![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার পরতে কবি'র নিঃশ্বাস ঝুলে আছে।
ঝুলে আছে ভীষন তৃষ্ণার্ত কাক, শহরের জড়ানো তারে।
ঝুলে আছে নগরের তাবৎ মানুষ!
লোকাল বাসে, ছাদের কার্নিশে।
বারান্দায় ঝুলে আছে জলছড়ানো তোয়ালে!
নুয়ে গেছে হলুদ সর্ষে ফুল
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল,
অগোছালো কাব্যিক রমনীয় চুল,
প্রিয়দর্শিনীর কবিতার ছেঁড়াপাতা
ঝুলে আছে স্বপ্নের উঠোনে।
ফুল,পিঁপড়ে,সবুজ পাতারা ঝুলে থাক।
ঝুলে থাক নিয়ন আলোর মশাল।
নুয়ে থাক তোমাদের প্রকান্ড মস্তক।
জলপিঁড়ি ঝুলে থাক রসুই ঘরের খোঁপে।
কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়।
ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৯
ভাঙ্গন বলেছেন: ভাল আছেন আপনি?
আমি আসলে পোস্ট লেখায় আগের চেয়ে অনিয়মিত।
আপনাদের ব্লগ বাড়ীতেও যাওয়া হয়ে উঠেনা।
...........
ব্যস্ততা।
এনিঅয়ে, শুভ কামনা প্রিয় শ্রদ্ধেয়।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৩
সেলিম তাহের বলেছেন:
অসাধারণ চিত্রকল্প! সুন্দর উপমা আর উৎপ্রেক্ষার ব্যবহার। কাব্যপাঠ যে কত সুখকর হতে পারে, আপনার এই কবিতাটা তার একটি উদাহরণ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৮
ভাঙ্গন বলেছেন: আপনি অনেক সুন্দর করে বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: জলপিঁড়ি ঝুলে থাক রসুই ঘরের খোঁপে।
কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়।
সব কিছু ঝুলে থাক, কোন সমাপ্তি চাইনা, ঝুলে থাক জীবন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪
ভাঙ্গন বলেছেন: কি অস্তা সার?
...........
জীবুদা, ডান্সটোন মাইনাইসা গ্যাছে।
ব্যাটা তক্কে তক্কে থাকে।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৭
শিরীষ বলেছেন: "আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল" - এই চাওয়া জারি থাক।
অনেক দিন পর ভাঙ্গন, অনেক অনেক দিন পর ভাঙ্গন কবিতা প্রার্থনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৭
ভাঙ্গন বলেছেন: দু:খের জল গড়িয়ে সুখের জলচ্ছটা দেখা দিক,প্রার্থনা।
..............
হে প্রিয়ে, ভাল আছেন কি না?
আমি আসলে যে কি!
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০১
নৈশচারী বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
This is what calls life!
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩০
ভাঙ্গন বলেছেন: হ্যালো নৈশচারী, কি খবর?
..........
হ্যাঁ, এটাই জীবন।
এভাবেই জীবন।
শুভেচ্ছা।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৮
অক্ষর বলেছেন: নেন, একটা প্লাস নেন
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৪
ভাঙ্গন বলেছেন: আসসালামু আলাইকুম।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পোস্ট দেয়ার সাথে সাথেই দেখছি মাইনাস পড়ছে একটা। তখনই সন্দেহ করছি
ভাল আছি। সাইনুসাইটিসে মোটামুটি কাবু।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৭
ভাঙ্গন বলেছেন: শুভ কামনায় প্রার্থনা।
............
আমারও এই সমস্যা আছে। রোদে গেলে বিতিকিচ্ছিরি অবস্থা।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২১
শিরীষ বলেছেন: তৃষিত চোখে কষ্টের জলও অনেক সময় থাকে না। তখন ভেতর পুড়ে যায়। এই জল প্রার্থনীয় - ঝরুক। কষ্ট প্রাকৃতিক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪২
ভাঙ্গন বলেছেন: হ্যাঁ. জলহীন মরুময় চোখ ।
কষ্ট প্রাকৃতিক।
প্রিয়ে,,,,
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৭
হানিফ রাশেদীন বলেছেন: আসলাম, এই বলে ঝাড়ি দেবো যে, নতুন পোষ্ট কই? এসে দেখি . . . ভালো
অসম্ভবরকম ভালো লাগা একটি কবিতা। বুঝেছি কী বুঝি নি সেই তর্কে কাজ নেই, মনে আমার লাগলো ভালো'র মত চমৎকার একটি কবিতা। সহজ-সতঃস্ফুর্ত-সাবলিল-সুন্দর একটি কবিতা। পড়ে, আবার পড়ার মত মুগ্ধকর একটি কবিতা। মনে দোলা দেয়া বা ছুঁয়ে যাওয়া একটা কবিতা।
ভা লো লা গা . . .ভাঙ্গন ভাই . . .
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৬
ভাঙ্গন বলেছেন: আপনি যে ফিরে এসেছেনম, খুবই খুশি হয়েছি।
,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতার কোন অংশ বোঝেননি?
এনিঅয়ে ভাল লাগার জন্য অবশ্যই ধন্যবাদ রাশেদীন ভাই।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বাহ্!! +
ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৪
ভাঙ্গন বলেছেন: ভাই যে আমার!
কোর্মা পুলাউ খাওয়ানোর কি খপর?
নাকি চুপে চুপে খাইয়া ফেলছো?
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নাও তোমার সমস্যার সমাধান করে দিলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৮
ভাঙ্গন বলেছেন: থেংকু মাই ডিয়ার।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৯
হানিফ রাশেদীন বলেছেন: 'না বোঝা' এই অর্থে বলেছি, কিছু কিছু কবিতা থাকে না যে : না বুঝলেও, এই না বোঝার বিষয়টি মাথায় আসে না, কেমন একটা ঘোর তৈরি হয়, পড়তেই ভালো লাগে, আর কিছু মাথায় আসে না, মনে হয়, কী যেন... কী যেন... সুন্দর একটা অনুভূতি তৈরি হয়, শিল্পে এই জায়গাটাও তো ফিলোসোফিকাল জায়গার মত গুরুত্ত্বপূর্ণ।
আমি কিন্তু কবিতা দিয়েছি। বললাম, কারণ আমার মনে হলো যে, আপনার সাথে কথা হলো, আর এখন, ধরুন আপনি কবিতা দিয়েছেন, আমি জানি না, আর তা যদি না বলেন, তাহলে আমার অভিমান হতো। তো, এই জাযগা থেকে . . . ভাঙ্গন ভাই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৮
ভাঙ্গন বলেছেন: আপনার প্রানবন্ত মন্তব্য সব সময়েই প্রেরণাদায়ক।
আপনাকে নিয়মিত চাই।
কবিতায়,গল্পে।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৮
সামিউর বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম...........।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৯
ভাঙ্গন বলেছেন: কেমন আছো সামিউর?
অনেক ধন্যবাদ তোমাকে।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১২
ঘাসফুল বলেছেন: এন্ডিংটা দারুন লাগলো রে... লাইক্ড
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২১
ভাঙ্গন বলেছেন: আরে ভায়া? হঠাৎ কোত্থেকে উদয় হলেন?
ভাল আছেন তো?
বাবাটগুলো ভাল আছেন তো?
আর বাবুনিটা?
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭
সমুদ্র কন্যা বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
কালকেও ভাবছিলাম ভাঙ্গন কতদিন হল কিচ্ছু লেখে না..................
