নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির মুক্ত ব্লগ

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

অমাবশ্যার চাঁদ

সুন্দর আগামীর পথ চেয়ে আছি........।

অমাবশ্যার চাঁদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে দুর্লভ প্রজাতির চিতা বাঘের সন্ধান লাভ

২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০২





বাংলাদেশে বিলুপ্ত দুর্লভ প্রজাতির চিতা বাঘের সন্ধান পাওয়া গেছে। পরিবেশবীদরা বলছেন, বাংলাদেশের বনে এই ধরণের দুর্লভ প্রাণীর সন্ধান পরিবেশ সংরক্ষণের জন্য ইতিবাচক লক্ষণ।



বাংলাদেশের পাহাড়ি বিভাগ চট্টগ্রামের একটি জেলা রাঙ্গামাটি। এই জেলার মিয়ানমার এবং মিজোরাম সীমান্তের একটি গ্রামে এই চিতা বাঘের শাবকের সন্ধান পায় পরিবেশবাদীরা। তিন সপ্তাহ আগে মায়ের সঙ্গে দুইটি চিতা বাঘের শাবক লোকালয়ের কাছে চলে আসে। এলাকবাসী জানায়, ঐসময় চিতা বাঘিনি একটি বানর খাচ্ছিল। গ্রামবাসী একটি শাবককে ধরতে সক্ষম হয়।



শাবকটির বয়স তিন মাস। বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার নির্বাহী প্রধান প্রফেসর আনোয়ারুল ইসলাম সংবাদ সংস্থাকে জানান, শাবকটিকে তারা যখন গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে তখন সে সুস্থ অবস্থায় ছিল। গ্রামবাসী শাবকটিকে একটি খাঁচায় আটকে রেখেছিল।



প্রফেসর আনোয়ারুল বলছেন, কোন বন্য প্রাণী ধরতে পারলে সাধারণত গ্রামবাসী তা বিক্রি করে দেয়। কিন্তু গ্রামবাসীকে বোঝানোর পর তারা চিতা শাবকটিকে ছেড়ে দিতে রাজি হয়।



তিনি বলছেন, বাংলাদেশে যেভাবে বন উজাড় করা হচ্ছে, তাতে নষ্ট হয়ে গেছে অনেক প্রাণীর বাসস্থানই। তবে এই চিতা শাবকের উদ্ধার এটি নিশ্চিত করে যে, বাংলাদেশে এখনো চিতা বাঘ বিলুপ্ত হয়ে যায়নি।



আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংঘ এর পরিসংখ্যান অনুযায়ী, পুরো বিশ্বে বর্তমানে একলাখের মতো চিতা বাঘ রয়েছে। যার বেশিরভাগই আছে, উত্তর এবং উত্তর পূর্ব এশিয়াতে। বাংলাদেশের বনে, সর্বশেষ চিতা বাঘ দেখা গেছে ২০০৫ সালে।





তথ্যসূত্র এখানে -

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-১

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

বড় বিলাই বলেছেন: বাচ্চাটাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া যায়না?

২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

অমাবশ্যার চাঁদ বলেছেন: বাচ্চাটাকে আবার বনে ছেড়ে দেয়া হয়েছে।

২| ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

মানুষ বলেছেন: দেখতে কিউট আছে

২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২

অমাবশ্যার চাঁদ বলেছেন: :)

৩| ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

হাসান বায়েজীদ বলেছেন: একলাখের উপরে যদি চিতাবাঘ থাকে, তাইলে এইটা বিরল প্রজাতি হয় কেমনে...রয়েল বেঙ্গল নাকি ওপার বাংলা এপার বাংলা মিলায়া শ'চারেক আছে...:( তয় সবারই বাচার অধিকার আছে।

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৪

অমাবশ্যার চাঁদ বলেছেন: সব প্রজাতির চিতাবাঘ সারাবিশ্বে নাই।


এগুলো বিশ্বে বিলুপ্তপ্রায় প্রজাতি।

৪| ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০২

শাওন৩৫০৪ বলেছেন: কিউট আছে বাঘের বাচ্চা টা...পালতে মন্চায়...:(

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৫

অমাবশ্যার চাঁদ বলেছেন: পালেন, কেউ কি মানা করেছে? :)

৫| ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

শয়তান বলেছেন: আর পাঁচ দশ বছর পর পার্ত্য চট্রগ্রাম রিজিওনে বন বৈলা কিছুই থাকবো না । তখন কৈ যাইবো এরা ? একসময় নাকি প্রচুর হাতির দেখা মিলত । আজ এগুলা মিথের মত প্রায় ।

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৬

অমাবশ্যার চাঁদ বলেছেন: সহমত

৬| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৮

অ্যামাটার বলেছেন: কিউট কিউট কিউট!
বাঘ/বাঘের বাচ্চা দেখলেই যে তা ধরতে হবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে।

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১১

অমাবশ্যার চাঁদ বলেছেন: তা ঠিক.....

৭| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৪

গোয়েবলস বলেছেন: আমি ঐটা নিতে চাই।:((

৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:০৯

অমাবশ্যার চাঁদ বলেছেন: ঐটাকে বনে ছেড়ে দেয়া হয়েছে :(

৮| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৬

গোয়েবলস বলেছেন: :(( :(( :(( :(( :((

৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:৫২

অমাবশ্যার চাঁদ বলেছেন: :((:((:((:((:((:((

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

পলাশমিঞা বলেছেন: মেঘলা চিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.