নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
তোমাকে নিয়ে কবিতা লিখা হলো না।
প্রতিবার যখন কবিতার জন্য দুই,চারটি শব্দ ধার করে
মনের জানালা খোলে বসি
আজ একটি কবিতা লিখব,
লিখব, তোমার চুল থেকে পায়ের পাতা অবধি
কিন্তু উপমার অভাবে আর হয়ে ওঠেনি কবিতা।
কোন রঙে রাঙ্গাবো তোমায়
তোমাকে চাঁদ বললে যদি হয় ভুল
তাহলে কি বলি,
যদি সাগর বলি? ভয় হয়, উত্তাল তরঙ্গ
রূপায়িত করেছি ভেবো যদি
এই ভেবে ভুল হয়, যদি বিশালতার উপমা হয়ে যায় ছোট্ট।
পাহাড় কিংবা পর্বত দূরের কোন নক্ষত্র
কোনটার সাথে তোমাকে করি তুলনা?
ভেবে ভেবে আর কবিতা লিখা হলনা।
প্রেয়সী আমার, তুমিই তোমার তুলনা।
আমার স্বপ্ন রঙ্গীন, তার চেয়ে রঙ্গীন প্রজাপতির পাখা
আর কোন জনমে হবে কিগো সখী তোমার সাথে দেখা
সেই দিন। দেখা হয়েছিল যবে
তোমার আর আমার শুভ সূচনা হয়েছিল তবে
কথা ছিল তুমি আমারি হবে
যতদিন চাঁদ-সূর্য পৃথিবীতে রবে।
আবেগ আর মোহে ভরা
স্বপ্নরা যখন পাখা মেলে
তখন তা উড়বার আগেই অবজ্ঞারা তারিত করে।
সে আগুনে পুড়ে যায় পাখা সব,
অবশিষ্ট থাকে শুধু স্মৃতি।
এও কি কবিতা হতে পারে
তোমার মনের অসঙ্গতি
আমার প্রতি ঘৃণা সব
বদলে যাওয়া চলার পথ।
বিরহ দাবানলে পুড়া অন্তর আজ যে রচনাই করুক
সে কি কবিতা হবে?
স্বপ্ন সব স্বপ্নই থেকে যায়
কবিতারা আর কবিতা হয়ে ওঠেনা।
আমার হৃদয়াঙ্গনে তুমার উপমার শব্দের মিছিল
অযুত- লক্ষাদিক শব্দ আজো উড়ে যায় অবগাহনে,
কলমের জোরে দুই একটি স্তবক হয়ে ওঠে
বেদনার রঙ্গে রঞ্জিত,
রক্ত ঝরা কোন হরীণ শাবকের
আহত হওয়ার মত,
লোকে বলে পাগলামী সব যত।
ব্যথার কীরূপ সেই জানে যার হয়েছে হৃদয়ে ক্ষত।
ছবি: নেট।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারেক ভাই পোস্টটি পড়ছেন মানে ব্লগেই আছেন?
