![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।
মজার একটা সত্য ঘটনা বলি । আমি তখন বেকার । মোটামটি যত বড় বড় কোম্পানি আছে সবখানে ইন্টারভিউ দেওয়া চলছে । জার্মানীর একটা স্কলারশীপ পাইয়াও যাইতে পারতেছিনা । খুব টেনশন । সেই মাহেদ্রক্ষনে আমাকে মোহনা টিভি থেকে ডাকা হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার পোস্টে ইন্টাভিউ এর জন্য (মিরপুরের কামাল মজুমদার তার মেয়ের নামে মোহনা টিভি করেছেন, ইত্যাদির কাশেম টিভি কনসেপ্টে) . সেই ইন্টারভিউ দেওয়ার পর আমি আর কোনদিন আর টিভি চ্যানেলের পথ চাকুরীর জন্য মারাইনি । স্বয়ং চ্যানেলের মালিক সহ কয়েকজন বোর্ডে । অনেক প্রশ্নের মাঝে আমাকে জিজ্ঞেস করা হলো
আপনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি বিএসসি করেছি নাকি বিএ ??
হায়রে আমার দেশ, টিভি চ্যানেলের মালিকের মেরিট লেভেল যদি বিএ আর বিএসসি কি , ইঞ্জিনিয়ারিং এ যে বিএ করা যায় না সেটা বুঝার ক্ষেমতা না থাকে তবে সে দেশের ভবিষ্যত এতোটাই উজ্জ্বল যেমন ঘরে আগুন লাগলে বেশী আলোকিত হয় ঠিক তেমন । তবে আমি নিশ্চিত যদি মোহনা বিশ্ববিদ্যালয় করার সুযোগ তিনি পেতেন তবে “বিএ ইন ইলেক্ট্রিক্যাল” সাবজেক্ট খুলতেন তিনি । আমাদের ভাগ্য এখানেই বাধা পড়ে আছে ।
বেকারত্ব আমাদের বর্তমান সময়কে কুড়েকুড়ে খাচ্ছে । অনেক তরুনদের সাথে আমার সম্পর্ক । গড়ে প্রতিদিন আমাকে অনেকের সাথে কথা বলতে হয় । এতো বেশী তরুন এখন বেকারত্ব নিয়ে ফ্রাসটেটেড যে বলে বুঝাতে পারবো না । ওদের কাছে ডিগ্রী আছে, পরিশ্রম করার যৌবনের শক্তি আছে, নতুন কিছু করে দেখাবার সাহস আছে কিন্তু সুযোগ নেই । টম এন্ড জেরী খেলছে সময় তাদের সাথে । কিন্তু সেই যুবকটি যেমন জানে যে , দিন একদিন তার আসবে । ভালদিন আসলে ফাটায় ফেলামু । কিন্তু সেই ভালদিন কবে আসবে ।
আমার বন্ধুর ছোট ভাই রাজিব টা মরে গেলো । আমাদের রাষ্ট্র আমাদের বাঁচতে শেখায় না বরং মরতে উদ্ভুদ্ধ করে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তার বাতিল হয়েছিলো । জানি না প্যারিস রোডে শুকনো পাতারা তার জন্য আরো রুক্ষ ভাবে উড়াউড়ি করছে কিনা কিংবা করতোয়ার জলে কারো অশ্রু মিশেছে কিনা । শুধু বলতে চাই আমাদের দেশে সরকারী বিশ্ববিদ্যালয়ের এই অবৈধ ভর্তি যে কি ক্ষতিকর তা বলে বুঝাতে পারবো না । কারন যখন ঐ ছাত্রটিকে বের করে দেওয়া হয় তখন তার আর ঘুরে দারাবার কোন জায়গা বা সময় থাকে না । এই অবৈধ ভর্তি বন্ধ করতে হবে । ধ্বংস হচ্ছে অনেকে ছেলে মেয়ের জীবন এভাবেই ।
আমার বেকারত্বের অভিজ্ঞতা অনেকটা শুকনা মরিচের ঝালের মত । খাওয়ার সময় ভাল লাগলেও এর রয়েছে বিবিধ সাইড ইফেক্ট । সরকারী বেসরকারী মিলিয়া এতো বেশী বিশ্ববিদ্যালয় হয়েছে যে ইচ্ছে করলেও এপ্লাস এর মত সব মেধাবীর ভীরে আসল হীরে খুজে পাওয়া দুষ্কর । ইদানিং আমি নিজেও খুজে ফিরি চঞ্চল মেধাবী পরিশ্রমী দুচোখ । এখন নিউকামারদের সবাই মেধাবী , সবাই এপ্লাস । সবাই ভাল সাবজেক্টে পড়ে । টাকা হলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, সাংবাদিক, পাইলট সহ যা ইচ্ছে হওয়া যায় ।
