নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

নিয়তি

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

বড্ড অসহায় লাগে
যখন হাত সংকুচিত থাকে
দুই কড়ি দিতে গিয়ে শূন্য হাত ফিরে আসে
তখন মনে হয় বড়ই প্রয়োজন ছিল অর্থ কুড়াবার
নিজের করে নিয়ে সুখ রচিবার

ক্ষুদার জ্বালায় জ্বলছে মানুষ
হাত পাতে দ্বারে- দ্বারে
দুমুঠো ভাতেই পেট পুরে নেয়
আর কিছু চাই নে তার
আমরা কত রষনাতে পুরি পেট

ওদের জন্ম কষ্টকুঁড়ে
জন্মিছে শুধু জীবন বঞ্চনা সইবার
বড় লোকের দামী গাড়ী দরজার গ্লাসে
চাপড়িয়ে দিন পাড়ি দিবার
এত নিষ্ঠুর হয় কি করে পৃথিবী
প্রকৃতির বন্টনে এত গড়মিল!
কােরোর ঘরে জ্বলে ঘী'র প্রদীপ
কারোর ঘর অন্ধকার!
কারোর অর্থ-সম্পদ ঐতিহ্য বিলীন
কেহ অাবার পথের ফকির।

প্রগতিবাদের নামে যারা মিছিলে
সাম্যর গান গায়,
ওরাই আবার ভিখারীর অর্থ লুটে খায়
সেবার নামে সাইনবোর্ডের পিছনে
ছুরি হাতে বসা কসাই,
গরিব পেলেই তাকে করে জবাই

অসহায় জীবন চলার প্রতিটি বাঁকে
ভৃত্যের কি দাম আছে!
বড় লোক সমাজে হয় সমাজ পতি,
গরিবের সম্পদেই ওরা বনে কোটি-পতি।

মন্তব্য ৬৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া ।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পোষ্টের প্রথম মন্তব্যদানে প্রীত করলেন বোন। ভাল থাকবেন সবসময়।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

ধুতরার ফুল বলেছেন: বেশ চমৎকার ! দারুন কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে প্রীত করলেন। শুভেচ্ছা জানবেন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন পর আসলেন মনেহয়

সুন্দর হয়েছে কবিতা

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: না বোন, প্রতি দিনি ব্লগে পড়ে থাকি প্রায় ৭/৮ ঘন্টা তবে পোস্ট কম দেই। কেননা আমি তেমন ভাল লিখিয়েন নয় তবে ভাল পাঠক। সাড়াদিনি পড়ি। আড্ডা দেই কাজের ফাকে ফাকে।

আপনার মন্তব্য অনুপ্রানিত করবে বোন। ভাল থাকবেন সর্বদায়।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: পুঁজিবাদের থাবা ভয়ংকর।

আপনার কবিতা কম দেখা যায়।

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন সবাই নিজের জন্য ভাবে অন্যর গলায় রসি, তাতে কি!
জি জনাব আসলে অামি আমার অক্ষমতার কারণেই পেরে উঠছিনা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য রেখে আমাকে অনুপ্রানিত করার জন্য।

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পোস্টে আপনাকে দেখি না অনেক দিন তাই জিগাইলাম
ভাল থাকুন হ্যাপী ব্লগিং

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি আমি হঠাৎ করেই দেশে গিয়েছিলাম ৫০ দিন ছিলাম সেই কয়দিন ব্লগে অাসা হয়নি তাই হয়তো আপনার অনেক লেখায় চোখে পড়েনি। ভাল থাকবেন সেই কামনা আল্লাহর কাছে।

৬| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভালই হয়েছে।
লিখবেন নিয়মিত।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই সুন্দর মন্তব্য রেখে অনুপ্রানিত করার জন্য ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শূন্য, ছুরি

অতিয্য কি টাইপো?

