![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মসজিদে তারাবীহ নামাজের জন্য হাদিয়া উঠছে ৯০,৮০০ টাকা
তারাবীহ নামাজে আমাদের ইমাম(নেতা) ছিল ১৩ এবং ১৫ বছর বয়সের দুই এতিম হাফেজ।
হাদিয়ার টাকা থেকে উনাদের দুই জন পাইছেন জন প্রতি ৩০,০০০ টাকা কইরা, বাকী টাকা মসজিদের স্থায়ী ইমাম এবং এতেকাফের জন্য নির্বাচিত মুয়াজ্জিন কে দেয়া হইছে!
আজকে বিকালে আসরের নামাজের জন্য মসজিদে গিয়া দেখি এক অভাবনীয় দৃশ্য!
এলাকার এবং আশে-পাশের গরীব মিসকিন প্রায় অর্ধ শত ছেলে-মেয় মসজিদের সামনে ভিড় করে আছে, আর তাদের মাঝখানে দাড়িয়ে খেজুর এবং জিলাপি বিতরন করতাছে আমাদের তারাবীহ নামাজের দুই ছোট ইমাম!
আরো অবাক হয়ে গেলাম যখন দেখলাম কিছুদিন আগে এক্সিডেন্ট করে মারা যাওয়া এলাকার রিকশাচালক গনি মিয়ার দুই ছেলে আর দুই মেয়ের হাতে নতুন জামা কাপড় দেখে।
আমাদের দুই ছোট ইমাম প্রতিদিন বিকালে মসজিদের পাশের মাঠে বসে থাকতেন, আর সেখানেই খেলতে আশা এসব বাচ্চাদের সাথে তাদের পরিচয়, গতকাল তারা হাদিয়া পাইছে আর আজ সেই হাদিয়ার খুশি ভাগ করে নিলেন তাদের সাথে।
মসজিদে যতক্ষন ছিলাম ততক্ষন পলকহীন ভাবে তাকিয়ে ছিলাম দুই মাসুম হাফেজের দিকে! এক অদ্ভুত ভালো লাগা থেকেই হঠাৎ করে চোখ ভিজে গেছিল।
এই ভালো লাগা বর্ননা করবার মত নয়, কিছু ভালোলাগা প্রকাশ করতে নাই।
দুনিয়ার নজর লেগে যায়।
কালেক্টেড ফ্রমঃ রাসেদ খান
©somewhere in net ltd.