![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
এখনো কিছু সুর বাজেে হৃদয়ে-
কিছু স্মৃতি ভাসে চোখে,
রাতের অন্ধকারে ভেসে আসে খোয়াব,
চোখের কোনে খোঁজে আলোর ছায়া।
ফেলে আসা দিনগুলো বড্ড জালায়, অজানা ব্যাথায় কাতর হই।
চোখের কোনে হীমকনাগুলো অঝরে ঝরে,
ঝোপের ধারে গভীর রাতে
ডাহুকটি ডাকে বিষাধের সুরে।
তোমার নিঃশ্বাসে ভেসে যায় রাতের গহ্বর,
অন্ধকারও যেন চুম্বন করে তুমার স্মৃতির ধর।
প্রতিটি ছায়া ফেলে আলোয়, তুমি পাশে থাকো না,
তুব হৃদয়ের নদীতে ঢেউয়ের মতো ছুঁয়ে যাও তুমি বারবার।
সময়ের স্রোতে হারিয়ে যাই, খুঁজে পাইনা ঠিকানা,
তুব তোমার চোখের গভিরতা করে আমার জগৎ আলোকিত।
প্রেম শুধু আকাঙ্খা নয়, এটি চেতনার ধ্বনি,
যেখানে দু:খ আর সুখ একসাথে গেয়ে যায় চিরন্তন গান।
২| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৭
বিজন রয় বলেছেন: !!!!!
২০১৯ আর ২০২৫!!! ছয় বৎসর পরে পোস্ট দিলেন!
অনেক বলাবলির পর শেষ পর্যন্ত যে পোস্ট দিলেন সেজন্য আমি অনেক আনন্দিত।
আর আপনাকে অভিনন্দন।
আশাকরি মাঝে মাঝে পোস্ট দিয়ে আমাদের ধন্য করবেন।
কথা হবে, শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪১
লোকমানুষ বলেছেন: প্রতিটা লাইনে একটা গভীর অনুভূতি, ফেলে আসা দিনের ব্যথা, স্মৃতির আলো-আঁধারি আর একাকী রাতের খোয়াব গুলো খুব কাছের মনে হলো। ডাহুকের ডাক আর রাতের অন্ধকারের মাঝে যে বিষাদ মিশে আছে, তা মনের গভীরে ঢুকে পড়ে।