![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এখনো কিছু সুর বাজেে হৃদয়ে-
কিছু স্মৃতি ভাসে চোখে,
রাতের অন্ধকারে ভেসে আসে খোয়াব,
চোখের কোনে খোঁজে আলোর ছায়া।
ফেলে আসা দিনগুলো বড্ড জালায়, অজানা ব্যাথায় কাতর হই।
চোখের কোনে হীমকনাগুলো অঝরে ঝরে,
ঝোপের ধারে গভীর রাতে
ডাহুকটি ডাকে বিষাধের সুরে।
তোমার নিঃশ্বাসে ভেসে যায় রাতের গহ্বর,
অন্ধকারও যেন চুম্বন করে তুমার স্মৃতির ধর।
প্রতিটি ছায়া ফেলে আলোয়, তুমি পাশে থাকো না,
তবু হৃদয়ের নদীতে ঢেউয়ের মতো ছুঁয়ে যাও তুমি বারবার।
সময়ের স্রোতে হারিয়ে যাই, খুঁজে পাইনা ঠিকানা,
তবু তোমার চোখের গভিরতা করে আমার জগৎ আলোকিত।
প্রেম শুধু আকাঙ্খা নয়, এটি চেতনার ধ্বনি,
যেখানে দু:খ আর সুখ একসাথে গেয়ে যায় চিরন্তন গান।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুধুই বিজন রয় ভাইয়ের কথায় টাইপ করতে সক্ষমতা পেলাম। আসলে আমি কবিতা পছন্দ করি কিন্ত কবি নয়। ব্লগে এসে পড়তে পড়তে মনে চায় কিছু একটা লিখি। তখন অল্প-সল্প টাইপ করে ফেলি।
আপনার এমন করে বিশ্লেষণ আমাকে অনুপ্রাণিত করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৭
বিজন রয় বলেছেন: !!!!!
২০১৯ আর ২০২৫!!! ছয় বৎসর পরে পোস্ট দিলেন!
অনেক বলাবলির পর শেষ পর্যন্ত যে পোস্ট দিলেন সেজন্য আমি অনেক আনন্দিত।
আর আপনাকে অভিনন্দন।
আশাকরি মাঝে মাঝে পোস্ট দিয়ে আমাদের ধন্য করবেন।
কথা হবে, শুভকামনা।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কথায় এবার এতো বড় দু:সাহস করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। যদিও হয়ে ওঠেনা। কেমন যানি সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারছিনা। তবে চেষ্টা করে যাব।
৩| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: সহজ সহজ সুন্দর।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সরল মানুষগুলো সহজ করেই চিন্তা করে থাকেন। আর আমিতো অতি সারধারণ।
৪| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্যর উত্তর দিবনা কেনো! আপনিযে আমার প্রিয়দের কেউ একজন।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো গুনিজনদের মন্তব্য অনুপ্রাণিত করে। ভালো থাকবেন এই কামনা সবসয়ের।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৪
শায়মা বলেছেন: অনেকদিন পর লিখলে ভাইয়া!
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি করবো জাত লিখেয়েন না যে। এখন তেমন পড়তেও পাড়ি না। তুমি লিখনা নিয়মিত। আরো কতোজনকে হারিয়ে ফেলেছি!
সবার জন্য শুভ কামনা।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৩
জায়েদ হোসাইন লাকী বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪১
লোকমানুষ বলেছেন: প্রতিটা লাইনে একটা গভীর অনুভূতি, ফেলে আসা দিনের ব্যথা, স্মৃতির আলো-আঁধারি আর একাকী রাতের খোয়াব গুলো খুব কাছের মনে হলো। ডাহুকের ডাক আর রাতের অন্ধকারের মাঝে যে বিষাদ মিশে আছে, তা মনের গভীরে ঢুকে পড়ে।