তা ঠিকি ভুলখানা চোখে পড়েনি। ধন্যবাদ দেখায়ে দিয়ে উপকৃত করার জন্য। ঠিক করেছি। আবারো ধন্যবাদ প্রথম মন্তব্য করেছেন বলে। ভাল থাকবেন সবসময়।
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন:
বিষণ্ণতা বড্ড ভালো জিনিস।
বিষণ্ণতা থাকলে মনে কবিতা আসে।অনেক ভাবনার খোরাক পাওয়া যায়
কবিতা ভালো হয়েছে সুজন ভাই
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জাহিদ ভাই, অনেক দিন কিছুই লিখতে পারছিনা। ব্লগটির শূন্যতা ঘোচাতে এই আঁকি -ঝুকি কবিতা যে তেমন কিছু হয়েছে মনে হয়না। কবিতার জ্ঞানে পন্ডিত আমি নই। তাপরেও আপনার সুন্দর মন্তব্যটি আমাকে অনুপ্রাণিত করেছে। ভাল থাকবেন সবসময় প্রার্থনা অবিরত।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬
সনেট কবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে প্রিয় কবি।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় ব্যাক্তিদের প্রশংসা শুনতে বেশ লাগে। তবে আমি জানি যা লিখেছি কবি খ্যাতাব পাবার যোগ্য কিছু নয়।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭
মুরাদ পাভেল বলেছেন: ভাল লাগল
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই আমার সামনে এগেয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
ইমরান আল হাদী বলেছেন: এই তো সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি আপনার সুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে এতো সুন্দর। আসলে আমি তেমন কিছুই লিখতে পারি না। ধন্যবাদ আপনাকে আমার লিখা পড়ে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেখতো দেখি রাজীব ভাই আমার ব্লগ বাড়িতে! আপনাকে দেখে খুশি হলাম ভাই। তয় ভাই সত্যি আপনি অনেক সুন্দর মনের মানুষ। ভাল থাকবেন সবসময়
৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই,অনেক দিন পরে লিখলেন!মাঝে মাঝে লিখবেন।
কবিতাটি বেশ ভাল হয়েছে।কোন উপমা না দিয়েও কি সুন্দর করে লিখে গেলেন প্রিয়তমাকে নিয়ে।
৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি যে কবি নয় তা জেনেও কবি বলে লজ্জা দিলে কি করি বলেন ভাই। মনের সাথে যুদ্ধ করে লিখলাম কেননা অনেক দিন ব্লগে কোন পোস্ট নেই।
প্রিয়তমারা উপমা না দিলে খুশি হয়না। ভাল থাকবেন ভাই, মন্তব্যর জন্য ধন্যবাদ রেখে গেলাম।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, যার ক্ষত
সেই বুঝে ব্যাথা কত প্রকার ও কি কি
ভালো লিখেছেন। ভালো লাগলো।
শুভকামনা সতত !
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি হাফেজ আহমেদ ভাই,আমার অলেখাটি পড়ে সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ।
৯| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে কবি।
শুভ কামনা রইলো।।
০৩ রা মে, ২০১৮ রাত ১২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শাহরিয়ার ভাই, অনেক দিন পর হালি খাতা ভরানোর মতো। তারপরেও আপনার সুন্দর মন্তব্য নিয়মিত অনুপ্রাণিত করে। ভাল থাকবেন ।
১০| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: যেমন ছবি তেমন কবিতা। খুব ভালো লাগল।
০৩ রা মে, ২০১৮ রাত ১১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এ আমার সুভাগ্য, আমার পোস্টে আপনার মন্তব্য। অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন প্রিয় প্রামানিক ভাই।
১১| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:১২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ। কতদিন পর লিখলেন। নতুন লেখার খোঁজে বার বার এসেছিলাম। আজ হঠাৎ পেয়ে আনন্দিত হলাম।
০৩ রা মে, ২০১৮ রাত ১১:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিতো প্রতিবারি হতাশ হই যখন আপনার কোন নতুন লিখা পাইনা। তখন পুরাণটাই পড়ে ফিরি।
আমি তেমন লিখিয়েননা তাই ততো লিখতে পারি না। অার পড়েই সময় যায়। লিখবো কখন?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগ বাড়িতে এসে খোঁজে সুন্দর মন্তব্য রেখে গেলেন এর জন্য। ভাল থাকবেন।
আপনি আরো লিখেন অপেক্ষায় আছি।
১২| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:১৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেকদিন পর আজ নতুন লেখা লিখেছি সুজনভাই। তবে হ্যাঁ আমার সময়গুলো খুব বেশি ব্যাস্ততায় যাচ্ছে।
০৩ রা মে, ২০১৮ রাত ১১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ে ফেলেছি। মন্তব্য রেখে এলাম।
১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ২:৫১
স্ব বর্ন বলেছেন: বাহ!! অসাধারন।
২৩ শে মে, ২০১৮ ভোর ৪:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি সুন্দর ভাবে চিন্তা করেছেন বলেই এত সুন্দর মন্তব্য রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য।
১৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:২৭
স্ব বর্ন বলেছেন: অভিনন্দন আপনাকে ।আমি ব্লগে নতুন সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন।
১৫| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতার দাবী নিয়ে প্রিয় ব্লগারের দুয়ারে এলাম।
কালকে ইফতারির আগে পোষ্টটা করেছিলাম! দ্রত্ই প্রথম পেইজ পেরিয়ে যাওয়ায় মনে হয় কম নজর পেয়েছে!
