![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরা কুরাইস (শব্দে শব্দে)
হিসনে হাসিন কিতাবে আছে যে শত্রু অথবা বিপদের আশঙ্কা করে তার জন্য সূরা কুরাইস এর তিলাওয়াত নিরাপত্তার রক্ষা কবচ।তফসিরে মাঝহারীতে আছে,প্রত্যেক বালামুসিবত দূর করার জন্য এটা পরীক্ষিত ও অব্যথ।
কাযী সানাউল্লাহ রহ বলেন, আমি বারবার এর পরীক্ষা করেছি। খুব সহজ আমল, দেখে দেখে ১হাজার বার পরে ফেললেই হল,এক সাথে না পরলেও চলবে,ভেঙ্গে ভেঙ্গে কয়েকদিনে পড়লেও চলে, একাধিক মানুষ বসে পড়লেও হয়। আল্লাহ পাক তার কালাম দিয়েছেন ই তো আমাদের উপকার এর জন্য, কিন্তু আমরাই তো শেষ করলাম, শুধু বস্তু আর বস্তু। তাবীয আনো, ওষুধ আনো,পুলিশ ডাক, যেন আল্লাহ এইগুলো ছাড়া পারেননা। আল্লাহ পাক যেসব আমল বাতলিয়ে দিয়েছেন,তাকওয়া,তাওয়াক্কুল,নামাজ, ইস্তেগফার,এই আমল গুলো বিশেষ ভাবে শুধু মুসলমানদের দিয়েছেন,এইগুলোকে বলে ইয়াকিনি আসবাব। যেই বস্তু গুলো আমরা চোখে দেখি এগুলো গাইরে ইয়াকিনি আসবাব।এই আসবাব অবলম্বন করার হুকুম আছে, কিন্তু এর দ্বারা জরুরত পুরা করার কোন ওয়াদা নেই। এই আসবাব অবলম্বন করা সুন্নত,কিন্তু এই আসবাব এর উপর ইয়াকিন করা হারাম। এগুলোর মধ্যে আমাদের চাহিদা পুরা করার কোন কুদরত নেই, আল্লাহ তায়ালা কুদরতের দ্বারা আমাদের চাহিদা পুরা করেন, আসবাবকে জরুরত(চাহিদা) পুরা করবার জন্য বানানো হয় নাই
আসবাব সৃষ্টির উদ্দেশ্য ১) আসবাব দেখে এর বানানে ওয়ালার পরিচয় লাভ
২) আমাদেরকে পরীক্ষা করা, আমরা যেন আসবাবকে আরবাব(রবসমুহ) মনে না করি, যে এটা মনে করবে,সে তো পরিক্ষায় ফেল করবে, সে দ্বীনের কোন তাকাজা পুরা করতে জান-মাল পেশ করতে পারা তো দুরের কথা, যেকোনো কারনে নামাজ কাজা করবে। গুনাহ এর মধ্যে ডুবে থেকে বলবে, শান্তি পাই না, এই নাই, অই নাই, আরে ভাই, শান্তি আল্লাহ রাখছেন আল্লাহর হুকুম আর নবিজির তরিকা(নিয়ম)এর মধ্যে। পানি আছে সমুদ্রে, কেউ যদি যেয়ে খুজে মরুভুমিতে, কেয়ামত তাক খুজলেও পাইত না।
আমাদের এখতিয়ার(ব্যাবহার) করা বস্তু গুলো গাইরে ইয়াকিনি আসবাব, এটা উমুমি আসবাব যা মুসলমান-কাফের সবার জন্য সমান। মুমিন যেমন ফায়দা উঠাতে পারে, কাফেরও পারে। যার তকদীরে যতগুলো-যতটুকু লেখা আছে সে ততটুকু পেয়ে যাবে। মুমিনদের জন্য আল্লাহ তায়ালা খাস কিছু আমল রেখেছেন, এগুলো অবলম্বন করলে ওয়াদা আছে। এই খুসুসি আসবাব হতে সবচেয়ে বেশি ফায়দা উঠাতে পারে ইয়াকিন ওয়ালারাই(যারা ইমানের উপর মেহনত করে তা শিখেছেন, অথচ আমরা ভাবি ঈমান বুঝি শিখা লাগেনা,অথচ সাহাবিরা পর্যন্ত বলেন, আমরা প্রথমে ঈমান শিখেছি- তারপর কুরআন শিখেছি)ইয়াকিন তৈরি হবার একটি রাস্তা হল, হিজরত। দ্বীন শিখতে কিছু সময় বের করা
ডাউনলোড করে নিন
view this link
©somewhere in net ltd.