![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ না অমানুষ? পর্বঃ ১ (ডাক্তার)
প্রায়ই শুনতে পাই ডাক্তাররা আর মানুষ নাই। অমানুষ হয়ে গেছে, কারন হিসেবে আসে অবহেলা, ভুল চিকিৎসা বা সেবার নামে এ ব্যবসা ইত্যাদি। চরম আকার ধারন করে যখন সাংবাদিক আর ডাক্তার মুখমুখি অবস্থান নেয়। পরিস্থিতি এমন যে, কোন বিবেচনা ছাড়াই গণহারে ডাক্তারদের অমানুষ, লোভী, কালো ব্যবসায়ী বলা হচ্ছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এ সমস্যার সমাধান কি?
না আমি ডাক্তার না, আর সমাধান দাওয়া আমার কাজও না উপরন্তু সমাধান আমার কাছে নাইও। কিন্তু আমার কাছে দুইটা দিক খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
একঃ বাংলাদেশ এ ষোল কোটির বেশি মানুষ। খুবই ঘনবসতিপূর্ণ একটা দেশ। বিভিন্ন কারনে রোগাক্রান্ত মানুষের সংখ্যাও অনেক বেশি কিন্তু ডাক্তারদের সংখ্যা অনেক কম। প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই অবস্থায় প্রায় প্রতিটি ডাক্তারকেই অনেক ছাপ নিয়ে কম সময়ে অনেক রোগী দেখতে হয় তার সাথে আছে প্রয়োজনীয় বাবস্থার অপ্রতুলতা। এত সীমাবদ্ধতার মাঝে পৃথিবীর সেরা ডাক্তারও কিছু ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল ভুলটা আমার ক্ষেত্রে হলেই শেষ, তখন আর হিতাহিত জ্ঞান থাকে না হয়ত থাকার কথাও না। কিন্তু অন্যদের ব্যাপার টা বুঝতে হবে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। কিভাবে আরও যোগ্যতা সম্পন্ন ডাক্তার তৈরি করা যায় টা নিয়ে ভাবার সময় এখন।
দুইঃ যারা ডাক্তার পেশায় আছেন বা আসতে চাচ্ছেন তাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই এত জনবহুল একটি দেশে আবেগের বশে বা উত্তজিত হয়ে এই পেশায় কাজ করা সম্ভব নয়। পেশাদারি মনভাব দরকার কিন্তু একজন ডাক্তার আর জন্য আরও বেশি দরকার সেবা করার মানসিকতা। এই পেশায় আশার জন্য মানুষের অভাব নেই কিন্তু টাকা উপার্জনের অনেক উপায় আছে।
সমস্যাগুলো আমাদের, আমাদেরই এগুলো সমাধানে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আমাদের দেশের বেশিরভাগ ডাক্তারগণ মানব সেবা কেই মুক্ষ হিসাবে দেখেন কারন এখনও মাঝরাতে ঘুম থেকে উঠে রুগি দেখতে যাওয়া খুবই সাধারন বিষয় তাদের জন্য। সহনশীলতা আর পারস্পরিক সম্মানবোধ আমাদের এই সমস্যার সমাধান দিবে ইন শা আল্লাহ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪
নূসরাত তানজীন লুবনা বলেছেন: আমাদের সকলেরই সচেতন হতে হবে ।
ভালো লাগলো ।