নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
হৃদয় উড়ে যেতে চায় কোন সে দূরে...
কোন অবগাহনে হে
যেথায় দু'চোখ যায়_
আকাশ সেতো দৃষ্টির সীমানার ভিতর
এর পরে আরো কতদূর দিগন্ত মিলিয়ে গেছে
কত সহস্র বছর পথ অতিক্রম করে তারারা আলো বিলায়
এওতো হতে পারে ঠিকানা
তার কাছে কিংবা তারই কিছু পরে
যারা গত হয়ে গেছে তারা হয়ে আছে
তাদের কাছে যেতে মন চায়
পিতামহ, পিতা সহ গেল প্রিয় আদুরের বোনটি
সময় নিষ্ঠুর নয় নিষ্ঠুর সমাজের দৃষ্টি।
অনুজের আগমনে স্বপ্ন খেলে মনে
আরো কয়টা বছর যেন রয়ে যেতে চায়
ধরায় ধরণীর খেলা বুঝা বড় দায়
যে রবে মরে বাঁচবে
দু:খের অনলে জ্বলবে
কষ্ট! কষ্ট খেলা, কী করে বুঝবে হায়
কষ্ট শেষে কেষ্ট যার নাই
সময় ফুরিয়ে গোধুলী বেলায় পিছু ফিরে তাকাই
রকম সকম হারিয়ে সোনার জীবন
ফিরে আর নাহি পাওয়া যায়।
ছবি: ইন্টারনেট থেকে
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই ডাক এলে থাকা যাবেন না। ধন্যবাদ বোন প্রথম মন্তব্য করার জন্য।
২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
উম্মে সায়মা বলেছেন: সুজন ভাই অনেকদিন পর কবিতা লিখলেন। ভাবনা ভালো লাগলো।
কয়েকটা বাবান ভুল আছে। একটু দেখবেন।
শুভ কামনা।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ বোন পড়ার জন্য। ও বাবান দেখে নিব। এরমধ্যে আমি বরাবরই বেখেয়ালী লেখক। মনে যখন যেমন তবে পোস্ট তেমন করি না।
৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: সাধু আর চলিত ভাষার মিশ্রণ ভালো লাগেনি। কবিতা, ভালো হয়েছে।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুমন কর দা মিলাতে গিয়ে এই ভুলটি করে ফেলেছি। নিয়ম না মেনে চলা যে অপরাধ এই বোধটা আছে কিন্তু হয়ে গেল যে। উত্তরনের চেষ্টা সবসময়ের।
৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+++
(কবিতা লেখার সময় উপরে সুমন দাদার কথা একটু মাথায় রাখবেন)
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শাহরিয়ার কবীর ভাই, আমি তেমন লিখিয়েন নয় তবু চেষ্ট মাত্র। এখানে মন্তব্য থেকেই আমি শিখি। সামনে চেষ্টা করে দেখবো কতটুকু পরিবর্তন আনতে পারি। গতরাতে এমনিতে পড়ছিলাম হঠাৎ একটি খবর পেলাম একটি লোক বয়সে আমারও ছোট পার্শ্বের একটি মার্কেটে খাবারের হোটেলে কর্মরত ছিল সে নাকি ষ্টোক করে মারা গেছে। তখন মনটা একটু নরম হল এই বসাতেই এই বোধটুকু টাইপকরে সম্পাধনা ছাড়াই পোস্ট করে দিলাম।
সুমুন কর ও আপনারা যারা সবাই পাকা লিখিয়েন আপনাদের পরামর্শ সবসময়ের কাম্য।
৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
যে যায় সে আর ফিরে আসে না । সবাই যাবে এভাবে ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন আপনাকে আমার এই বোধটুকু পড়ার পর সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
নূর-ই-হাফসা বলেছেন: জন্ম হলে মৃত্যু হবেই । ক্ষনিক সময় কেবল জীবন কে দেখা । আর এতো এতো মায়া অবশেষে ফেলে রেখে চলে যাওয়া ।
আসলে জীবনের কি আধো অর্থ আছে । আপনার কবিতা পড়েই মনটা খারাপ হয়ে গেল । কবিতা ভালো হয়েছে ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নূর-ই -হাফসা বোন, ইহাই চীরন্তন মরতে হবে। কার কখন ডাক আসে কে জানে। আমি প্রবাসী আমারি মতো একজন লোক গত দিন গত হয়ে গেছে। শুনলাম সকালে কাজে আসছিল নাস্তা করার সময় তার মাথা ঘুরায়ে পড়ে গেল তার পর নাকি সে সুস্থ্য হয়ে গেছিল এমনকি নিজেও বলছে কলিক কে আল্লাহ তাকে এই যাত্রা বাচাঁয় দিল। কিন্তু তার কয়েক ঘন্টা পর লোকটি হসপিটালে নেওয়ার পথে নাকি মারা গেছে। তার একটি ২ বছরেরমেয়ে শিশু আছে।