অথৈর জন্য মানবিকতার দাবীতে যাদের কাছে অধিকার আছে মনে করছি-
তাদের নজরে আনতে তাদের বাড়ী বাড়ী ঘুরছি! আশা করি মনে কষ্ট বা বিরক্তি নেবেন না!
অথৈ আজ থৈ হারিয়ে মৃত্যুর পাঞ্জায়- ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অথৈ বাঁচতে চায়!
১৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১
দিলের্ আড্ডা বলেছেন: এখনকার কবিতাগুলো বোঝা বেশ কঠিন।
তবে আপনার ভাষা বেশ সাবলীল।
কবিতা পড়তে ভালোবাসি।
তাই আপনার ব্লগে মাঝে মাঝে আসতে হবে।
তাতে হয়তোবা কিছুটা মনের খোরাক পেতে পারি।
৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ দিলের আড্ডা ভাই আমার ব্লগ ওঠুনে এসে এত সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।
১৭| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতারা কবিতা হয়ে ওঠুক।
৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক খুশি হয়েছি আপনার উপস্থিতিতে কেননা আপনার আশীর্বাদ হয়তো আমার পাথেয় হয়ে যাবে।
১৮| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা যেন জীবনের কথা বলে, মুগ্ধ করলেন ভাই কাব্যের কথামালায়, সাজিয়েছেন চমৎকার।
১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক নয়ন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য রেখেছেন, আপনার মন্তব্যে আমি সত্যি অনুপ্রাণিত।
১৯| ১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫১
জুন বলেছেন: বেশ কিছুদিন ব্লগ থেকে দূরে থাকায় অনেক কিছুই চোখের আড়ালে চলে গিয়েছে মাহমুদুর রহমান সুজন । যেমন আপনার বিষন্ন মমতাভরা কবিতায় ভালোলাগা রইলো অনেক ।
+
১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক আপুনি। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য।
২০| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৭
কাইকর বলেছেন: সুন্দর কবিতা। আমি দুঃখিত ও লজ্জিত। আপনি আমার থেকে অনেক সিনিয়র ব্লগার ও বয়সে বড় ভাই।তাই আমাকে ক্ষমা করবেন। আমার প্রতি রাগ তুলে নিবেন। আমি আসলে কথাগুলো অন্যভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। হয়তোবা আপনার মনে লেগেছে আমার বলা কথা। আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাইকর ভাই, এই ব্লগে অনেক দিন থেকে মন খোলে থাকছি। বড় ছোট্ট সবাইকে আপনজন মনে হয়। যুক্তি আর তর্ক এই হলো দর্শণবাদ। তবে লিখাতে ভাল মন্ধ সবি উঠে আসবে অামার ধারণা। সবার বুঝ জ্ঞান এক হবে না। সবার সংস্কৃতি এক ভাবাও ঠিক না। আপনার পোস্টে আমি আগেও গিয়েছি এখনো যাবো যদি না আপনি ব্লগ করে রাখেন। আমি আমার স্বাধিন মতে পোষণ করবো তাতে আপনি যাই বুঝন তাতে আমার কোন সমস্যা নেই। সময় আর অসস্থ্যা সবসময় এক থাকেনা। এই হলো প্রকৃতির নিয়ম। আমরা মানুষ যুগ থেকে যুগান্তর অতিক্রম করে যাচ্ছি। কেউ কাউকে মনে রাখে কেউ আবার না। ভাল থাকবেন ও আপনার জন্য শুভকামনা সবসময়ের।
২১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
বেদনার কাব্য!
