নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোন স্পেশালিটি নেই। তবে একটা জিনিস আছে । তা হল,আমি ভীতু নই। সত্য কথা মাথা তুলে বলতে পারি। তবে এটা স্পেশাল কিছু নয়। তা তো সবারই থাকা উচিত।

কবর পথের যাত্রি

রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড

কবর পথের যাত্রি › বিস্তারিত পোস্টঃ

““আমার চোখে দেখা বানিজ্য মেলা ২০১৬র সবচেয়ে বড় ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী””

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯


যে সকল কম্পানি বানিজ্য মেলায় ব্যবসা করতে আসেন, স্টল নেন লক্ষ টাকা দিয়ে, বানিজ্য করেন কোটি টাকা.......তবু্ও স্টল গুটিয়ে যাওয়ার সময় হয়ত প্রতি বছর ই বলবেন....““মনের মত ব্যবসা করে যেতে পারলাম না””অথচ যে ২ জন ব্যবসায়ীর ছবি দেখা যাচ্ছে তারা রাতে ফুটপাতে ভিআইপি ভাবে ঘুমান আর সারাদিন এটা সেটা টোকান এবং তাই বিক্রি করে নিজের খোড়াক যোগান....অথচ তাদের মুখের যে হাসি তাতে কোন খুত নেই, সেটা কোন অভিনয়ের হাসি নয়....হাসিটা একদম মন থেকে......এই হাসিটা হয়ত ক্যামেরার সামনে, কিন্তু....পেছনে কি আছে আমরা তা দেখিনা। ক্যামেরার পেছনে আছে কান্না,আহাজারি,..আর সেটা কোন লক্ষ টাকার জন্য নয়..শুধু মাত্র ২ বেলা খাবারের জন্য...আমরা এমন এক দেশের জন্মগত বাসিন্দা, যে দেশে একজন হোটেল বয় কে খুশি করার জন্য শত টাকা বাড়তি খরচ করে থাকি কিন্তু একজন বঞ্চিত মানুষের জীবন বাচানোর জন্য দশ জনে মিলে দু বেলা খাবার দিতে পাড়িনা.............আমাদের দেশে নাকি কেও না খেয়ে মরেনা...!!! আসল কথা হল কোন লোক যদি না খেয়ে ক্ষুধায় কাতরায় আর আমাদের কানে সেই কাতরানোর শব্দ না আসে, তাহলে সে যেদিন কাতরাতে কাতরাতে মরবে তার মরার খবর ও হয়ত আমার কানে আসবেনা... সুতরাং মানুষ না খেয়ে মরে ঠিকই কিন্তু আমরা জানিনা... ৭১ আমাদের স্বাধিনতা দিয়েছে....আমার মনে হয় কেও অন্যের টা কেড়ে নিবে সেই স্বাধিনতাও তাকে ৭১ দিয়েছে....কেও না খেয়ে মড়বে সেটা তার ব্যক্তি সাধিনতা সে মরতেই পারে, আর সেই স্বাধিনতাও কি তাকে ৭১ই দিয়েছে...!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.