ম্যাসেজটা ভালো। ভালো থাকবেন

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দিশেহারা রাজপুত্র ভাই, এগুলো টাইপোই ছিল, ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটুকু রেখে ধন্য করার জন্য। সত্যি আমি প্রীত। ভাল থাকবেন সবসময়।

৮| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হয়েছৈ

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্য রেখে অনুপ্রানিত করায় শুভেচ্ছা শতত।

৯| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: অসহায় জীবন চলার প্রতিটি বাঁকে
ভৃত্যের কি দাম আছে!
বড় লোক সমাজে হয় সমাজ পতি,
গরিবের সম্পদেই ওরা বনে কোটি-পতি।

যথার্থ বলেছেন ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় ভাইটি বলেছেন যথার্থ বলেছেন সত্যিই মন থেকেই বলা, কবিতা কিনা শুধুই একটি পোস্ট। অনেক ভাল থাকবেন সবসময়।

১০| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


মানুষের মৌলিক অধিকারগুলোকে দখল করে বাংগালীরা ধনী হচ্ছে

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইজন্যই জাতিতে বৈষম্যতা সৃষ্টি হয়েছে কহে আমীল কেহ পথের ছলা ধরা ফকির।

১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সালাম জানবেন বড়। বড় ভাই বলেছেন সুন্দর হেয়েছে এ যেন অনেক পাওয়া। আপনাকে আ্ল্লাহ ভাল রাখুন।

১২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: নিয়তির কাছে কত কিছু তো মিনতি করি কিন্তু নিয়তি লুকোচুরি খেলে !! :(


কবিতা খুব সুন্দর হয়েছে ভাই ।

শুভ কামনা রইলো ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি!!
ধন্যবাদ মন্তব্য রাখার জন্য। অাপনার জন্যও অনেক অনেক দোয়া রইল। আপনার সৎ ইচ্ছা পূরণ করুণ আল্লাহ।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার জন্যও অনেক অনেক দোয়া রইল।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিন। ধন্যবাদ ভাই।
আড্ডায় আসবেন আশা করি।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কি আর হবে, এভাবেই চলছে দেশ

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরাও নিয়তির বাটে কি আর করার। তবে সবার সাধ্যমতে যার যার যায়গা থেকে যদি কিছু করে যায় তবে হয়তো এসব কেটে যাবে।
ধন্যবাদ শাহাদাৎ হোসেন (সত্যের ছায়) ভাই কষ্টকরে মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করায় অনেক অনেক ধন্যবাদ ভাই অাপনাকে।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর সুজন ভাই পোস্ট দিলেন। ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অারে আপুটা দেখি, আমি তেমন লিখিয়েন না তাই মনে চাইলে একটু আধটুকু আর কি। আপনাকে ধন্যবাদ।
ও হে আমাদের হেনা ভাই আজ অাড্ডাতে এসেছিলেন।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০২

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ভাল লাগা যেন প্রীতির ফুল হয়ে ফুটে উেঠেছে । ধন্যবাদ জানবেন ভাই।

১৮| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ক্ষুধাতুর মানুষের প্রতি আপনার এমন দরদী মন আমি সবসময় লক্ষ্য করেছি গল্প কবিতায়, ভালো লাগে আপনার লেখাগুলো।
অনিয়মিত আসা যাওয়ায় অনেক দেরিতে হলেও পড়ে ভালো লাগলো আপনার 'নিয়তি'।

প্রথম স্টেপে লেখা আফসোসটুকু সবাই একসময় অনুভব করবো মনে হচ্ছে!

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই, আমরা মানুষ আবেগ আর বিবেক এই দুই আমাদের সম্বল। রাস্তার মানুষগুলো আজ বিপন্ন মনে হয় ওরা মানুষ নয় অন্য কোন গ্রহ থেকে এসেছে। যাই হোক আমি একান্তই দুর্বল আমার মন যা চায় আমি সামর্থের কাছে হেরে যাই। যতটুকু পারি চেষ্টা করি।

অফটফিক; আপনাকে বহুদিন না দেখে ফেবুকে নক করেছিলাম। ভাল আছেন, সকল ব্যাস্ততা কেটে গেছেতো? আজকাল রাজনৈতিক অভিকর্ষে আটকে যাচ্ছেন না তো আবার যদিও এই সব আপনার একান্ত বিষয়, চেতনা বিশ্বাস সবি একজন মানুষের ব্যাক্তিগত। তবে আপনি যথেষ্ট ভাল লিখেন তাই বলছি। কবিদের চিন্তায় সাম্যতা থাকা চাই। আপনার কোন এক লিখায় ফুঠেও ওঠেছে সাম্যবাদী চেতনা। যাই হোক