সরকারী প্রকৌশলী হিসেবে নিম্ন আয়ের চাকুরীতে জয়েন করার পর আমি কিছুদিন টিউশন পড়াতাম । এক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পড়াতে গিয়ে আমার অভিজ্ঞতা ভীষনরকম বেদনাদায়ক । সে ৩বর্ষের ছাত্র হয়েও অনেক বেসিক বিষয়ে অজ্ঞ । এমন অনেককে দেখেছি যেই বিষয়ে পড়ছে সেই বিষয়ে বেসিক কনসেপ্ট পরিস্কার না । আহারে আমাও দেশের কি হপে । ডাক্তার হওয়ার মানসিক ইচ্ছা ও কায়িক যোগ্যতা কোনটাই না থাকা সত্তেও দিব্যি ডাক্তার হয়ে যাচ্ছে দামাল কামাল করা ছেলে মেয়েগুলো । আসলে বেকারত্ব যে হারে বাড়ছে সমানুপাতিক হারে অযোগ্য ডিগ্রিধারী বাড়ার পরিমান দিগুন । চারিদিকে শুধু কানার হাটবাজার ।
ক্রিয়েটিভ কিছু প্রোফেশনে এখনও কিছুটা যোগ্যতা ও মেধার মুল্যায়ন আছে । কিন্তু সেটাও খারাপ অবস্থার দিকে যাছে । আমার পরিচিত এক আলালের ঘরের দুলাল সেলিব্রিটি হওয়ার লাইগা নাটক বানাতাহে । মানে ভারতমাতার কাছে কনসেপ্ট চুরি কইরে নাটক । টেলিভিশন চ্যানেল এতো বেশী যে প্রতিভার সঠিক মুল্যায়ন অসম্ভব হয়ে পড়েছে । প্রত্যেক ব্যবসায়ী গোষ্ঠীরে যদি এইভাবে টিভি চ্যানেল দিতে থাকেন দুই দলে তবে “ইত্যাদি”র কাশেম টিভি অসম্ভব কিছু নয় । মিরপুরের কামাল মজুমদার তো তার মেয়ের নামে মোহনা টিভি কইরাই ফেলাইছে ।
বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই । অবসান চায় সবাই । একসময় হয়তো তা আসল সুখের রস আস্বাদন করবেই । শুধু অপেক্ষার সময়টাই কঠিন । কিন্তু যেনে রেখো যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই আসে । ভালদিন আসবেই । সবার জন্য শুভকামনা
১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৭
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যবাদ সুপাস্টার । সেই অপেক্ষায় আমরা সবাই ।
২| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৭
দি সুফি বলেছেন: তা ভাই আপনি বিএ পাশ, নাকি বিএসসি পাশ?
সবাই ভালো চাকরীর পিছনে দৌড়ায়। এর চেয়ে গ্রাজুয়েশন করার সময় থেকেই যদি নিজ উদ্যোগে কিছু করা শুরু করে, সেটা গ্রাজুয়েশনের পরে অনেক সাহায্য করে।
১৬ ই মে, ২০১৪ রাত ১:৫৪
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ভাই আমি অশিক্ষিত মানে সুশিক্ষিত না
৩| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৩২
*অর্জুন* বলেছেন: ভাল লাগলো
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যবাদ অর্জুন ।
৪| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৪৬
অরণ্যতা বলেছেন: বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই !!!!!!!!!!!!!
ভাই আমি আপনার মুরিদ হইতে চাই!!!!!!!!!!
