন লিখেন না।তবে একজন পাঠক পড়া আমার নেশা।আপনার ভাল লেগেছে জেনে খুশি হয়েছি।এই ভাল লাগাগুলোই লিখার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ অনেক অনেক।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও আপুনি তুমি ! তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগবাড়িতে অাসার জন্য। তার পর বল কেমন আছ ? ভাল থাক এই প্রত্যাশায় চিরন্তন।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে... সামনে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে আশাকরি...
শুভকামনা...
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার মতো ক্ষুদ্র লেখকের অনুপ্রেরনা যোগাবে। ভাল থাকবেন সেই কামনাই করছি।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
গোফরান চ.বি বলেছেন: সময় বলে দেয় তুমি ফুরিয়ে যাচ্ছ,
প্রদীপ জ্বলার মতো।
আলোহীন এই অন্ধকারে
আবার তোমার সাথে হবে দেখা
মঞ্চ শেষে যখন অভিনেতা প্রস্থান বেলায় যেমন করে নায়কের সাথে নায়িকার হয় মিলন।
তেমনি করে হলে ও হবে!
তখন হয়তো ব্যাথার পুজার হবে কিছুটা অবসান
শেষ বেলায় আলো আর আধাঁরের খেলায়
ঠিকি তুমি আমায় চিনে নিবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ব্লগ বাড়িতে সাগতম আপনাকে।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্য জবাব দিতে দিরি করাতে ক্ষমা করবেন। এমনিতে প্রতিদিন একটু আধটু সময় সামুতে থাকি তবে আপনার মন্তব্যটি যথাসময়ে চোখে না পড়ায় আর তার জবাব দেওয়া হয়নি।
আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হয়েছি। অামি আপনার প্রতিটি ব্লগই দেখি। আমার ও প্রকৃতি অনেক ভাল লাগে। তবে থাকি মরু ভুমির দেশে। ভাল থাকবেন ভাই।
১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
জীবনকাব্য, অদ্ভুত লেগেছে পড়তে; মনে হয়, অনেক কথা, অনেক কাহিনীকে বুকে ধরে রেখেছে এই পদ্যটুকু, পুরো জীবনের কাহিনী।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সাথে নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: হারিয়ে গিয়ে নতুনের আগমন পথ করে দেয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শেষ থেকেই শুরু হয় কখনো। ধন্যবাদ মন্তব্যর জন্য। ভাল থাকবেন শুভকামনা রইল।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৮
ফাহমিদা বারী বলেছেন: চমৎকার কবিতা। ভাবার্থ সুন্দর। কিছু ছোটখাট বানান ভুল চোখে পড়ছিলো। শুভেচ্ছা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্যটুকু রেখে যাওয়ার জন্য। শুভকামনা অাপনার জন্য।
১৫| ০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০
খায়রুল আহসান বলেছেন: সময় বলে দেয় তুমি ফুরিয়ে যাচ্ছ - এক সময় আমরা সবাই শেষ প্রহরের প্রদীপের মতই দপ করে নিভে যাই!
কবিতার এ পংক্তিটি ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ নয়।