আপনাকে ধন্যবাদ আমার লিখাটি পড়ে এতো সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য।
৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনুজের আগমনে স্বপ্ন খেলে মনে
আরো কয়টা বছর যেন রয়ে যেতে চায়
আরো কয়েকটা বছর থাক না। দেবদূতকে কয়েকটা বছরের জন্যে নাহয় অপেক্ষাই থাকতে হলো।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কামনা আর বাসনাই জীবন।
পাঠ ও সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০২
অনিক_আহমেদ বলেছেন: যে চলে গিয়েছে তাকে ছাড়াই বাচতে শিখতে হবে। এটাই নিয়ম।
সুন্দর কবিতা ভাইয়া।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই চক্রাকারেই সৃষ্টি চলছে ভাই, আমাকেও মানতে হবে। পাঠের পর এতো সুন্দর মন্তব্য করে প্রীত করলেন।
অফটফিক: কানে কানে বলছি।
আড্ডায় আসেন না কেন?
৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩০
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর সুজনের লেখা !!
+++++ দিলাম সাথে ভালোলাগা
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু আমি তেমন লিখতে পারি না যাই লিখি শুধুই শিখার জন্য লিখা। ভাল পাঠক যদি পড়ে হয়তো শুধরায়ে দিবেন তাই মাঝে মধ্যে এই দু:সাহস করি। আপনি পড়ে এত্তগুলো প্লাস দিলেন অামিতো খুশিতে আত্নহারা। আপনাকে স্ব-শ্রদ্ধ অভিবাদন। ভাল থাকবেন সবসময়।
১০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
হাতকাটা হাকিমুল বলেছেন: আরে বাহ ! দারুঙ্কবিতা লিখেন তো সুজন মাঝি ভাই
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাই যখন লিখে আমি শুধুই পড়ে যাব কেন! আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫১
অনিক_আহমেদ বলেছেন: অফটফিক: কানে কানে জবাব দিচ্ছি,
ব্যস্ততা আলসেমি জড়তা সবই হচ্ছে কারন। ইদানিং অনলাইনেই কম আসা হয়। তবে আড্ডা ছেড়ে চলে যাচ্ছি না।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি?
ঠিক আছে এসবি কাটিয়ে উঠুন। থাকবেন পাশে এই প্রত্যাশা সবসময়ের।
১২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০১
ফেরদৌসা রুহী বলেছেন: কবে যে কার ডাক চলে আসে একথা ভাবলে আর ভালো লাগেনা।
কবিতা পড়ে মন খারাপ হয়ে গেলো।
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ক্ষনজন্মা মানুষ আমরা সময় যখন লিমিট, সময় থাকতে মরণের কথা স্মরণ করা শ্রেয় নয় কি?
আমার হাবিযাবি লিখাটি পড়েছেন জেনে প্রীত হলাম। ভাল থাকবেন,আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যাবা দান করুণ।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
জাহিদ অনিক বলেছেন:
অনেকদিন পড়ে সুজন ভাই !!!
ছবিটি দেখে ও কবিতাটি পড়ে মন কিছুটা বিষাদ্গ্রস্থ হয়ে গেল।
মনে হচ্ছে বয়সের জাহাজ ভেনিস বন্দর থেকে ছেড়ে দিয়েছে অনেক আগেই, সাঁজোয়া জাহাজ এখন ক্রমেক্রমে তার জৌলুস হারিয়ে বাংলার কোন বন্দরেই হয়ত নিঃশেষে পতিত হতে চাইছে।
চিরন্তন সত্য কথা বলা যাওয়া কবিতায় ভালো লাগা রইলো।
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জাহিদ অনিক ভাই, প্রতিদিনি পড়ি কিন্তু লিখতে পারি না,মাথার গিলু তেমন ভাল না। আর মেকারি জীবনে সারা দিন যন্ত্র নিয়ে কবিতা আসবে কোথা থেকে!
