![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরআন পড়ার আদবঃআব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন : “তোমরা বালু ছিটানোর মত ও কবিতার আবৃতি মতন দ্রুত কুরআন তিলাওয়াত কর না।কুরআনের বিস্ময়কর বিষয়ের নিকট থামো এবং কুরআন দ্বারা তোমাদের অন্তরসমূহকে আন্দোলিত কর।
তোমাদের কারো সূরা শেষ করা-ই যেন তিলাওয়াতের মূল উদ্দেশ্য না হয়।
পূর্ববর্তী আসমানী কিতাবে আছে,
আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা,তোমাদের লজ্জা নেই, পথে চলা অবস্থায় যদি কারো চিঠি তোমাদের হাতে আসে,তোমরা পথের পার্শে চলে যাও এবং চিঠির এক একটি শব্দ পাঠ করো,তার কোন মর্ম ছাড়না,অথচ আমি তোমাদের কাছে আমার কিতাব নাজিল করেছি। এতে এক একটি বিষয় একাধিকবার পুঙ্খানুপুঙ্খরুপে ব্যাখ্যা করেছি, যাতে তোমরা তার দৈঘ্য-প্রস্থ হৃদয়ঙ্গম কর, কিন্তু তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও, আমি কি তোমাদের কাছে পত্রদাতার চেয়ে অধম হয়ে গেলাম? তার পত্র মনোযোগ সহকারে পাঠ কর, আর আমার কিতাবের প্রতি উপেক্ষা প্রদর্শন কর, তোমাদের কোন ভাই মাঝখানে কথা বললে তাকে থামিয়ে দাও।আমিও তোমাদের প্রতি অভিনিবেশ করি এবং তোমাদের সাথে কথা বলি, কিন্তু তোমরা মনে প্রানে আমার দিক থেকে বিমুখ থাক। আমার মর্যাদা কি তোমাদের ভাইয়ের সমানও নয়।(এহইয়া)
©somewhere in net ltd.