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনের অনেক অসঙ্গতিগুলো লিখে রাখা মাত্র। অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য।
২২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১১
বাহার হাবিব বলেছেন: আহা
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
২৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২
সিগন্যাস বলেছেন: বাহ।কবিতা চমৎকার হয়েছে।আপনি কি লেখালেখি ছেড়ে দিয়েছেন?
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সিগন্যাস, অামি মোটেও লেখক নয়। শুধু সখের বসে দুই চার লাইন লিখতে চেষ্টা করি। বেশী পড়তে ও আড্ডা দিতে ভাল বাসি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণীত করার জন্য।
২৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
করুণাধারা বলেছেন: পুরো কবিতায় ভালো লাগা। সমাপ্তি হয়েছে অনবদ্য।
ব্যথার কিরূপ সেই জানে যার হৃদয়ে রয়েছ ক্ষত
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার এ অলেখনীটিতে এতো সুন্দর মন্তব্য রেখে আমাকে অনুপ্রাণীত করার জন্য। ভাল থাকবেন সদায়।
২৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: বিষণ্ণতা অনেক সুকাব্যের প্রসূতি।
"প্রেয়সী আমার, তুমিই তোমার (তুমার নয়) তুলনা" - সেটাই ঠিক। প্রেয়সীকে আর কোন কিছুর সাথেই তুলনা করা যায় না।
"ব্যথার কী রূপ, সেই জানে যার হয়েছে হৃদয়ে ক্ষত" - আমিও করুণাধারার সাথে একমত, কবিতার শেষ চরণটি অনবদ্য হয়েছে।
কবিতার সাথে ছবিটাও বেশ সুন্দর মানিয়েছে।
কবিতায় ভাল লাগা + +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব ছুট্টিতে দেশে ছিলাম তাই ব্লগ দেখা হয়নি। এই জন্য একটু দেরী হয়ে গেল উত্তর দিতে। আপনার সহযোগিতাও আন্তরিকতার কোন জবাব নেই। আপনার আর্শিবাদ সবসময়ের কাম্য।
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার! আমার কবিতা অনেক ভালো লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ে এতো সুন্দর মন্তব্য করে অনুপ্রাণীত করার জন্য ধন্যবাদ।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: ব্যথার কীরূপ সেই জানে যার হয়েছে হৃদয়ে ক্ষত।
চরম সত্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে মিতা যে!
স্বাগতম আমার ব্লগ ওঠুনে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণীত করার জন্য।
২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । মধুময় বিষন্ননতা, যা জন্মদেয় এমন সুকাব্যে। আমি আজ আপনার বিষন্নতার প্রেমে পড়লাম। থাকনা মনে এমন বিষন্নতা ।
শুভকামনা ও ভালোবাসা আপনাকে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করে ঋনি করে গেলেন ভাই। ভাল থাকবেন সবসময়।
২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১
রাকু হাসান বলেছেন: সুজন ভাইয়া কাব্যের ভাব প্রকট লাগলো কবিতায় । ২য় স্তবক দারুণ লাগলো । +
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাকু হাসান ভাই আপনার আন্তরিকার কোন জুড়ি নাই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
আবু মুহাম্মদ বলেছেন: খুব সুন্দর।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য।
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০১
আরজু পনি বলেছেন: কবিতা লেখা চলুক...