আপনি কতো ভাল লিখেন। আপনার লিখা আমারও বেশ পছন্দ।
জন্মালেই যাত্রার জন্য প্রস্তুতি দরকার, এই নশ্বর পৃথিবীতে কেহ চীরদিন থাকতে পারেনা। ছোট্টকালে বাবাকে হারিয়েছি, এতো ছোট্ট বয়সে হারিয়েছি তখন আমার মাত্র ১৯ মাস বয়স ছিল।
সুন্দর মন্তব্যখানি সবসময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকবেন সবসময়।
১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
এক জায়গায় লিখেছেন তারি, এর বদলে লিখুন তারই।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো ভাই, আমার এই ছাই ফাইকে সুন্দর বলার জন্য। ঠিক করে নিব।
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কষ্ট! কষ্ট খেলা, কী করে বুঝবে হায়
কষ্ট শেষে কেষ্ট যার নাই
সময় ফুরিয়ে ঘুধুলী বেলায় পিছু ফিরে তাকাই
রকম সকম হারিয়ে সোনার জীবন
ফিরে আর নাহি পাওয়া যায়। মন খারাপ করা কবিতা।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, আপনি লিখাটির কিয়দাংশ উদ্ধৃতি দিয়ে মন্তব্য রেখে প্রীত করলেন অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভাল থাকবেন সবসময়
১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বুঝতে পারলাম না।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কী বুঝতে চেয়েছেন অয়ন সাহেব?
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা পড়ে বুঝতে পারি নাই। সেটাই বললাম।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়তো তেমন ভাল হয়নি নয়তো সেট ঠিক হয়নি হয়তো বা কবিতাই হয়নি, তাই।
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা জানি না। তবে ব্লগে অনেকের কবিতাই বুঝি না।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সেই অনেক জন হয়তো আমারি মতো এই কারণেই বুঝেন না।
১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না ভাই, আমি ব্লগে সময় কাটালেই কবিতা বুঝতে পারব। আগে এত কবিতা পড়ি নাই। তাই বুঝতে সময় লাগবে।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যভাষি সদায় মহানও হয়ে থাকে। আপনি কবিতা বুঝেন যে তার প্রমাণ আপনি আমার অকবিতাটিকে বুঝেননি। কারণ আমি এখনো কবি হয়ে উঠতে পারিনি তাই কবিতা লেখার চেষ্টায় যা তৈরী হয় তা কবিতা নয় অকবিতাই জানি।
২০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেমন ধরেন আমি নীল পরি , ভ্রমরের ডানা এদের দুই একটা কবিতা বুঝতে পারি নাই। কমেন্টে তা বলেও দিছিলাম। তাইলে তারা কি অকবি হয়ে গেল?
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি আমার বিষয় আলোচনা করছি জনাব মোহেবুল্লাহ অয়ন, আপনি অন্য কাউকে আনছেন কেন? ওরা উচ্চ মর্গিয় কবি ওনাদের কবিতার তুখরতার কারণে হয়তো আপনি বুঝেন নি। আমিতো নিজে সম্পর্কে অকিবহাল আমার দূর্বলতা স্বীকার করছি।
২১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাদ দেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অয়ন ভাই, আপনি সহব্লগার সাথে পাঠকও আপনার যে কোন মতামত সাদরে গৃহিত। নিয়ন্ত্রহীন হবো কেন! সাথে থাকবো যে কোন পরিস্তিতিতে।
২২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর ১৬-২২ নং মন্তব্য ডিলিট করে দিন প্লিজ।
২৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ উপহার দিয়েছেন ভাই, কবিতার ইচ্ছে গুলো মুগ্ধ করলো।
কবিতায় ভালো লাগা রইল।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ কবি নয়ন ভাই, আপনার মুগ্ধতার কথা শুনে আমি অনেক প্রীত হলাম।
২৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বিষাদ মিশ্রিত কবিতা। তবুও দারুন।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি আমার ব্লগ উঠানে এসে এত সুন্দর মন্তব্য রেখে গেলেন! আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সালাম জানবেন ডঃ এম এ আলী ভাই, আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকবেন সবসময়।
২৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
উদাস মাঝি বলেছেন: ওস্তাদ কেমন আছেন,আপনি ?