খুব ভাল লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
ভাঙ্গন বলেছেন: হাহ! ভাঙ্গন সত্যি প্রীত হলো, এমন করে ভেবেছেন বলে।
...........
অনেক অনেক ভাল থাকা হোক।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হা হা হা.. কোর্মা পোলাও তোমাগো লিয়াই খামু.. চুপিচুপি খামু না..
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
ভাঙ্গন বলেছেন: সেটাই চাইরে বাভুল।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: তয় কবে যে খামু?
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৫
ভাঙ্গন বলেছেন: ক্যান, তুমি না কইছিলা আন্টি কারেন্ট জাল ধইরা খুঁজতাছে
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩১
ঘাসফুল বলেছেন: হঠাৎ নারে... অফ লাইনটাকেই বেশী পছন্দ এখন আমার...
আমরা সব্বাই বেশ ভাল আছি... তুমি ভালো তো?
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬
ভাঙ্গন বলেছেন: আমিও প্রায়শঃ অফ লাইনেই থাকি।
...........
আমি ভাল আছি।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভাইরে, সেই কবে থেইক্কাতো খুজতেই আছে.. এই খুজা যে কবে শেষ হইবো? কবে যে দেখা মিলবো?
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
ভাঙ্গন বলেছেন: নিজে নিজে এক্টা কিসু ঘটায়া ফেলো।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২২
শূণ্য উপত্যকা বলেছেন: অনেকদিন পর লেখলেন।ইদানিং আপনাকে দেখাই যায় না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
ভাঙ্গন বলেছেন:
পাশে আছি,সবসময় শূণ্য উপত্যকা।
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৮
তারার হাসি বলেছেন:
ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
-------------
ঝুলন্ত নিঃশ্বাস !
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
ভাঙ্গন বলেছেন: ঝুলে থাক
ঝুলে থাক
...........
তারার হাসি ঝুলে থাক ঠোঁটে .....
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
সায়েম মুন বলেছেন: ভাঙ্গন ভসের কামব্যাম
কবিতায় তো সব কিছু ঝুলে পড়লো।
এরকম মুগ্ধকর কবিতা আসতে থাকুক
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৮
ভাঙ্গন বলেছেন: হ্যালো মুন!
...........
হা হা হা
সবকিছু ঝুলে পড়ে....
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৬
অজন্তা তাজরীন বলেছেন: ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
আমি আমার মত বুঝে নিয়েছি । দুঃখ ভরা কান্নার সাগরে আর যেন না বাড়ে জল। ঝুলে থাক জল চোখের তারায়। অদ্ভুত সুন্দর প্রাথনা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২
ভাঙ্গন বলেছেন: অজন্তা, জীবন ঝুলে থাকে নানাভাবে। আশা ঝুলে থাকে নিরাশার ডালে।
সুখের সময়গুলো ঝুলে থাকে দু:খের কিনারে...।
শুধু ঝুলে থাকা আর ঝুলে থাকা।
............
অনেক ধন্যবাদ অজন্তা।
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। তৃপ্তি পেলাম পড়ে। ঢোক ঢোক।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
ভাঙ্গন বলেছেন:
হাহ্! ঝং ধরেছে
মরিচা পড়েছে, কীবোর্ডে
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৯
নস্টালজিক বলেছেন: নাগরিক কবিতা !
মুগ্ধ পাঠ, ভাঙ্গন...
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
ভাঙ্গন বলেছেন: প্রিয় নস্টালজিক!
২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
এর চেয়ে ভালো করে হয়ত আর কোন দৃশ্যকল্পই ফুটিয়ে তোলা যেত না...
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০
ভাঙ্গন বলেছেন:
অনেক ভাল লাগল এমন করে বলেছেন বলে।
ভাল থাকবেন নিশ্চয়ই।
২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নুয়ে গেছে হলুদ সর্ষে ফুল
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল,
অগোছালো কাব্যিক রমনীয় চুল,
প্রিয়দর্শিনীর কবিতার ছেঁড়াপাতা
ঝুলে আছে স্বপ্নের উঠোনে।
চমতকার সুখপাঠ্য !
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০২
ভাঙ্গন বলেছেন: প্রিয় শিপন ভাই,সুহৃদ!
২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:০৭
জুল ভার্ন বলেছেন: প্রিয় ভাংগন, ব্লগে তোমার দীর্ঘ অনুপস্থিতি মানেই-অনেক সুন্দর লেখাথেকে তোমার লেখার ভক্ত পাঠকদের নিরাশ করা! তোমার একটা লেখা মানেই-অনেক তৃপ্তি, অনেক প্রত্যাশা পুরন! এই কবিতাও তার ব্যতিক্রম নয়। এমন সুন্দর কবিতা তুমি ছারা আর কজন লিখবেন এই ব্লগে!
ভালো থেকো।
সুস্থ্য থেকো।
ঈদ শুভেচ্ছা।
+
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৬
ভাঙ্গন বলেছেন: ভাইয়া, ভাল আছেন আশা করছি। অনেকদিন থেকে ব্লগে অনিয়মিত। তাই আপনার সিরিজ লেখাগুলো পড়তে সাহস করলাম না।
আপনার শুভ কামনায়।
২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩০
রাজসোহান বলেছেন: রোজা রমজানের মাস তবু কবিতা পান করে তৃপ্তি পেলাম ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৭
ভাঙ্গন বলেছেন:
সোহানকে খুঁজি।
সোহান নিখোঁজ।
৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৫
শূণ্য উপত্যকা বলেছেন: জানি সেটা
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৩
ভাঙ্গন বলেছেন:
৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৪
অপ্সরা বলেছেন: এত ঝুলঝুল করলে কিন্তু মাকড়াসা চলে আসবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৯
ভাঙ্গন বলেছেন: তুমি যে গুহায় লুকিয়ে থাকো, সে গুহার গতিপথটা আমি ট্রেস করে রেখেছি।
আপাতত: তাই ঝুলে থাকলাম
ঐ গুহার দ্বারে গিয়েও বলবোনা যে ঐখানে তুমিই আছো...
...শয়তানি---ফাঁকিবাজ!!
৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৪
অমিত চক্রবর্তী বলেছেন: ঝুলন্ত ভাঙ্গন!
সুন্দর!
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৮
ভাঙ্গন বলেছেন:
অমিত!
৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১০
আহমেদ রাকিব বলেছেন: বাহ বহুদিন পর ভাঙ্গনের কবিতা। ঝুলে রইলাম ছন্দের দোলাচলে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৭
ভাঙ্গন বলেছেন: ঐ রাকু, ভাল থাইকো, যেখানে থাকো।
৩৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১১
অপ্সরা বলেছেন: হা হা হা
তুমি এমন স্পাই হলে কবে থেকে???
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪২
ভাঙ্গন বলেছেন: বলা যাবেনা।
৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩১
চতুষ্কোণ বলেছেন: আমি একবার বলেছিলাম ভাঙ্গন কবিতার। কথাটা মিথ্যে নয়। খুব ভাল লাগলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৩
ভাঙ্গন বলেছেন:
কি খবর চতুষ্কোণ,কেমন আছেন?
শুভ কামনা রইল।
৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৪
জুন বলেছেন:
ঝুল ঝুল ঝুলনি
রাঙা মাথার চিরুনী
এনে দেব হাট থেকে
মান তুমি কোরোনা।।
ভালোলাগলো ভাঙনের ঝুল ঝুল কবিতা
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১
ভাঙ্গন বলেছেন: হা হা হা
ভাল বলেছেন আপু, ঝুল ঝুল ঝুলনি----
........
