নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোন স্পেশালিটি নেই। তবে একটা জিনিস আছে । তা হল,আমি ভীতু নই। সত্য কথা মাথা তুলে বলতে পারি। তবে এটা স্পেশাল কিছু নয়। তা তো সবারই থাকা উচিত।

কবর পথের যাত্রি

রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড

কবর পথের যাত্রি › বিস্তারিত পোস্টঃ

“শিশু শ্রম” আর দেশের সচেতন শিক্ষিত সমাজ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

রেল স্টেসনে ২ জনের সাথে দেখা.....কাধে মুচির বাক্স...আমার চটি টা হাল্কা আঠা উঠে গেছে ওদের ডাকলাম....এত ছোট বয়সে হাত না পেতে কাজ করছে, তাই মায়া হল বলে অন্য পায়ের ভাল চটি টাও সেলাই করে নিলাম,ভিক্ষা দেওয়ার চেয়ে কাজ করিয়ে টাকা দেওয়া ভাল. জিগাইলাম কত নিবি বলল ভাই খুব কষ্ট হয়েছে,২০ টাকা দিয়েন কথা না বলে দিয়ে দিলাম।।হাতে ক্যামেরা দেখে বলল ভাই আমাদের ২ টা ছবি তুলবেন....কইলাম অবশ্যই আমি তো সেটাই চাইতাছি...।।।ব্যাস ২ জন যার যার চয়েজ মত স্টাইলে বসে পড়ল আর আমি ক্যপচার টা নিয়ে নিলাম।।
‪#‎এই‬ বয়সে ওদের কাধে থাকার কথা স্কুলের ব্যাগ কিন্তু আছে এখন মুচির বাক্স.....কিন্তু কেন ...??প্রশ্ন টা আমি আপনি যেই করিনা কেন উত্তর টা আমাদের সবাইকেই দিতে হবে..।। অনেকে অনেক উদ্যোগ নেয় পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তন নেই...কারন খুজে দেখলে পাওয়া যাবে সেই উদ্দোগের পিছনে কোন সার্থ আছে....হাসিল হয়নি চম্পট.....সরকার করুক আর জনগন করুক তবে ইচ্ছা আর সেই অনুযায়ি উদ্যোগ টা জাগ্রত হতে হবে ব্যক্তির নিজের.....আমরা গরিবের জন্য কিছু না করতে পারি সমস্যা নাই তবে গরিবের যা আছে তা ও যেন ধ্বংশ না করি....রিকষা ওয়ালা কে ভাড়া বেশি দিতে হবেনা, জোর করে যাতে কম না দেই...গরিবকে বাড়ি করে দিতে না পারি তার বাড়ি যেন দখল না করি...।।।
‪#‎অনেকে_হয়ত‬ আপত্তি করতে পারেন এত লোক থাকতে সমজাজের নিম্ম স্তরের ২ জন পিচ্চি মুচিকে দেশের শ্রেষ্ট সন্তান বলাটা মানান সই নয়...। আমার মনে হল তারাই শ্রেষ্ট সন্তান....
‪#‎বাবার__শিক্ষিত‬ গ্র্যাজুয়েড করা ছেলে এত বড় হয়েও চাকরির জন্য বাবার পেনশনের টাকার দিকে তাকিয়ে থাকে চাকরি না হলে বলে আমার কি করার আছে......অতিরিক্ত শিক্ষিত হবার কারনে কি করব কিরব না কোনটা ছোট কোনটা বড় বাছা বাছি করতে হয়ত বছরের পর বছর কেটে যায় অনেকের কিন্তু কিছু আর হ্য়না..........অথচ ছেলে ২ টির এই বয়সে তারা কতটুকুই বা ভাববার সময় পেয়েছে......মুচির বাক্স নিয়ে দৌরিয়ে টাকা এনে দিতে হয় বাবার হাতে....।।।
‪#‎যে‬ যাই করুক আর যতই বড় হোক না কেন এদের মত কাজ করার উদ্যোগ আর মন মানসিকতা যদি দেশের প্রতিটা মানুষেরই থাকে,তাহলে হয়তো দেশের পরিবর্তন হতে খুব দেরি হবেনা...।।
‪#‎সবচেয়ে‬ বড় কথা হল হালাল উপার্যন ছোট হোক আর বড় হোক আল্লাহর কাছে মুল্য হবে হালাল হারামের পার্থক্যে.... স্টেটাসে নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:

"#‎এই‬ বয়সে ওদের কাধে থাকার কথা স্কুলের ব্যাগ কিন্তু আছে এখন মুচির বাক্স.....কিন্তু কেন ...?? "

-জাতির সম্পদ আছে এদের পড়ানোর, কিন্তু জাতির মগজ নেই।

খালেদা জিয়া ১০ ক্লাশ পড়ে ৩৩ বছর জাতি চালাচ্ছে, রাজাকারদের মন্ত্রী বানায়েছে; শেখ সাহেব শেখ হাসিনাকে রাজীতির বাহিরে রাখার পর, উনি ৩৪ বছর জাতি চালাচ্ছে; ফলা ফল, স্কুলের বাচ্ছা মুচি হয়েছে, স্কুলের মেয়ে ড: কামাল হোসেনের মেয়ে জন্য চা বানাচ্ছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

কবর পথের যাত্রি বলেছেন: জাতির মগজ আছে কিন্তু একটু ধোলাই দেওয়ার প্রয়োজন আর কি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.