নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোন স্পেশালিটি নেই। তবে একটা জিনিস আছে । তা হল,আমি ভীতু নই। সত্য কথা মাথা তুলে বলতে পারি। তবে এটা স্পেশাল কিছু নয়। তা তো সবারই থাকা উচিত।

কবর পথের যাত্রি

রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড

কবর পথের যাত্রি › বিস্তারিত পোস্টঃ

“থার্টফাষ্ট নাইট”

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

চলেগেলো ২০১৫, আগমন ২০১৬, প্রতিটা বছরই এভাবে কেটে যায় ।শুখে আর দুখে কাটুক কারোর জীবন থেমে থাকেনা।বছরের শেষ রাত এবং পরবর্তী বছরের প্রথম দিন হিসেবে সকলেই ডিসেম্বরের ৩১ তারিখ রাতে একটু আনন্দ ফুর্তি করে থাকে,এই রাতটাকে একটু আলাদা ভাবে উদযাপন করে থাকে।যাকে এক কথায় বলা হয় “থার্টি ফাষ্ট নাইট”। ডিসেম্বরের ৩১ তারিখ তাই বলা হয় থার্টি ফাষ্ট নাইট এটা একটি গানিতিক হিসাব।যে মাষে ৩১ তারিখ আছে তাকেই থার্টি ফাষ্ট নাইট বলা যায়।কিন্তু বছরে আরো তিনটি ৩১ তারিখ থাকলেও আমরা তাকে ““থার্টি ফাষ্ট নাইট”” বলে ডাকিনা।কারন উদযাপনের ধরনে একটু ভিন্নতা থাকার কারনে শুধু ৩১ ডিসেম্বর কেই থার্টি ফাষ্ট নাইট বলা হয়।এই রাতের উদযাপনের ধরন একটু ভিন্ন। লক্ষ কোটি টাকা খরচ করে আনন্দ ফুর্তি করলেও যদি সেখানে একজন ললনার অস্তিত্ব না থাকে তাহলে এই রাতটাকে মাটি মনে হয়।আজকের এই রাতের আনন্দ মানেই ললনা ভোগ। যারা আতস বাজিতেই সিমাবদ্ধ থাকে তারা আফসোস করে ““সালার কপালে নাইরে,রাতটাই মাটি”” বলে। সোহরাওয়ার্দির গেইটে শ্লিলতা হানির প্রতিবাদে যেই পুরুষ আর নারীর কন্ঠস্বর বলিষ্ট আওয়াজ দেয়,যেই নারি দাবি করে নারী স্বাধিনতার,নির্ভয়ে রাস্তায় চলতে পারার স্বাধিনতার,দাবি করে সমান অধিকারের, আজ সেই নারীই নির্দিধায় সেচ্ছায় বিলিয়ে দিবে নিজেকে, আর সেই পুরুষ তার অমৃত সুধা পান করবে তৃপ্তি সহকারে।আহারে শান্তি ..অাজ তার কোন ভয় নেয় ভয় করেনা সে যুবকের হুঙ্কার,কারণ আজ সে প্রস্তুত হয়েই এসেছে.। যেই নারী প্রতিবাদ করে শ্লীলতা হানির বিরুদ্ধে সেই নারি আজ বিলিয়ে দিবে নিজেকে, অথচ আজ তার শ্লীলতা হানি হয়না।এখন সত্য কথা বলতেই হয়..। আজ আমার মনে পড়ে সেই যুবকদের কথা যারা শোহরাওয়ার্দির গেইটে পহেলা বৈশাখে বীর দর্পে যুদ্ধে নেমে পরেছিল। আমি বলব আজ তোমরা আবার জেগে উঠো যুদ্ধ চালিয়ে যাও সারা বছর।দমন কর সেই রাজাকার দেরকে যার গোপনে পানি খায় আর প্রকাশ্যে বিচার দাবি করে ।ভালবেসে একজনকে বিলিয়ে দেয়া আর বিচার চেয়ে বলিষ্ঠ কন্ঠে ঘৃনা প্রকাশ করার এই নাটকের অভিনেতা অভিনেত্রী দের তোমরাই পারবে দমন করতে।“““জয় বাংলা””

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

সাদী ফেরদৌস বলেছেন: শেষে জয় বাংলা বলার শানে নজুল কি ??????

আফনে কি পেয়ারে উর্দু নাকি ?????

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

কবর পথের যাত্রি বলেছেন: ভাই জয় বাংলা বললে আর কিছু লাগেনা ...লাইন একাই ক্লিয়ার থাকে .ইঞ্জিন চলে ভাল.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.