![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়েই ব্যবসা হয় এখন ..."মোহনা টিভি"তে দেখলাম নতুন এক লকেট বের হইছে নাম "আল্লাহ লকেট"। এই লকেট গলায় দিলেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এই লকেটের গুনগান করার জন্য এক অভিনেতারে আনা হইছে। ওই অভিনেতা নিজেরে অধিক কামেল বানানোর জন্য নকল দাঁড়ি লাগায়ে লকেটের গুনগান করতেছে ... বুঝেন অবস্থা।
-২৫০০ টাকা দিয়ে এই লকেট কিনলে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন।
-পরীক্ষায় পাশ নিশ্চিত
এক মেয়ে আবার কেঁদে কেঁদে বলতেছে,"আমার এতদিন বিয়ে হয় নাই, লকেট লাগানোর ৭ দিন পর কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে হয়ে গেছে"
(আমি মোটামুটি নিশ্চিত, এইভাবে কেঁদে কেঁদে আল্লাহ্র কাছে দোয়া করলে লকেট এর দরকার হইতো না)
তাও আবার বাজারের সব আল্লাহ লকেট কিনলে নাকি সুফল পাওয়া যায় না "টিটিএস ব্র্যান্ড এর আল্লাহ লকেট কিনতে" হবে ।
(এরা এখন আল্লাহ্র নামেরও ব্র্যান্ড বানায় দিছে )
সর্বশেষে,
কোনও ভালো ব্র্যান্ড এর লকেট এর দরকার নাই , প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ... সমস্যার সমাধান এমনেই হবে ... আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে যাবেন একদিন।
কালেকটেড:
২| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা ভারতীয় বিজ্ঞাপনের বাংলা ডাব করা। অবশ্য আমরা যে শর্টকাট মুসলিম আমাদের কেউ যে এই বিজ্ঞাপন করবে না তাও বলা যায় না। আল্লাহ আমাদের মাফ করুক। মুসলিম দেশে আল্লাহর নাম নিয়ে ব্যবসা বন্ধ করা উচিত।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আলী আকবার লিটন বলেছেন: আরও কত কি যে দেখতে হবে
৪| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
বিসকুট পাগলা বলেছেন: ধর্ম নিয়ে ভালয় ব্যবসা শুরু করেছে ভন্ডরা।
৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৮
হামিদ আহসান বলেছেন: অারও কী দেখব কে জানে ......?
৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১
এরিক ফ্লেমিং বলেছেন: এসব ভন্ডামী ব্যাপক অাকারে ছড়িয়ে পড়ার অাগে বন্ধ করে দেয়া উচিত।
৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
লাবু২২ বলেছেন: এদের দ্রুত পুলিশের হাতে তুলে দেয়া হোক। আর যাই হোক ধর্ম নিয়ে ব্যবসা, এটা মোটেই মেনে নেয়া যায় না।
৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১
শার্লক_ বলেছেন: সব যুগেই এরকম গাধা টাইপের মানুষ ছিল। এটা শিরক।
৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমাদের দেশে কনসিউমার রাইটস কোথায়? আমি মনেকরি এতে সরকারী হস্তক্ষেপ অত্যন্ত জরুরী।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
মহসিন উদ্দিন বলেছেন: আপনি যেই লকেট-এর কথা বলেছেন, সেই লকেট-এর তৈরী, নামকরণ ও বাজারজাতকরনে যাদের হাত রয়েছে তাদের আল্লাহ ক্ষমা করুক। কারণ লকেট-এর সাহায্যে সব কিছুর সমাধান হয়, এমন ধরনের কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে অনেকটা শিরকের মত কাজ করে। এবং নাস্তিকদের দলে পড়ে যায়। উক্ত লকেট ক্রয় করে ব্যবহার না করে আল্লাহর কাছে নিজের সমস্যার জন্য দোয়া চাওয়া অনেক ভাল এবং সঠিক কাজ। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। আমিন।