শুভকামনা রইলো, সুজন।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে আমার ব্লগ উঠুনে দেখে অনেক খুশি হয়েছি।
৩২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক চমৎকার একটা লেখা ।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই মাহবুবুল আজাদ, অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ভাল থাকবেন সর্বদায়।
৩৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: বিষন্নতা নিয়ে সুন্দর কথামালার দারুন কবিতা, পাঠে ভাল লাগল । মন খারাপ, অবসাদ, বিষাদ, বিষন্নতা – এক কথা নয়, এসব শরীর ও মনের সাথে সম্পর্কযুক্ত, তার পরেও এই জটিল বিষয় নিয়ে এত সহজ কথায় কবিতা ৷ বর্তমানের এই চরম গতিশীল যন্ত্রযুগে মন বলতে কিছু আছে এটা ঠাহর করাইতো কষ্টের ৷ পারবোনা কিংবা আমাকে দিয়ে কবিতা লেখা হবে না বলতে বলতে আসলেই সেই পারদর্শী লোকটাকে দিয়ে সাধারনত আর কবিতা লেখা হয়না তবে এখানেই দেখলাম এর ব্যতিক্রম ৷ প্রিয়জনকে নিয়ে সবাই থাকে স্বপ্নে বিভোর, কল্পনার জাল বুনে বুনে যেখানে সবাই মহাসাগর পাড়ি দেয় – শূন্যে রঙিন ফানুস উড়ায় সেখানে এই বিষাদগ্রস্থ মানবের হাতে পরে সাধারণ কথাগুলিই হয়ে গেল সুখপাঠ্য কবিতা ৷ জীবন এখন আর অর্থহীন, বিবর্ণ, পাংশু ব মনে হবেনা ৷ বেঁচে থাকাটা কষ্টের, যন্ত্রণার না হয়ে মুক্তির একটা পথ খুঁজে পেয়েছে বলেই মনে হবে
ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ।
শুভ কামনা থাকল
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে কি বলে যে সাদুবাদ জানাবো ভাষার মিল করতে পারছিনা। এত সুন্দর মন্তব্য আমার ব্লগ উঠানে আমাকে আপ্লুত করেছে। গুনিজনদের বাহবা ও যে অনুপ্রেরণার একটি ধাপ।
৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওরে বাপরে বাপ! এতো সুদীর্ঘ শব্দের মধুমাখা কবিতা!
বিপুল প্লাস+++
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সৈয়দ ভাই, লিখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি ভাই , অনেক দিন হল নতুন কোন পোস্ট নেই ?
পোস্ট দিন।
৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
ন্যািন্স েদওয়ান বলেছেন: আমার কবিতা পড়ে ভালোই লাগলো ...।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগাই যেনো আমার অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি রেখে যাওয়ার জন্য।
৩৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুজন ভাই, কবিতা তো ভালই লেখেন। অনলাইনেও এক্টিব আছেন, তা অনেকদিন হয়েগেলো, নতুন কোন লেলহা আসছে না কেন?
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সৈয়দ ভাই, বেশ কিছু দিন দেশে ছিলাম। ছু্ট্টির দিন গুলো অনেক ব্যাস্ততায় কাটে। তারপর ফেরত এসে মোড পাচ্ছি না। এমনিতে আমি লিখক নয়। সখের বসে দুই এক লাইন লিখতে চেষ্টা করি। পড়তে ভাল বাসি বেশি। আড্ডা আর পড়া বিদেশে নিজের কাজ এই নিয়ে যাচ্ছে দিন।
ধন্যবাদ ভাই খোঁজ নেওয়ার জন্য।
৩৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পাগল কখনো নিজেরে পাগল বলে না! (আপনার মন্তব্য আমি পাগলকে নৌকা ডুবুনোর কথা স্মরণ করিয়ে দিল )
তারপর কেমন আছেন? ওখানকার দিনকাল কেমন যাচ্ছে? দেশে ক'দিন ছিলেন?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা তাই বুঝি। আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।
আছি আলহামদুলিল্লাহ ভাল। দেশে দুই মাস ২০ দিন ছিলাম।
৩৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
ল বলেছেন: আর কবিতা হয়ে ওঠে না --
সুন্দর একটা কবিতা পাঠ করলাম।
মুগ্ধতা
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞ।
৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলেই স্বপ্ন সব সময় স্বপ্ন ই থাকে ।
বাস্তবে তা খুব কম সত্য হয় ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারপরেও আমরা মানুষ স্বপ্ন দেখতে ভাল বাসি। মন্তব্যে প্রীত হলাম।
৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪
মাহের ইসলাম বলেছেন: আজ কিন্তু কবিতা লিখেই ফেলেছেন।
ভালো লেগেছে।
শুভ কামনা রইল, ভালো থাকবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি! এইটাও যদি কবিতা হয়ে থাকে তাহলে হয়তো। আপনার জন্যও রইল শুভ কামনা। ভালো থাকবেন সবসময়।
৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এত দিন দেশে ছিলেন কিন্তু কোন দাওয়াত পেলাম না! আমার কপালটা মনে হয় পার্লারে পাঠানো প্রয়োজন।
আগামীতে আসলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট মামলা দাঁড় করাবো! ফাঁকি দেয়ার পথ বন্ধ করা হবে!
৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮
নজসু বলেছেন:
বিষন্নতা জেদ ধরেছে
এই হৃদয়ে আসবেই,
ত্রিশূল বিদ্ধ নিঃস্ব নারী
তোমায় ভালো বাসবেই।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মিতা কাব্য করে মন্তব্য করার জন্য।
৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর গাঁথুনি । +++
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মেহেদী হাসান হাসিব ভাই, আপনার মন্তব্য পেয়ে প্রীত হলাম। ভাল থাকবেন সবসময়।
৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
মুক্তা নীল বলেছেন: আপনার কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার ছবি দেখে ঐ গানটির কথা মনে পড়ছে
"তোমার ঐ মনটাকে একটা ধুলো মাখা পথ করে দাও আমি পথিক হবো.......
এতো বিষন্নতা কেনো, ভাই? বিষন্নতা, এক দিকে ভালো, নিজের সাথে নিজের বুঝাপরা
করে নেয়া যায়। তাই বলে সবসময় নাহ।
সপ্ন সব সপ্নই রয়ে যায় ---
কাউকে ঠকিয়ে কেউ কখনও সুখী হওয়া যায় না। শুভেচ্ছা জানবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্য যে আমার কবিতার চেয়েও সুন্দর। মন্তব্যটি পড়ে প্রীত হলাম। ভাল থাকবেন সবসময়।
৪৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভালো লেগেছে চালিয়ে যান
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই এম. বোরহান উদ্দিন রতন। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন কামনা করছি সবসময়ের জন্য।
৪৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: চমৎকার বুনন, সুজন ভাই।
আপনার নতুন পোস্টের অপেক্ষায় রইলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমাকে প্রীত করেছে। রাইটিং ব্লকে পেয়েছে। জানিনা কখন কাটবে আবার কখন লিখতে পারবো। ভাল থাকবেন সবসময়।
৪৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৩
লিখন ০৩ বলেছেন: দারুন লিখেছেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভেচ্ছা জানবেন। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৯| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১:৫৪
নীল আকাশ বলেছেন: সুজন ভাই,
লিখব না বলে বলেও তো আস্ত কবিতা লিখে ফেললেন। আগে পড়া হয় নি। তাই এসে পড়ে গেলাম।
কবিতা ভালো লেগেছে। তবে ছোট ছোট কয়েকটা জায়গায় বানান ঠিক করে দিন।
সময় করে আপনার বাকি লেখাগুলিও পড়ব।
ধন্যবাদ।
১৫ ই মে, ২০১৯ রাত ৩:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আকাশ ভাই, এ যে কবিতা হয়নি তা আমি ভাল করেই জানি। কেননা আমি লেখক বা কবি নই। যার একলাইনে ১৪টা ভুল থাকে তার লেখক হওয়ার জন্য আরো সাধনা চাই। পড়ে যাই, আপনাদের মতো দুর্দান্ত লেখকদের তাতেই তৃপ্তি। আপনাকে অনেক ধন্যবাদ।
৫০| ১৪ ই মে, ২০১৯ রাত ১১:৫২
কাশফিয়া মাহমুদ বলেছেন: লোকে বলে পাগলামি যত
ব্যাথার কিরুপ সেই জানে যার হৃদয়ে হয়েছে ক্ষত।
অসাধারণ
১৫ ই মে, ২০১৯ রাত ৩:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর মন্তব্যটি অনুপ্রাণীত করেছে। ভাল থাকবেন সবসময়।