১৯| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২০| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবিতায় সর্বব্যাপী পুঁজিবাদের জয় আর সংকোচনশীল সাম্যবাদের কান্নার ধ্বনি পেলাম।
ভালো লেগেছে।

২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটুকু রেখে যাওয়ার জন্য।

২১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মানুষ মানুষের জন্য । আমরা তাই ভুলে হয়ে যাই বিভক্ত, সম্পদে, ক্ষমতায় ।

খুবই বাস্তব কবিতা । ভাল লেগেছে ।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।

২২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৫

সোহানী বলেছেন: এ ধরনের বিষয় খুব কমই পাই... সবাইতো প্রেম নিয়ে বিজি থাকে... আপনি ব্যাতিক্রম। ভালোলাগলো++++++++

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে প্রেম বলতে আমরা একজন একটি ছেলে অার একটি মেয়ের মধ্যে হৃদয়ের আদান- প্রদানকেই বুঝি থাকি। আর পাঠকও এই রুমান্টিজম খায় বেশি তাই যোগে যোগে কবিতার বিষয় তাকেই চয়ন করেছেন কবিরা। আমি কবি নয় শুধু শখের বসে দুই-এক লাইন লিখি আরকি। অাপনি আমার প্রিয় একজন ব্লগার। আপনার সুন্দর মন্তব্য আমাকে অধিক অনুপ্রাণিত করল। ভাল থাকবেন সবসময় সেই প্রত্যাশা।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬

মৌমুমু বলেছেন: খুব সুন্দর বাস্তব কবিতা লিখেছেন ভাইয়া।
অনেক ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনিও ভাল থাকবেন সর্বদায়।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: অর্থের ভ্যালু/ মূল্য সাময়িক! মানুষের মানবিকতা, বিবেক, বুদ্ধি এসই আসল!:)


কবিতায় +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময়।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির বন্টনে এত গরমিল - প্রকৃতির বন্টনে কোন গড়মিল নেই। গড়মিলটা শুরু হয় যখন মানুষ বন্টনের মালিক হয়।
কবিতায় অভিব্যক্ত সর্বহারাদের প্রতি আপনার সহানুভূতি প্রশংসাযোগ্য।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি আমরা নিজেই আমাদের ঠকাই। পঙ্গতিতে আমারো জিজ্ঞাসা ছিল। আপনি পড়ে এতো সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তেব মাফ করবেন দেরীতে উত্তর দেওয়ার জন্য।

২৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১

মেহেদী হাসান তামিম বলেছেন: দারুণ। এ ব্লগে আমি নতুন। সবার কবিতা এখনো পড়া হয়ে উঠেনি। তবে এ পর্যন্ত যা পড়েছি আপনার কবিতাটি পুর্ণাঙ্গ সফল অক্ষরবৃত্তে লিখা। অবশ্য টোকন দা' কবিতাও ছন্দ মেনপ চলে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো সুন্দর মন্তব্য করে ঋনি করে গেলেন অনুপ্রেরণার জন্য আপনাকে শতত শুভেচ্ছা। আমি লিখন নয় একজন মাঠক মাত্র। আপনি লিখেন আমি পাঠে মুদ্ধ হই।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য কবিতা
অনেক ভাল লাগা রইল

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বোন মন্তব্যে অনুপাণীত হইলাম।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

সজিব। বলেছেন: বাহ ! বেশ লিখেছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই সজিব লিখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য। ভালো থাকবেন সবসয়।

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

সজিব। বলেছেন: মন্তব্য রেখে চলে যায়নি ভাই। আছি নতুন কিছুর অপেক্ষায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাথে থাকবেন যেনে অনেক খুশী হলাম। অাড্ডা দেই এই লিঙ্কে,সময় করে আসবেন।
view this link

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সজিব। বলেছেন: ধন্যবাদ সুজন ভাই আড্ডাঘর পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একা একা আর ব্লগে ঘুরে বেড়াতে হবেনা ভেবেই ভালোলাগছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসবেন, থাকবো সবসময়।

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৪

বলেছেন: এমন করে কে বলো ভেবেছে আগে!!


সুন্দর কবিতা


সুখপাঠ্য কবিবর।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই এতো পুরান লিখা পড়ে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।

৩২| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: অর্থ ছাড়া জীবন অনর্থক হয়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.