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ভাল আছি। আপনি কেমন আছেন মাঝি ভাই?
আড্ডায় দেখিনা অনেক দিন হলো।
২৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫৬
উদাস মাঝি বলেছেন: ভাই ভীষণ ব্যস্ত ছিলাম । এখন থেকে সক্রিয় হব ইনশাআল্লাহ্ ।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঠিক আছে উমা ভাই। আমরা যারা আড্ডা প্রিয় যেখানেই হইক মিলতে পারলেই হয়। আসবেন।
২৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: ক্যাপশনের "প্রজাপতি নাও" টা খুব সুন্দর!
আমাদের জন্মের পর কানে আযান শোনানো হয়। সে আযান শোনার পর থেকে প্রতীক্ষার শুরু, নামাযের জন্য- জানাজার নামায।
বেশ কিছু ভুল বানান এখনো রয়ে গেছে, যেমনঃ দরায়, ঘুধুলী-- হবে ধরায়,গোধূলি, ইত্যাদি।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভুলটুকু দেখিয়ে দেওয়ার জন্য জনাব খায়রুল আহসান ভাই শ্রদ্ধায় স্বরণে থাকবেন সবসময়। ভাল থাকুন এই প্রত্যাশা।
২৯| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২
এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন...+++
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭
অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো জনাব।
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগার কথা শুনে অনুপ্রেরণা পেলাম। আপনাকে শুভেচ্ছা শতত অলিউর রহমান খান ভাই।
৩১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
জীবনের সৌন্দয্য, জীবনের মর্মার্থ বর্ণনা করা কঠিন, এটাই একমাত্র মিরাকল।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবন সেতো কুচুপাতার পানির মতো টলমল।
৩২| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
জুন বলেছেন: বিষাদ কাব্য সুজন ।
+
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি জুনাপো জীবন সবসময় ভাবায়।
বেশ কয়দিন হয়ে গেল আপনার কোন পোস্ট দেখছিনা, কেমন আছেন আপুনি? ভাল থাকবেন সবসময়।
৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬
শামচুল হক বলেছেন: দুখের কাব্য।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শামচুল হক ভাই আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: দুখের কাব্য ভাল হয়েছে ।++
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সেলিম আনোয়ার ভাই মন্তব্য রেখে অনুপ্রাণীত করলেন।
৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
প্রামানিক বলেছেন: সময় ফুরিয়ে গোধুলী বেলায় পিছু ফিরে তাকাই
রকম সকম হারিয়ে সোনার জীবন
ফিরে আর নাহি পাওয়া যায়।
চমৎকার কাব্য কথা মালা।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত করে গেলেন। ভাল থাকবেন সবসময়।
৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ বোন, আপনি পর্বটির কথা স্বরণ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ কাজে এসে প্রথমেই আপনারে পর্বটি পড়ে নিলাম।
৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুজনভাই নেক্সট পার্ট এনেছি।
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন খারাপের কবিতা---- মন কিন্তু ঠিক-ই ছুঁয়ে গেছে!