৫১| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ তাজেরুল ইসলাম স্বাধীন ভাই পোস্টে এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
৫২| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সুন্দর কবিতাই না লিখে ফেললেন। আমার মাঝে মাঝে অসহায় মনে হয়। তবে আশায় আছি ----কি সুন্দর কবিতাই না লিখে ফেললেন। আমার মাঝে মাঝে অসহায় মনে হয়। তবে আশায় আছি ----
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি কবি না বলেই কোন অবসর সময়ের কাগজ আর কলমের মাঝে না বনা কিছুক্ষন সময় ক্ষেপন। যখন লিখতে চেয়েছি এমন করে সাজালে হযতো কবিতা না বলা গেলেও ব্লগে একটি পোস্টের দাবীদার হবো ভেবেই এইটুকু। আপনিতো ভাই কবি মানুষ। কবিতা হউক ভাল বাসার মূখফোড়ন, কবিতায় লেপটে যাউক যত আবেগ।এবার হাতিয়ার হউক কবিতা, হউক না কবিতাতেই যত অনাচার অত্যাচারের প্রতিবাদ।
৫৩| ২৭ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাই আমাকে কবি বললে আসলে ভুলই হবে। আমার দৌড় ফেসবুক থেকে ব্লগ।
২৭ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এভাবেই দৌড়াইতে দৌড়াইতে কোন বইয়ের মলাটে কিংবা কোন আড্ডায়, কোন জন মূখে আপনার কবিতা ভেসে বেড়াবে।
৫৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা পাইনা। নতুন কবিতা চাই।
৫৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবির মনের কথাই কবিতা হয়, অক্ষরে প্রকাশ হলে।
৫৬| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:১৪
ফড়িং-অনু বলেছেন: ”লোকে বলে পাগলামী সব যত।
ব্যথার কীরূপ সেই জানে যার হয়েছে হৃদয়ে ক্ষত “
বাহ কি কথা। হৃদয়ে আঘাত করে গেলো।
২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে কৃতার্থ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সহব্লগার ভাই।
৫৭| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
মিরোরডডল বলেছেন:
লোকে বলে পাগলামী সব যত।
ব্যথার কীরূপ সেই জানে যার হয়েছে হৃদয়ে ক্ষত।
শেষের দুটো লাইন চমৎকার !
১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে এতো পুরাতন একটি পোস্ট পরে মন্তব্য করার জন্য।
৫৮| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৪
মিরোরডডল বলেছেন:
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরাডল বোনটা তার ভাইয়ের শোক কাটিয়ে উঠুক। আমরা শত ভাই রয়েছি।
নির্বর পোষ্টে এই কথাটা পড়ে মনটা শান্ত হয়ে গেছে।
অনেক থ্যাংকস মাহমুদ।
৫৯| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটা দুইবার পড়লাম। প্রতিটি প্যারা অসম্ভব গোছানো। বাক্য বিন্যাস অতি চমৎকার। মাঝামাঝিতে এসে বিষন্নতা ধরা দিয়েছে। শেষটা হয়েছে আরো চমৎকারভাবে।
অনেক মাস পরে আপনার কবিতা পড়লাম।
অনেক অনেক দোয়া রইলো প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার হয়েছে সুজন ভাই, একখানা ভুল আবিষ্কার করলাম
কোনটার সাথে তোমাকে করি তোলনা?