অনেক ধন্যবাদ আপনাকে।
৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৭
রাজসোহান বলেছেন:
একটা নিখোঁজ এর মাইকিং করো
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
ভাঙ্গন বলেছেন: ...হ্যালো মাইক টেস্টিং...১...২...৩
৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০২
ভাঙ্গন বলেছেন: আরে এটাতো রেজো'পুর পোস্ট! এইখানে তুমি???
৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: সুন্দর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১২
ভাঙ্গন বলেছেন:
রক্তিম কৃষ্ণচূড়াও সুন্দর শোভাময়!!
৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
সুবিদ্ বলেছেন: ফুল,পিঁপড়ে,সবুজ পাতারা ঝুলে থাক।
ঝুলে থাক নিয়ন আলোর মশাল।
নুয়ে থাক তোমাদের প্রকান্ড মস্তক।
...সুন্দর
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
ভাঙ্গন বলেছেন: সুবিদ!
৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮
দীপান্বিতা বলেছেন: নুয়ে গেছে হলুদ সর্ষে ফুল
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল,
অগোছালো কাব্যিক রমনীয় চুল,
প্রিয়দর্শিনীর কবিতার ছেঁড়াপাতা
ঝুলে আছে স্বপ্নের উঠোনে।
...সুন্দর
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
ভাঙ্গন বলেছেন: দিদি, ভাল থাকবেন
৪২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: একেই বলে কবির চোখ। আমরাও তো প্রতিদিন এই ঝুলে থাকাগুলো প্রত্যক্ষ করি, কই আমাদের চোখে তো এগুলো এত বাঙ্ময় হয়ে ধরা দেয় না!
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৩
ভাঙ্গন বলেছেন: ঈদের শুভেচ্ছা ভেবু।
ভাল থেকো ইচ্ছেমত!
৪৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৬
পাহাড়ের কান্না বলেছেন:
ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
অনেক দিন পর, অনেক সুন্দর একটা কবিতার জন্য ভাঙ্গনকে ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৫
ভাঙ্গন বলেছেন: পাকা, লেইট ঈদের শুভেচ্ছা।
৪৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৮
করবি বলেছেন:
ঝুল ঝুল ঝুল ঝুল।
সব সুন্দরতম যেন
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
পাঠে মুগ্ধ।
আগাম ঈদ শুভেচ্ছা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৩
ভাঙ্গন বলেছেন: করবিকেও শুভেচ্ছা।
৪৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৫
জসিম বলেছেন: +
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
উড়তে থাকা জীবন, উড়ন্ত জীবন
দুঃখে থাকা জীবন, দুঃখিত জীবন
স্বপ্নে থাকা জীবন, স্বপ্নীল জীবন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৫
ভাঙ্গন বলেছেন: জসিম, ধন্যবাদ রইল।
আর দেরীতে ঈদ শুভেচ্ছা।
৪৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঈদ মোবারক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৯
ভাঙ্গন বলেছেন: ভাল থাকিস ভাই
৪৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৪
রাজসোহান বলেছেন: ঈদ মোবারক
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫১
ভাঙ্গন বলেছেন: সোহান, ঈদ কাটুক আনন্দে।
৪৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ঈদের শুভেচ্ছা
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫২
ভাঙ্গন বলেছেন: রক্তিম কৃষ্ণচূড়া, আপনাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
ঈদ কাটুক আনন্দে।
৪৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৬
সায়েম মুন বলেছেন: ঈদ মোবারক
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৩
ভাঙ্গন বলেছেন: সায়েম, ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
ঈদ হোক বন্ধুত্বের সেতুবন্ধন।
৫০| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২
শূণ্য উপত্যকা বলেছেন: ঈদ মোবারক।
অট- একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। আপনাকে ভাইয়া ডাকব নাকি আপু?
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৫
ভাঙ্গন বলেছেন: হা হা হা
এতদিন পরে এই কনফি ???
...........
আমাকে কেন অনেকে রুকসানা বলে তাইতো?
বিস্তারিত জানতে ক্লিক করুন:
Click This Link
মন্তব্য নং -৬,৮,৯
Click This Link
মন্তব্য নং- ৫৫,৫৭,৮০
Click This Link
৫১| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: রুক্সানা ঈদের শুভেচ্ছ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৬
ভাঙ্গন বলেছেন: জীবু, ঈদ শুভেচ্ছা।
আম্মা অসুস্থ ছিল । ঈদের দিনও হস্পিটালে ছিলাম
এখন অবশ্য সুস্থ আছে।
হাত জোড় করে দোয়া মাঙো....
৫২| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৩
সাগর রহমান বলেছেন: ঈদ মোবারক
জলপিঁড়ি ঝুলে থাক রসুই ঘরের খোঁপে।
কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৮
ভাঙ্গন বলেছেন: সাগর
সাগর
...এতদিন কোথায় ছিলেন?
.........
ঈদ মোবারক।
৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
মেহেরুবা বলেছেন: কেমন আছেন? ঈদ কেমন কাটলো?
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৯
ভাঙ্গন বলেছেন: মেহেরুবা, ঈদ তেমন আনন্দে কাটেনি। আম্মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।
ঈদ হাসপাতালেই কেটেছে।
.............
এনিঅয়ে, ঈদ মোবারক।
৫৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এ লেখার সুরই অন্য স্কেলের। অনেক মোলায়েম, একইসাথে প্রচন্ডরকম জীবিত আর তীক্ষ্ণ!
তয় কবি লেখালেখিতে কৃপণ হয়ে গেছেন মনে হয়। পোষ্ট দ্যান না...
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৯
ভাঙ্গন বলেছেন: হ্যালো রিজ!
আপনাকে ধন্যবাদ । ব্লগময় আপনাদের দুরন্ত পদচারনা,সত্যি মুগ্ধ হয়েই লক্ষ্য রাখি।
কৃপণতা নয় রিজ! আসলে ব্যস্ততায় আঁটসাট বাঁধা পড়েছি। তবু আপনাদের ভাল ভাল লেখাগুলো পড়তে চুপচাপ পড়ে থাকি একপাশে।
মানে ঝুলে থাকি আর কি!
.......
৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
অনেক দিন পর লিখলেন! কবিতা দিয়ে অনেক দিন পর ফেরাটা চমৎকার!! তয় এর পরের পোষ্ট দিতে লেট হইতাসে বৈলা আল্টিমেটাম দেয়া হৈল!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩১
ভাঙ্গন বলেছেন: হা হা হা
আলটিমেটাম প্রত্যাহার করে আমাকে হাঁফ ছেড়ে বাঁচতে দেয়া হোক!
৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হে হে,
মিশু ভাই পোষ্ট না দিবার জন্য আলটিমেটাম দ্যায় দেখি! নিজে কই থাকে হিসাব নাই!
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯
ভাঙ্গন বলেছেন: ঠিক ঠিক!!