দয়া করে না করিবেন না মহাশয়
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
শাহনেওয়াজ লতিফ বলেছেন: মুরিদ হিসেবে গ্রহন করা হইলো ।
৫| ১৬ ই মে, ২০১৪ রাত ৩:২৫
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: চাকরিতে লাভ নাই , বেবসা করেন
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
শাহনেওয়াজ লতিফ বলেছেন: জি ঠিক আছে ।
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ৩:৫৫
আলফা-কণা বলেছেন: চমত্কার লিখেছেন ব্রাদার।
একবার এস এ খালেক ঢাকা মেডিকেল এর এক প্রোগ্রাম এ বলে বসলো
তোমাদের কেও হবে ডাক্তার , কেও হবে ইঞ্জিনিয়ার , কেও বা হবে উকিল। তোমরা ই জাতির ভবিষ্যত।
লেখা খুব ই প্রাঞ্জল পরে ভালো লাগলো ভাই। কীপ গোয়িং
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যবাদ আলফা কনা । ভাল লাগাতেই ভাল লাগা । শুভকামনা ।
৭| ১৬ ই মে, ২০১৪ সকাল ৮:১৭
মুক্ত হৃদয় বলেছেন: বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই ।
চমত্কার লিখেছেন ব্রাদার।
ভাল লাগল
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যবাদ মুক্ত হৃদয় । শুভকামনা
৮| ১৬ ই মে, ২০১৪ সকাল ৮:২২
মুক্ত হৃদয় বলেছেন: বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই ।
চমত্কার লিখেছেন ব্রাদার।
ভাল লাগল
৯| ১৬ ই মে, ২০১৪ সকাল ৮:৫৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহাহাহহা ভালো লাগলো আপনার বলার ভঙ্গীমায় সেই সাথে এই আজিব কিসিম টিভি ফার্মের সাইনবোর্ডের রং দেখে আমি রীতিমত থ বনে যাই,এমন রং আর সস্তা সাইন বোর্রড আজকাল সেলুনের দোকানেও ব্যবহার করবেনা মনে হয়, কমলা রংএর পলি সাইনে বানানো মোহনা টিভির এই সাইন বোর্ড দেখে আমার চোখে পানি চলে আসার অবস্থা
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
শাহনেওয়াজ লতিফ বলেছেন: কাইন্দেন না । কান্দনের আরো বাকি আছে । দেশটাই কেমন জানি হইয়া যাইতাছে । ধন্যবাদ ডাইরেক্ট ভাই ।
১০| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১২
অলিন্দ বলেছেন: নিজের বেকার জীবনের ফ্লাশব্যাক মনে হলো.....
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
শাহনেওয়াজ লতিফ বলেছেন: হুমম ।
১১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি বেকার ছিলাম মাত্র ১৫ দিন। অবশ্য বেকার বলতে যদি টাকা উপার্জন না বুঝিয়ে লেখা পড়ার পাট চুকিয়ে কিছু চাকরি বাকরি না পাওয়া বোঝায়, আর তার পরীক্ষার ফলাফল প্রকাশের সময় না ধরে পরীক্ষা শেষ হওয়াকে বোঝায়। তাই, বেকার কি আমার বোঝা মুশকিল। তবু, এই লেখার একটা জিনিস ভালো লাগলো, শেষ বাক্য। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। কথাটা ঠিক তবে আংশিক। অপেক্ষা করা ভালো কিন্তু হাত-পা গুটিয়ে বসে অপেক্ষা করলে সারা জীবনেও ভালো কিছু আসবে না। এটা অভিজ্ঞতা থেকে বলছি। ভালো কিছুর জন্য নিরন্তর চেষ্টা করতে হবে। আর এক সময় তা ধরা দিবেই।
ধন্যবাদ।
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
শাহনেওয়াজ লতিফ বলেছেন: হাত পা গুটিয়ে বসে থাকা আর অপেক্ষা করা এক নয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ইউ আর লাকি ।
১২| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১২
ভিজামন বলেছেন: ভাইরে,
রংপুরের রহিম উদ্দিন ভরসা এক জনসভায় বলেছিলেন, "মুই যদি এমপি হবার পাও.. এই হারাগাছ ডিগ্রী কলেজক হারাগাছ ইন্টারমেডিয়েট কলেজ বানে দেইম.."
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
শাহনেওয়াজ লতিফ বলেছেন: হা হা হা
১৩| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাই আপনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি বিএসসি করেছি নাকি বিএ ??
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
শাহনেওয়াজ লতিফ বলেছেন: জি এইচ এস সি কোরচি .। Click This Link
১৪| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
বোধহীন স্বপ্ন বলেছেন: বেকারত্বের সাথে কুমারিত্বের তুলনা!!