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈপ্সি আপু আমার ব্লগে আপনি! আপনাকে দেখে আমিও অনুপ্রাণিত হলাম।
লিখার দিন আসলেই মন খারাপ ছিল একজন বাবা সমতুল্য ব্যাক্তির বিয়োগে হঠাৎ নিজের অজান্তেই কথাগুলো মনে পরেছিল তাই লিখে দিলাম। তবে সাহিত্যের মানে কবিতা যে হয়নি তা আমি না বুঝতে পারলেও অনেকেই হয়তো জানেন।
৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সুন্দর কবিতা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্য আমাকে অণপ্রানীত করেছেন।
৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: মন যেতে চায় সাগর পাহাড় আকাশ নদী যেখানে স্বপ্নের প্রজাপতিরা খেলা করে নিশি-দিন ............।। অসাধা্রণ কাব্যমালা, মুগ্ধতা রেখে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্য পাঠে প্রীত হলাম। অনেক অনেক শুভেচ্ছা জানবেন ।
৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিন। অাল্লাহ আপনার দোয়া কবুল করুন। অাপনাকেও আপনার নেক সকল চাওয়াগুলো আল্লাহ পূরণ করুন।
৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুজন ভাই, ৫০০০ তম গোল মনে হয় মিস হয়ে যাবে। একটু পরে তো ঘুমাতে যাব। তখন কেও হয়ত দিয়ে দিবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই নাকি। আমিতো দেখিনি কতোতে আছে কেউ না থাকলে আমিই দিয়ে দিবো।
৪৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল সুজন ভাই।
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা শতত।
৪৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব সন্দর হয়েছে
আবারো পাঠ করে গেলাম
পাঠে মুগ্ধ ।
যেথায় দুচোখ যায়
আকাশ সেতো দৃষ্টির সীমানার ভিতর
এর পর আরো কতদুর দিগন্ত মিলিয়ে গেছে
কত সহয্র বছর পথ অতিক্রম করে তারারা আলো বিলায়
এওতো হতে পারে ঠিকানা
আমাদের অবস্থানটি হতে পারে গ্যলাক্সির একেবারে কেন্দ্র স্থলে
যেখানে তার চারদিকে থাকা দুরতম তরাগুলির আলো পৌঁছাইতে
বিজ্ঞানীদের হিসাব মতে লেগেছে ১৪০০ শত কোটি আলোকবর্ষ সময়
এর পরেও রয়েছে সত সহয্র কোটি তারা, যাদের আলো এখনো
এসে পৌঁছেনি পৃথিবী নামক গ্রহটিতে ।
নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আবারো এসে এতো সুন্দর মন্তব্য সহ নতুন বছরের শুভেচ্ছার জন্য। আপনার ও নতুন বছর কাটুক অনাবিল আনন্দে, প্রতিটি মুহুর্ত হউক বর্ণিল।
৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
ভালো লেগেছে জীবনের উপর লেখা কবিতা।
নববর্ষের সুভেচ্ছা নেবেন।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। অাপনাকে অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা অফুরান।
৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮!
জীবন সমুদ্রে সকল সুখের নাও ভেসে যাক....
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ হউক আপনার প্রতিটি মুহুর্ত। নতুনত্বে ভরে উঠুক সারাটি বছর।
৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আসিবেনা আর ফিরিয়া কোনদিন
ফেলে আসা সময়গুলো
সুখ কিংবা মন ভাঙনের কোনোকোনো বিশেষ মুহূর্ত
যে অপ্রিয় কিংবা প্রিয় ক্ষণগুলো ভেবেছি রঙিন।
হ্যাপী নিউ ইয়ার, নাই তো কিছুই চাওয়ার,
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সুপ্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়, থাকুন ভাবনাহীন।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই এতো সুন্দর করে বর্ষপ্রীতিতে কাব্য করে শুবেচ্ছার জন্য। আপনিও ভাল থাকুন সদায়। শুভ হউক নতুন বছরের প্রতিটি মুহুর্ত।
৪৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা !
নতুন বছরের শুভেচ্ছ
০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা শতত।
৪৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৩
সোহানী বলেছেন: আহ্ দু:খময় কবিতা। ধুর একটু হাসিময় কবিতা লিখতে পারেন না। এতো দু:খ কোথায় রাখি......... তারপরও ভালোলাগা +++++
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অামি তেমন লিখেয়েন না। এককথায় কবিতা লিখার মতো জ্ঞান আমার এখনো হয়নি। শুধুই চেষ্টা করছি। আপনার মতো ব্লগার আমার ব্লগঘরে এসেছেন পড়েছেন মন্তব্যও করেছেন তাতে আমি ভীষণ অনুপ্রাণীত হয়েছি। আবারো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল ভাই
ভাল থাকুন
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভালো লাগা অাপুনি আমার অনুপ্রেরণা হয়ে থাকলো।
৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনুপ্রাণীত হলাম। ভাল থাকবেন সবসময়।
৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখতেতো পারি না দাদা। শুধু পড়েই যাই। আপনাকে ধন্যবাদ।
৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
সৈয়দ ইসলাম বলেছেন: যেটা বলার জন্য নিচের দিকে আসলাম অজন রয় সেটা বলে দিয়েছেন।
আপনার হাল-হকিকত কোন অবস্থায় আছে?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি লিখার চেয়ে পড়তে আর আড্ডা মারতে বেশী পছন্দ করি। এমনিতে যন্ত্রের সাথে থাকতে থাকতে আমিও একটা যন্ত্র মানুষ হয়ে যাচ্ছি। কাজ শুধুই কম্পিউটার মেরামত করা। তাই অবসরে সবার সাথে থাকি। কাজের ফাকেই আমি ব্লগিং করে থাকি।
৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৫
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার ব্লগিং হয়ে উঠুক অদক্ষ ব্লগারদের মেরামত করা; যেহেতু মেরামত করাই আপনার পেশা।
বঙ্গদেশিয় শুভসকাল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কঠিন দর্শণ। আপনার জন্যও অনেক শুভকমানা।
৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনুপ্রাণীত হলাম বোনটি আমার। ভাল থাকবেন সবসময়।
৫৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নীলপরি। আপনিত অনেক ভালো লিখেন। আমি আপনা নিয়মিত পাঠকও বটে। ভাল থাকবেন সবসময়।
৫৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন নতুন কোন লেখা নেই ?
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাইদুল ভাই, লিখাতে হাত চলে না। ব্লগেই কিন্তু সারা দিন থাকি তবুও লিখা আসে না। কারণ কাজের ফাকে ব্লগিং করি হয়তো সে কারণে।
৫৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতার বিষাদ ছুঁয়ে গেল ।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই পড়ে এত সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
৬০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৭
শিখা রহমান বলেছেন: বিষণ্ণ সুন্দর কবিতা। ভালো লেগেছে। শুভকামনা।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগেই মাফ চেয়ে নিচ্ছি দেরীতে উত্তরের জন্য। আসলে মন্তব্যটি চোখে না পড়ার কারণে উত্তর দিতে পারিনি। আপনাকে ব্লগ উঠানে দেখে সত্যি খুশি হয়েছি। সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণিত করে গেলেন।
৬১| ২৭ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুন কবিতা পাইনা কেন ভাই!!
এতরাতে আপনি আছেন দেখে ভাবছি, আমার মতো রাতজাগা পাখি অনেকেই অছেন, যাদের কাছে সকালটা বড্ড অধৈর্য, খুব তাড়াতাড়ি এসে যায়।
কেমন আছেন ভাই , শরীর স্বাস্থ্য আল্লাহ্'র রহমতে ভালো তো ?
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই, ভাই রাইটিং ব্লক পেয়েছে কিছুই হচ্ছেনা। ব্যবস্যা মন্ধা। সারা দিন দোকানে বসেই কাটে শুধুই আড্ডায় থাকি মাঝে মধ্যে কারোর পোস্ট পড়ি।
আসলেই আমি রাত জাগা পাখী।
আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি কেমন আছেন?
৬২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তুমি দেখছি ২০১৮তে আর কিছুই লেখোনি!!!!!!
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শায়মা আপুযে! কেমন আছেন?
আমার লেখা হয়ে ওঠেনা। প্রতিদিনি ব্লগে আছি। পরিচিত জনের সব পোস্ট নজর বুলায়ে যাই। অাড্ডা ও দিয়ে যাচ্ছি তবে লিখতে মন চায়না। ভাল থাকবেন সবসময়।
৬৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ দারুন লিখেন কিন্তু আপনি স্যার। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে রিপ্লাই করার জন্য। আসলে প্রবাসীতো দেশে ছিলাম কয়েক মাস।
আপনার ভাল লেগেছে তাইতো আমার অনুপ্রেরণা। ভাল থাকুন।
৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৭
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: দারুন
২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ পড়ে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪০
ওমেরা বলেছেন: এত তাড়াতাড়ি তারা হতে চাই না। একবার তারা হলে আর ফিরা যায় না ।