৫৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৭
স্বদেশ হাসনাইন বলেছেন: ছন্দ ও ভাবের যাদু - ধন্যবাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১
ভাঙ্গন বলেছেন: হাসনাইন
৫৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৭
হিরম্ময় কারিগর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ জানবেন হিরম্ময় কারিগর।
ভাল থাকবেন।
৫৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩১
স্বদেশ হাসনাইন বলেছেন: বেশ কয়েকবার মন্তব্যের পর মনে হলো উদ্ধৃতি করা কি উচিৎ ছিল কিনা। পুরো ফ্লোটাই এর প্রাণ - সেই সিন্ধুর কিম্বদন্তী ঝুলে লালা মাসকেলান্দারের একাকী দুলে যাওয়া ছন্দটা আলাদা করে খুলে খুলে বিছিয়ে দিলে আলোক তরঙ্গ নিউটনের পরীক্ষার মতো মুহুর্তে স্হির কণিকা হয়ে যায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৮
ভাঙ্গন বলেছেন: ওরে বাপ্রেহ! কীসব নিউটন,আলোক তরঙ্গ ফোয়ারা ছুটছে রে
..............
এত কঠিন সুন্দর করে মন্তব্য দেবার জন্য আপনেরে বখশিশ দিলাম 'ধইন্যা'!
৬০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়।
লাইনটি বেশ লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৩
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ রইল 'বৃষ্টি ভেজা সকাল'।
৬১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৩
ভাঙ্গন বলেছেন:
৬২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৪
টানজিমা বলেছেন: ভালা অয় নাই....
ডান্সটোন রে পেলাচ.......
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৪
ভাঙ্গন বলেছেন:
৬৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অর্ধ-শতক হাঁকানোর জন্য অভিনন্দন !!!!
দারুন লাগলো কবিতা। অমীমাংসিত জীবনের দারুন ছবি এঁকেছেন !
ঈদের বিলম্বিত শুভেচ্ছা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৮
ভাঙ্গন বলেছেন: আরেহ কবি! কত অর্ধশত পার হইয়ে গেল। কাটাকুটি,ড্রাফট!!
.............
আপনাকেও আবার শুভেচ্ছা।
৬৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২২
চতুষ্কোণ বলেছেন: এই কবিতাটা আর কয়দিন ঝুলবে ঈদের শুভেচ্ছা (বাসি)
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১
ভাঙ্গন বলেছেন: 'এইটা ঝুলে থাকা নুটিশবোট কোবতে'....
বর্গক্ষেত্র..............!!!
৬৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৭
শায়মা বলেছেন: গান শোনো
Click This Link
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০
ভাঙ্গন বলেছেন: ....
বুঝি ওই রাত পোহালো
বুঝি ওই রবি'র আলো
আবেশে দেখা দিল গগণ পারে ...
সমুখে ওই হেরে পথ
তোমার কী রথ পৌঁছবেনা মোর দুয়ারে ....!!!(দীর্ঘ নিঃশ্বাসের ইমো হইবেক)
৬৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
ইউনুস খান বলেছেন: ৩১। ভালো থেকো রুকু। কবিতা ভালো হৈছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৮
ভাঙ্গন বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা প্রিয় খানে খান ইউনুস খান!
৬৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫০
এ.কে. শারমিন বলেছেন: ভাল লাগ্লো। সুন্দর কবিতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৫
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ শারমিন।
ভাল লাগল,আপনি পড়েছেন বলে।
৬৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
=============================
টানটান লেখা ! দারুন !
কেমন আছেন , ভাঙন ? সব ভালো ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৭
ভাঙ্গন বলেছেন: হ্যালো এপু, আপনি কেমন আছেন বলেন?
অনেকদিন পর আপনাকে পেলাম।
.............
আমি ভাল আছি।
৬৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
রাজসোহান বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
ভাঙ্গন বলেছেন:
৭০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৯
হানিফ রাশেদীন বলেছেন: কী খবর লেখালেখির? কেমন চলছে? কী পড়ছেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৯
ভাঙ্গন বলেছেন: ভাল চলছেনা।
তেমন কিছু হাতে নেই।
পড়ছিনা।
ব্যক্তিগত ব্যস্ততাই এখন প্রায় নিত্য সঙ্গী।
...........
আপনি ভাল আছেন তো?
৭১| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা আছে
২১ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
ভাঙ্গন বলেছেন: মাসুম,অনেক ধন্যবাদ জানবেন।
৭২| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৫৩
অন্ধ আগন্তুক বলেছেন: জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
আষ্টেপৃষ্টে বাধা পড়া সময়যাপন , স্বপ্নদহন আর যাপিত জীবন ।
ভালো লাগা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
ভাঙ্গন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল অন্ধ আগন্তুক!
৭৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
প্রতীক্ষা বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়
কবিতা পড়ে এখন আমারও ঝুলতে ইচ্ছে হচ্ছে!
আপু ভালো আছেন?
২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
ভাঙ্গন বলেছেন:
ভাগো....
তোমারে চিনি নাই।
৭৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬
প্রতীক্ষা বলেছেন: এত রাগারাগি ভালো না! বদ হজম হবে!
২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
ভাঙ্গন বলেছেন: কই গ্যাছো? পলাও ক্যান?
স্বরুপে ফেরতা আসো!
৭৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৪
সরল মানুষ বলেছেন: ভাল লাগলো
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৪
ভাঙ্গন বলেছেন: অনেক ধন্যবাদ সরল মানুষ।
৭৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৬
মেহবুবা বলেছেন: ঝুলে থাকা নিয়ে কবিতা ।
সব ঝুলে আছে , আমি আমরা ঝুলে আছি ;
ঝুলে আছে ভবিষ্যৎ ,
ঝুলে আছে প্রত্যয় ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৫
ভাঙ্গন বলেছেন: ঝুলে আছে আকাশ!
ভাল থাকুন সব সময় আপু!
৭৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩২
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: এবার নতুন কিছু ঝুলান।
২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
ভাঙ্গন বলেছেন: আমিই ঝুলে পড়লাম আপাতত
হাঃ হাঃ হাঃ
৭৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬
সোমহেপি বলেছেন: বিরতি ভাল নয়।
কবিতা তাই কয়।
মোটামোটি লাগলো
২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ সোম।
৭৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০১
আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছেন?দিনকাল কেমন যায়?
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
ভাঙ্গন বলেছেন: এইতো!
আপনার খবর ভালতো?
৮০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৮
জসিম বলেছেন: ভাঙ্গন কি গভীর!! এখনো ঝুলতেছেন।
নতুন পোস্ট আসছে ? কবে..
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৫
ভাঙ্গন বলেছেন: হাঃহাঃহাঃ
অনিচ্ছায় ঝুলে আছি !
৮১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
প্রবাসী রনি বলেছেন:
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
আসলেই জীবন টা ঝুলে আছে। কবে হবে এর সমাধান।
কেমন আছেন আপনি?
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
ভাঙ্গন বলেছেন: হেই রনি! কি খবর?
অনেকদিন পর...!
৮২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪০
পল্লী বাউল বলেছেন: ডিং
আমিও ঝুলে আছি..............
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬
ভাঙ্গন বলেছেন: হ্যালো ঝুলন্ত ...!
কোন শাখায় ঝুলে আছেন এতদিন?
........
ভাল থাকা হয় যেন!
৮৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৮
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: সুন্দর কবিতা।++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০০
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ আদনান।
৮৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৫
কমুনা বলেছেন: এইযে রুক্সানা খালাপু কিমুন আচেন গো চেনা যায় কি ? থাক কমুনা
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৮
ভাঙ্গন বলেছেন: ঐ, হিন্টস দ্যাও। নইলে কইলাম ফুটাইয়া দিমু...