তবে পোস্টখানা বিষয়বস্তু ভালো লাগছে।
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যাবাদ বোধহীন স্বপ্ন ।
১৫| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:০৮
যবড়জং বলেছেন: কি কইতাম ভাই মোহনা টিভির এই অভিজ্ঞতা আমার ও আছে প্রায় কাছাকছি,লেখাটা খুব ভালোলাগলো।।
১৭ ই মে, ২০১৪ রাত ২:১০
শাহনেওয়াজ লতিফ বলেছেন: মোহনা আপনাকেও ছুয়ে গেছে ।
১৬| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:২১
জাতির বোঝা বলেছেন:
"আপনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি বিএসসি করেছি নাকি বিএ ??"
ওরে বাবা রে কি জ্ঞানীরে!!!!
১৭ ই মে, ২০১৪ রাত ২:১১
শাহনেওয়াজ লতিফ বলেছেন: বিএ ইন বিএসসি (ইইই)
১৭| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: চারিদিকে শুধু কানার হাটবাজার ।
পরিহাসে উত্তাপ আছে । ভালো লাগছে ।
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৯
শাহনেওয়াজ লতিফ বলেছেন: উত্তাপ টা যদি ছড়িয়ে দেওয়া যেত ।
ধন্যবাদ ।
১৮| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৮
বিবর্ণ হৃদয় বলেছেন: অনেক ভালো লিখেছেন
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৮
শাহনেওয়াজ লতিফ বলেছেন: বিবর্ণ হৃদয়কে একটু বর্ণিল করতে পারাতেই তো জীবনের মানে লুকিয়ে রয়েছে বিবর্ণ হৃদয় ।
১৯| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৬
ওয়্যারউলফ বলেছেন: ইন্জিনিয়ার মির্জা শাহনেওয়াজ লতিফ (বি,এ)!!!
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৬
শাহনেওয়াজ লতিফ বলেছেন: হাজির স্যার ।
২০| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫১
এহসান সাবির বলেছেন: বেশ!
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: শুভেচ্ছা অশেষ ।
২১| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কুমারীত্ব বেশিদিন ধরে রাখাও ভালো না
আর যখন ভালোদিন তখন যৌবন শেষ
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৪
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ঠিক কইসেন । কিন্তু আসল কৃষ্ণ খুজে পাওয়াই তো আপনার কাজ । সময় গেলে সাধন হবে না ।
২২| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৮
সাদরিল বলেছেন: একটা সময় ব্লগে আপনাকে নিয়মিত দেখতাম, এবার অনেক দিন পর আপনার পোস্ট পড়লাম। আমারও কিছুদিন পর লেখাপড়া শেষ হচ্ছে।আপনার পোস্ট থেকেই বেকারত্বের প্রস্তুতি নিতে শুরু করলাম।
১৭ ই মে, ২০১৪ রাত ২:০৩
শাহনেওয়াজ লতিফ বলেছেন: সাদরিল ভাই , জীবন দেয়না অবসর । এখন শুধু ফেসবুকেই বসি । আর ব্লগের পলিটিক্স জঘন্য লাগে । বেস্ট অফ লাক ফর দ্যা ফিউচার ।
২৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সে দেশের ভবিষ্যত এতোটাই উজ্জ্বল যেমন ঘরে আগুন লাগলে বেশী আলোকিত হয় ঠিক তেমন । হা হা । আপনার রসালো ব্যঙ্গধর্মী লেখাটা খুব ভালো লাগলো।
১৭ ই মে, ২০১৪ রাত ২:০১
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ধন্যবাদ তনি মা । আসলেই উজ্জ্বল ।
২৪| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:০৪
তাসজিদ বলেছেন: বেকার সময় কষ্টকর। খুব বেশি কষ্টকর।
শ্বাস বন্ধ হয়ে আসে। মানুষজন মুখ টিপে হাসে।
২৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: ভাইতো আমারেই কনফিউজড করে দিলেন। আমি কি ইলেক্ট্রিক্যালে বিএসসি করছি নাকি বিএ নাকি জেএসসি করছি? একটু বইল্যা দিয়েন।
অসাধারন লিখেছেন ভাই। তবে কর্মজীবনের শুরুতে বেকারত্বের স্বাদ টা নিতে পারিনাই। বেসরকারী চাকুরী করি তো যেকোনো সময় বিনা ঘোষনায় বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় তারা করে ফেরে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১:২৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: দারুণ লিখেছেন।হূদয়ের উত্তাপ দিয়ে লেখা কিছু কথা।কিন্তু এ বেকাররাই সম্পদে পরিণত হয়ে একদিন এদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে।