![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরবি উচ্চারন(Pronunciation) শিখা কেন এতো জরুরি:
ইংরেজির Pronunciation ঠিক করার জন্য আমাদের মেহনত ও চেষ্টার ১ ভাগ দিলেই আরবি তা ঠিক হয়ে যেতো। আমাদের ইচ্ছা শক্তির অভাবে আরবিটা কখনই মনের মত করে পড়তে পারাটা আর হয়ে উঠেনা, অথচ আরবির মাখরাজ এবং সিফত শিখে নিতে পারলে যেকোনো ভাষার Pronunciation শিখা সহজ হয়ে যায়। আরবি পড়তে শিখতে ১ মাস ও লাগে না, আমি নিজেই অনেককে দেখেছি ১ সপ্তায় আয়ত্ত করে ফেলেছেন।
আরবি সঠিক ভাবে পড়তে ও উচ্চারন করতে অবশ্যই একজন উস্তাদ লাগবে। তাই হিম্মত করে রমজানের বাকি কয়দিনেই তা শিখে ফেলুন।
মনে রাখা দরকার, নামাজ ভঙ্গের প্রথম কারণ, আরবি ভুল পড়া
অনেকে বলেন, বাংলায় আরবি লেখা দেখে পরলে কি সমস্যা, দেখেন,
জের এর উচ্চারন লিফট এর ি মতো আওয়াজ ই হল জেরের সহিহ উচ্চারন।লিফট কে কেউ লেফট বলেনা। পেশ এর ক্ষেত্রে টু(2), টু কে কেউ টো বলেনা।
জিম, জাল, ঝা(আরবিতে আলাদা আলাদা তিনটি হরফ, উচ্চারন হয় মুখের আলাদা আলাদা তিন জায়গা হতে, বাংলাতে কিভাবে এটাকে লেখা সম্ভব হবে)
(সদ,সিন,ছা--এই তিনটিও আলাদা হরফ, উচ্চারন হয় মুখের আলাদা আলাদা তিন জায়গা হতে)
অথচ, যখন বাংলায় আরবি লেখা দেখে পড়া হয়, তখন একসাথে সব মিলে মিশে জগা-খিচুড়ি হয়ে যায়।
এই হচ্ছে সমস্যা, ব্যাপক ভাবে অর্থ বদলে যায়, অনেক ক্ষেত্রে কুফরি কথাও চলে আসে।
আল্লাহ সুবহানুহতায়ালা আমাদের আমল করার তউফিক দান করুক
©somewhere in net ltd.