৮৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৯
বেদ্দপ বলেছেন: হ্যালো মিস্টার রুক্সানা কেমন আছেন ? কবিতাটা নিয়ে গেলাম
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২০
ভাঙ্গন বলেছেন: বেদ্দপ!!!!
কি অদ্ভুত সুন্দর একটা নিক:B
হাঃহাঃহাঃ
অনেক ধন্যবাদ !
৮৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০০
শ।মসীর বলেছেন: ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৪
ভাঙ্গন বলেছেন: শামসীর যে!! পথিক কি পথ হারাইয়াছে
অনেক ভাল লাগল আপনাকে দেখে।
৮৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৩
বেদ্দপ বলেছেন: ধন্যবাদ!তবে ভাঙ্গনের মাঝে যে এক অদ্ভুত মাদকতা লুকিয়ে আছে!
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৬
ভাঙ্গন বলেছেন: কী ভীষন আপ্লুত!!
আমার পাশের কেউ,হয়তো ঠাওর করা যাইতেছেনা
এনিঅয়ে,সব সময়ের শুভ কামনা।
৮৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০২
রাজসোহান বলেছেন: আধখানা মন্দ ছেলে
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
ভাঙ্গন বলেছেন: তোমার কি হইছে?
ব্লগ কম কম দেখি কেন?
শরীর ভালোতো নাকি?
৮৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৭
রাজসোহান বলেছেন: পার্টটাইম জব পড়াশুনা , একেবারে ছেড়াবেড়া অবস্থা !
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৩
ভাঙ্গন বলেছেন: তবে পড়াশোনাটা ফার্স্ট রাইখো!
ভাল থাইকো!
৯০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০
মিরাজ is বলেছেন:
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
ভাল লাগা কবি.........
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৬
ভাঙ্গন বলেছেন: অনেক ধন্যবাদ মিরাজ!
৯১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
নিমা বলেছেন: ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
চমৎকার লেখা
প্রতিটি কথাই সুন্দর ..
একটি কবিতায় হাজার গল্প লুকিয়ে থাকে
লেখকের গল্প জীবনের গল্প মানুষের গল্প মিলে হয় পরিপূর্ন কবিতা ....
আপনার বাড়িতে আগে ও চুপিচুপি কয়েকবার আসেছি
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
ভাঙ্গন বলেছেন: তাই নাকি? চুপি চুপি আসলেন। ধরা পড়লে কে বাঁচাবে?
.................
এনিঅয়ে,নিমা, অনেক ধন্যবাদ রইল।
৯২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১১
দীপান্বিতা বলেছেন: কি খবর...কেমন আছেন!
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
ভাঙ্গন বলেছেন: এইতো দিদি,আছি একরকম
৯৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৯
আহমেদ রাকিব বলেছেন: নতুন লেখা কই?
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩১
ভাঙ্গন বলেছেন: নাই নাই নাই!
ঝুলে থাক কবিতা!!
...........
৯৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: এখনও কবিতারা ঝুলছেই????
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
ভাঙ্গন বলেছেন: আহেম আহেম
...........
৯৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৩৬
সাগর রহমান বলেছেন: ঝুলে আছে নগরের তাবৎ মানুষ!
লোকাল বাসে, ছাদের কার্নিশে। ... খুব খুব ভালোলাগলো কবিতা ।।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
ভাঙ্গন বলেছেন: সাগর যে!
অনেকদিন পর।
ধন্যবাদ সাগর!
৯৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৬
কমুনা বলেছেন: কমুনা
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪১
ভাঙ্গন বলেছেন: মাইলাস@কমুনা
৯৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৮
আলী আরাফাত শান্ত বলেছেন: আছি আমোদেই,গ্রাজুয়েশন শেষ তাই ভ্রমনে দিন পার করতেছি!
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
ভাঙ্গন বলেছেন: আরেব্বাহ!
ভ্রমন শেষে আশা করছি 'ভ্রমনপোস্ট' পাবো!
৯৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
জাফরিন বলেছেন: এসেছিলাম হঠাং। বাংলা টাইপিং ভুলেই গেছি। আপনি ভালো আছেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
ভাঙ্গন বলেছেন: হেই!!
হ্যাঁ,মোটামুটি ভাল আছি।
শুভ কামনা আপনার জন্য।
৯৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০
সুরঞ্জনা বলেছেন: অনেক দিন পর ভাঙ্গনের কবিতা! খুব সুন্দর!
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
যে জীবনে পিঁপড়ের মতো ঝুলে আছি আমি।
যন্ত্রনায় কুকড়ে গেলেও ঝুলে থাকতে হবে।
ঝুলে থাকাই যে নিয়তি।
ভালো থেকো ভাঙ্গন ভাইয়া।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৭
ভাঙ্গন বলেছেন: অনেক ভাল থাকবেন আপু।
অনেক।
১০০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:০৮
বেদ্দপ বলেছেন: হ্যালো মি.রুকসানা খালাপু
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
ভাঙ্গন বলেছেন: হ্যালো.....(আপনার নিক' উচ্চারণ করা থেকে বিরত থাকলাম!)
:>
১০১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৯
ম্যাভেরিক বলেছেন: কবিতা বুঝি কম, কিন্তু এটি মনে হয় বুঝলাম। এ কারণেই আপন মনে হলো খুব।
ভাঙ্গনের গল্পের মতোই কবিতা অনন্য মানবীয়, কবি'র নিঃশ্বাস পাওয়া যায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯
ভাঙ্গন বলেছেন: 'অবুঝ কবিতা' লিখে কী করুম? যদি অধিকাংশে না বোঝে
............
আপনার মন্তব্য অপ্রত্যাশিত!
আর 'অপ্রত্যাশিত' কিছু মানুষ পেলে যে অনুভূতি হয়,এখন সেটাই!
১০২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৮
ঘাসফুল বলেছেন: ঝুলা ঝুলি শ্যাষ হয় নাই...?
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
ভাঙ্গন বলেছেন: ভায়া,আরো কিছুদিন ঝুলবো!
তবে এনিঅয়ে শুভেচ্ছা বিনিময়মূলক হলেও আপনার একটা পোস্ট দেয়া উচিত!
নাকি ??
১০৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১০
আহাদিল বলেছেন: ঝুলে আছে নগরের তাবৎ মানুষ!
লোকাল বাসে, ছাদের কার্নিশে।
আমিও ঝুলে গেলাম কবিতা পড়তে এসে। সুন্দর প্রকাশ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ আহাদিল!
সুন্দর মন্তব্যের জন্য।
১০৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪
সামিউর বলেছেন: ভাঙ্গন ভাইয়া কেমন আছো? ব্লগে খুব কম আসি, তাই খোজ খবর নিতে পারিনা। নতুন পোস্ট আসছেনা কেন? তারাতারি নতুন কোনো পোস্ট দাও...।
ভালো থেকো...............।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৩
ভাঙ্গন বলেছেন: তুমি ভাল আছো। এটাই ভালো খবর।
নিরন্তর ভাল থেকো।
লিখবো কিছু নিশ্চয়ই।
১০৫| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:৫৯
পাথুরে বলেছেন:
ফুল,পিঁপড়ে,সবুজ পাতারা ঝুলে থাক।
ঝুলে থাক নিয়ন আলোর মশাল।
নুয়ে থাক তোমাদের প্রকান্ড মস্তক।
জলপিঁড়ি ঝুলে থাক রসুই ঘরের খোঁপে।
কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়।
ভাইডি! বারবার পড়লাম। উচ্চ থেকে উচ্চস্বরে..
ক্লাস!
০২ রা অক্টোবর, ২০১০ রাত ৮:০৬
ভাঙ্গন বলেছেন: হ্যালো হ্যালো পাথুরে ফুল!
ভাল আছেন কি না?
১০৬| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ৮:১৯
পাপতাড়ুয়া বলেছেন: ঝুলে থাকা চমৎকার একটা ব্যপার।দীর্ঘশ্বাসের মত।যান্ত্রিকতার মত।সুরের মত।সৌন্দর্য্যের মত।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ৮:৩৯
ভাঙ্গন বলেছেন: দ্যূতিময় পাপের মত!
১০৭| ০৩ রা অক্টোবর, ২০১০ ভোর ৫:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অবাক হই..............কি দারুণ করে ভাবতে পারা।
অনেক সুন্দর লেখা।
মুগ্ধতা ।
ভালো থেকো ভাঙ্গন........
লেখায় থেকো।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:১৪
ভাঙ্গন বলেছেন: আপু, অনেক ধন্যবাদ রইল।
ফ্যামিলির সবাইকে নিয়ে ভাল থাকবেন।
১০৮| ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:০২
রেজোওয়ানা বলেছেন:
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:২১
ভাঙ্গন বলেছেন: হ্যালো রেজো'পু
১০৯| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:২৪
ইউনুস খান বলেছেন: কবিতা সুন্দর হৈছে।পিলাচ+
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:২৮
ভাঙ্গন বলেছেন: ঐ মিয়া?
ফাঁকিবাজি মন্তব্য দিলে কিন্তু কইলাম খপর আছে
কমেন্ট নং ৬৬ দেখেন।
আর মনোযোগ দিয়া কবিতা পইড়া সারমর্ম কইয়া যান
১১০| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:২০
পাথুরে বলেছেন: আছি..
০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
ভাঙ্গন বলেছেন: ভাল থাকা হয় যেন!
১১১| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২১
জেরী বলেছেন: টাইটেলটা ঝুলে থাকা কবিতা না লিখে ঝুলন্ত কবিতা দিলে কেমন হত?
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৮
ভাঙ্গন বলেছেন: ..... 'ঝুলন্ত কবিতা' নামে জেরীপু একটি কবিতা লিখবেন বলে আপনার উক্ত নামটি দেয়া হয়নি
তাত্তাড়ি ল্যাখেন!
১১২| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: এই যে মাসিক পোস্টদাতা, অক্টোবরের পোস্টের কি অবস্থা?
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৪
ভাঙ্গন বলেছেন: কি যে করি!
দিন শেষে ভাবতে ইচ্ছেই করেনা।
আপাতত পাঠক হয়ে থাকি
১১৩| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩২
হানিফ রাশেদীন বলেছেন: নতুন লেখা না দিলে, মাইনাস দেয়ার হুমকি দেয়া হলো।
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৫
ভাঙ্গন বলেছেন: মাইনাসে ডরেনা বীর(!)
১১৪| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:০০
রাজসোহান বলেছেন: ৩ দিন ধরে ৮ টা রিপোর্ট শিট শেষ করে এখন খুব ঘুম ধরতেসে মনে পড়ল ৩ দিন ঘুমাইনি , ঘুমাইতে গেলাম , ভালো আছ,ভাঙ্গন ডি?
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩০
ভাঙ্গন বলেছেন: বলো কী???
তিনদিন ঘুমাওনি?
হুমম তুমিতো ইনসোমনিয়াক ক্লাবের সক্রিয় সদস্য।
অথচ দেখ, আমি ভীষণ ঘুম কাতুরে। শু'লেই ঘুম আসতে আমার ৫মিনিটও লাগেনা।
..........
ঘুমাও!
১১৫| ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৪
রাজসোহান বলেছেন: যদিও অনেকের কাছে ফুয়াদের গান ভালো লাগে না , কিন্তু গতিময় এই শহরে গানটাই অন্যরকম লাগছে আমার , কত বাস্তব একটা কথা ! তাই না ? ব্যস্ত জীবন গতিময় শহর , এই একটা লাইনের জন্যই গানটা বারবার শুনি । মিউজিক টাও আমার সাথে মানিয়ে গেছে ।
গতিময় এই শহরে
আমি বিজনে খুঁজি তোমায়
যেখানে যাই আছ ঘিরে
তুমি আছ ঘিরে এই আমায় ।
ক্লান্ত আমি ক্লান্ত পথিক
হেটে যাই মানুষেরই ভিড়ে
অশান্ত সয় না
সয় না যে একা থাকা ।
গতিময় এই শহরে
আমি বিজনে খুঁজি তোমায়
যেখানে যাই আছ ঘিরে
তুমি আছ ঘিরে এই আমায় ।
এত কাছে আছ তাও দূরে
ভালবাস কেন গোপনে ।
এত কাছে আছ তাও দুরে
ভালবাস কেন গোপনে ।
হৃদয়ে যে আঁধার ছিলো
আমি সাজিয়েছি এই পূর্নিমায়
(এই পূর্নিমায় )
হৃদয়ের কালো কষ্ট গুলো
আমি ঢেকেছি সুখের ছায়ায় ।
এত কাছে আছ তাও দূরে
ভালবাস কেন গোপনে ।
এত কাছে আছ তাও দুরে
ভালবাস কেন গোপনে ।
নির্ঘুম রাত্রি কাটে
তোমার আমার স্বপ্ন দেখে
(স্বপ্ন দেখে )
কবে পাব আমি তোমাকে
কবে আলো ছড়াবে এই জীবনে ।
সময়ের যত বিষাদ ছিলো
আমি উড়িয়েছি এই আকাশে
(এই আকাশে )
শান্ত করা কত দিনের কাছে
লুকিয়েছি নিজেকে ।
এত কাছে আছ তাও দূরে
ভালবাস কেন গোপনে ।
এত কাছে আছ তাও দুরে
ভালবাস কেন গোপনে ।
সমাজের সব বাধা ছিঁড়ে
যেতে চাই দূরে
তুমি আমি দুজনে
শুধু দুজনে !
এত কাছে আছ তাও দূরে
ভালবাস কেন গোপনে ।
এত কাছে আছ তাও দুরে
ভালবাস কেন গোপনে ।
গানটা যেখানে আছে সেই সাইট ওপেন হইতাসে না নৈলে লিঙ্ক দিতাম , তবে গুগলে gotimoy ei shohore লিখে সার্চ দিলে পাবা , তবে দেইখো আবার রিমিক্স টা নামাইওনা , তাহলে গানটা পুরাই বিচ্ছিরি লাগবে
০৭ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৮
ভাঙ্গন বলেছেন: সোহান,এইবার বোঝো ব্যস্ততা কাহাকে বলে!
আর গতির সংজ্ঞা কি
...........
আমি ফুয়াদের অনেক গান পছন্দ করি। শুধু ফুয়াদের না,যে কোন সিঙারের যে গানটা ভাল,সুন্দর,হৃদয়গ্রাহী-সেটা আমি পছন্দ করি।
এ পর্যন্ত হৃদয় খানের যে ২টো গান আমার ভাল লেগেছে তার একটা হলো ..
...তুমি যদি আমায় কাছে এসে....
আরেকটা হলো..
অনুরনণ...(এইটা বেশী ফেভারিট)
আর ফু'র গান আমার ল্যাপিতে আছে,এবং গতিময়' গানটা অবশ্যই আছে।
তবে জীবনের ছকের সাথে মিলে গেলেই সে গান বা কবিতা প্রিয় হয়।
অন্তত: তোমাকে দেখে সেটা বোঝা যায়
...........
ভাল থাকবা!
১১৬| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৩
ইলা বলেছেন: কবিতা আমায় েতমন টানে না। তার পরও পড়লাম। বেশ ভাল লাগল। কবিতার বোঝা ভাষা আমার জন্য দায় হয়ে যায়। আজ কাল তেমন ব্লগে আসা হয় না। মাঝে মাঝে ঢু মারি। তখন দেখি এরা কেউই আমার সময়কার নয়। মনে হয় তেমন একজন আপনিও।
০৭ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৬
ভাঙ্গন বলেছেন: আমার ব্লগের বয়স ২বছর ২মাস চলছে। তবে আপনার নিকটা চেনা আছে।
যদিও আপনার সময়কার না,তবুও ব্লগে বিচরণ করলে নতুন-পুরান-মধ্যম পুরান,অনেকের সাথেই ইর্ন্টাঅ্যাকশন তৈরী হলে নিশ্চয়ই ব্লগ আনন্দময় হয়ে ওঠবে।
নিয়মিত হোন না!
১১৭| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৬
ওমর নাসিফ বলেছেন: জীবন তো ঝুলেই ছিল, কিন্তু সচেতন ভাবে চিন্তা করিনি বোধ হয়। আপনি তো একেবারে কান ধরে দেখিয়ে দিলেন!
দিলেন তো ভুলে থাকার শান্তি নষ্ট করে
০৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
ভাঙ্গন বলেছেন: 'আমারে দেবোনা ভুলিতে'।
তা থাকেন কই? ব্লগে অনিয়মিত হলে কিন্তু মাইনাস!
.........
অনেক ভাল থাকবেন। ভাঙ্গনকে যে মনে রেখেছেন,এতেই ভাঙ্গন কৃতজ্ঞ।
১১৮| ০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪
মাহী ফ্লোরা বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫০
ভাঙ্গন বলেছেন:
১১৯| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০
হয়তোবা ঘাসফড়িং এখনো বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫২
ভাঙ্গন বলেছেন:
১২০| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩
হয়তোবা ঘাসফড়িং এখনো বলেছেন: মনে হচ্ছে ভালো হয়েছে সরল আর আরামদায়ক মনে হচ্ছে
++
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৭
ভাঙ্গন বলেছেন:
১২১| ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৯
মোঃ অভি বলেছেন: ভাই খুব খারাপ লিখেছেন........!!!!
আর আপনার এতো খারাপ লেখা দেখে আমার খুব হিংসে হচ্ছে,কেন বলুনতো,,,,,,,?
ভাল লাগা থেকে হিংসার জন্ম.......সত্যি এক অন্যরকম ভাল লাগা আমাকে গ্রাস করেছে...আর সে ভাল লাগা থেকে হিংসা......!
আপনাকে -(বিয়োগ) দিতাম....কিন্তু....!
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০০
ভাঙ্গন বলেছেন: হা হা হা
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অভি!
১২২| ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫০
ইমন জুবায়ের বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০২
ভাঙ্গন বলেছেন: ইমনোপিডিয়া
১২৩| ০৯ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
বেশ কয়েকবার পড়লাম।
অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
ভাঙ্গন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুল।
ভাল থাকবেন আশা করছি।
১২৪| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৪৩
রাজসোহান বলেছেন: আইয়ুব বাচ্চুর একটা গান , জোশ লাগতেসে শুনতে
বিতৃষ্ণা জীবনে আমার
ঘিরেছে এ মন জুড়ে
ফিরিয়ে নেয়া সে দুচোখ তোমার
চেয়েছিলো কি জানি না ।
সেই প্রথম দিনের চোখের দেখায়
ফুলের প্রহর তুমি এনেছিলে
সেই প্রথম দিনের চোখের দেখায়
ফুলের প্রহর তুমি এনেছিলে
তুমি আলতো হাতের পরশ রেখে
বলেছিলে ভালবাসি
সেই ছলনারই অন্তরালে
চেয়েছিলে কি জানি না।
বিতৃষ্ণা জীবনে আমার।
সেই তোমার হাসির কি মিষ্টি আলোয়
আঁধার আমার তুমি সরিয়ে নিলে
সেই তোমার হাসির কি মিষ্টি আলোয়
আঁধার আমার তুমি সরিয়ে নিলে
তুমি মুক্ত রাশি ছড়িয়ে দিয়ে
সাজিয়েছিলে স্বর্গখানি
সেই মিথ্যে খেলার মাঝে
লুকিয়েছিলো কি জানি না।
বিতৃষ্ণা জীবনে আমার।
বিতৃষ্ণা জীবনে আমার
ঘিরেছে এ মন জুড়ে
ফিরিয়ে নেয়া সে দুচোখ তোমার
চেয়েছিলো কি জানি না ।
গানের সুরকার ছিলো লাকি আখন্দ , অনেক সাধারন কথা কিন্তু সুরের মুর্ছনায় অনেক অসাধারন হয়ে উঠেছে গানটা
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২১
ভাঙ্গন বলেছেন: শোনো,তোমার বদলে যাওয়া আমি প্রত্যক্ষ করছি। ওভার নাইট,সোহান!
এভাবে বদলে যাওয়ার দিন কী সত্যি তোমার হয়ে গেছে?
তোমাকে দুরন্তপনাতেই মানায়।
................
ভাল থেকো।
১২৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩১
মোঃ অভি বলেছেন: ধন্যবাদ দিয়ে কাজ হবেনা,আসবেন কিন্তু আমার ব্লগে....যদিও তেমন আয়োজন নেই,তবুও আসবেন,,,,,গরীব হলেও আমি অতিথি পরায়ণ.....শুভ কামনা রইলো..
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৩
ভাঙ্গন বলেছেন: অবশ্যই অবশ্যই অভি।
যাবো এবং যাচ্ছি
১২৬| ১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩১
মোঃ অভি বলেছেন: আমি খুবই দুঃখিত....ভুলে আমার কবিতাই আপনার মন্তব্য ডিলেট হয়ে গেছে....আপনার প্রশ্ন ছিল আমি কাজী কিনা...? হ্যা আমি কাজী তোফাজ্জ্বল হোসেন...ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
১২৭| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আর কত ঝুলে থাকা রুক্সানা
দাও কিছু একটা,
দিল হোক ফানা ফানা ....
১২৮| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
সায়েম মুন বলেছেন: ভচ! আপনে খুবই নিষ্ঠুর হয়েছেন
১২৯| ১৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: এখনও ঝুলে আছো!!!
১৩০| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪০
পাহাড়ের কান্না বলেছেন: এই ঝুলে থাকা কবিতা কি অনন্তকাল ধরে ঝুলবে??
১৩১| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ২:৫৯
টানজিমা বলেছেন: আর কতকাল ঝুলবেরে ভাংগন........
১৩২| ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: এখনো কি ঝুলেই আছেন?!!
কেমন আছেন কবি?
১৩৩| ১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৮
জুন বলেছেন: আর কত ঝুলবে ভাঙ্গন দড়ি ছিড়ে কি এখোনো পরো নাই
১৩৪| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫
আহসান জামান বলেছেন:
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল
ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল
চমৎকার ..
১৩৫| ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৪
নাজমুল আহমেদ বলেছেন: আছো কিরাম হে কিউট কণ্যা!!
১৩৬| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৩
প্রবাসী রনি বলেছেন: ৫-৩০-২৩ কবিতাটা এখনো ঝুলে আছে এর কি ঝোলা শেষ হবে না,,,,,,,,,,,,,,,,, ভাঙ্গনদি ?
১৩৭| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৮
সায়েম মুন বলেছেন:
১৩৮| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৯
সেজুতি_শিপু বলেছেন: ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
-----কাব্যময় সুন্দর ঝুলে আছে কবিতা জুড়ে।
ভাললাগা নিয়ে গেলাম ।
আরও সুন্দর কবিতার জন্য আবেদন ঝুলিয়ে রেখে ।
১৩৯| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৩
সেজুতি_শিপু বলেছেন: ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
-----কাব্যময় সুন্দর ঝুলে আছে কবিতা জুড়ে।
ভাললাগা নিয়ে গেলাম ।
আরও সুন্দর কবিতার জন্য আবেদন ঝুলিয়ে রেখে ।
১৪০| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৮
ছায়াপাখির অরণ্য বলেছেন: নতুন লেখা কই??
১৪১| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আর কতদিন ঝুলে থাকবেন ??
১৪২| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৮
ছায়াপাখির অরণ্য বলেছেন: রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আর কতদিন ঝুলে থাকবেন ??
১৪৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪৭
রথে চেপে এলাম বলেছেন: একটা প্লাস ঝুলাইয়া দিলাম
অনেক সুন্দর কবিতা
১৪৪| ১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৫
সায়েম মুন বলেছেন:
১৪৫| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৯
শূণ্য উপত্যকা বলেছেন: ঈদ মোবারক। শুভেচ্ছা।
১৪৬| ২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৫
সায়েম মুন বলেছেন:
১৪৭| ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
নাজমুল আহমেদ বলেছেন: এক দেশে এক আধাখান ভালো পুলা ছিল, সে ভালো কবতো ও লিখত
১৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০১
প্রতীক মণ্ডল বলেছেন: বেশ ভালো লাগলো ভাঙন। তবে প্রথম স্তবকে 'ভীষণ' শব্দটা সরিয়ে পড়তেই ভালো লাগছে বেশি।
১৪৯| ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৬
সোনালীডানা বলেছেন: জেডারেঊঊঊঊঊঊঊঊঊই.........
১৫০| ০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৭
সায়েম মুন বলেছেন:
১৫১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪২
চতুষ্কোণ বলেছেন: রুক্সানারে মিসাই! কৈ গেলু সে?
১৫২| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
১৫৩| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
১৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৯
হানিফ রাশেদীন বলেছেন: অনেকদিন পর প্রথম পাতায় দেখলাম, কী খবর ভাঙ্গন ভাই? গল্প কবে পাবো? ...রিপ্লাই দেখেছেন তো?
১৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১২
আকাশটালাল বলেছেন:
১৫৬| ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৭
মেহবুবা বলেছেন: আমার আজকের গানের পোষ্টে হেলো করে এসেছো দেখে বড় আশা করে এসেছিলাম , নতুন পোষ্ট নেই কেন ?
১৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৭
রোডায়া বলেছেন: ঝুলে থাকা কবিতা দারুণ ভালো লাগলো৷
১৫৮| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
রেজওয়ান তানিম বলেছেন: Click This Link
১৫৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:২২
আইরিন সুলতানা বলেছেন: ঝুলে থাকা অনুভূতি, ঝুলে থাকা দৃষ্টি ... ঝুলন্তবোধ নিয়ে কবিতা বেশ লাগল।
১৬০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:২৪
আর.এইচ.সুমন বলেছেন: ঝুলে থাকা কবিতা ভাল লাগলো ........
১৬১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১
ভাঙ্গন বলেছেন: সবাইকে অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতাসহ বিনীত ধন্যবাদ। আলাদা করে আর রিপ্লাই দিলাম না।
*জীবু,সায়েম,পাকা,শায়মা,আইরিন সুলতানা,সুমন,তানিম,রোডায়া ভাই,মেহবুবা আপু,রাশেদীন ভাই,নাজুপা,প্রতীক,আকাশটালাল,চতুষ,সোডা,তানিয়া,শূণ্য,রক্তিম,জুনাপু,সেঁজুতি,রনি,আহসান জামান,বোহেমী এবং টানজিমা-সবাইকে শুভ কামনা।
.............
ভাঙ্গন
১৬২| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫
সুনীল সমুদ্র বলেছেন:
কবিতার পরতে কবি'র নিঃশ্বাস ঝুলে আছে।
ঝুলে আছে ভীষন তৃষ্ণার্ত কাক, শহরের জড়ানো তারে।
ঝুলে আছে নগরের তাবৎ মানুষ!
অসম্ভব সুন্দর কবিতা ভাঙ্গন।
চমৎকার লাগলো আপনার অনুভব,
কবিতার সুসংবদ্ধ পংক্তিমালা।
০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০
ভাঙ্গন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনাকে।
প্রিয় সুনীল সমুদ্র!
ভাল থাকা হয় যেন!
১৬৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২
চাঙ্কু বলেছেন: হ্যালু ভাংগাপা
০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
ভাঙ্গন বলেছেন: হাই জেডা!
১৬৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮
মেঘ_বালিকা বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন.
চমৎকার লাগলো
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১১
ভাঙ্গন বলেছেন: মেঘ বালিকা,অনেক ধন্যবাদ।
ভাঙ্গন ব্লগে স্বাগতম।
১৬৫| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩১
নাআমি বলেছেন: আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
কি চমৎকার!
"ঝুলে থাকা" নিয়ে এত সুন্দর লেখা হতে পারে আমার ধারনার বাইরে ছিল!
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০
ভাঙ্গন বলেছেন: অনেক অনেক বিনীত ধন্যবাদ নাআমি!
ভাঙ্গন কৃতজ্ঞতা জানায়!
..........
শুভ কামনা।
১৬৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ঝুলে থাকা ঝুলন্ত জীবন .... বাহ.. ভাল লাগল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২২
ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ রইল সৈয়দা আমিনা ফারহিন।
১৬৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫০
শত রুপা বলেছেন:
নুয়ে থাক
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৭
ভাঙ্গন বলেছেন: শত রুপা!
১৬৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৯
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল কবিতা ভাঙ্গন ।
আশা করি দেখা হবে আমার ঘরে - Click This Link
১৬৯| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৬
ঘাসফুল বলেছেন: নতুন লেখা চাই... নৈলে ব্লগে হরতাল ডাকলেও ডাকতে পারি...
(নট সিওর!)
১৭০| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
ঘাসফুল বলেছেন: হেপ্পি নিউ ইয়ার
১৭১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬
রুদ্র জাহেদ বলেছেন: কবিতার পরতে কবি'র নিঃশ্বাস ঝুলে আছে।
ঝুলে আছে ভীষন তৃষ্ণার্ত কাক, শহরের জড়ানো তারে।
ঝুলে আছে নগরের তাবৎ মানুষ!
লোকাল বাসে, ছাদের কার্নিশে।
বারান্দায় ঝুলে আছে জলছড়ানো তোয়ালে!
দারুণ কবিতা
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৫
তাজা কলম বলেছেন: ঝুল ঝুল ঝুল ঝুল।
আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল
ঝুলে থাকে অপলক চোখের তারায়।
জল মুছিয়ে নামাতে হয়
ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।
অনেকদিন পর তোমার কবিতা পড়লাম। দারুণ লিখেছো তো! +