![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।
চায়ের দোকানে আড্ডা শেষে ফুটপাত দিয়ে হেটে বাড়ি যেতে যেতে মাকসুদের সেই দেশপ্রেম জাগানিয়া গান শুনছি। হঠাত পাশে এসে হাটতে থাকে রফিক ভাই। রফিক ভাই লুংগি তে গুজানো পান মুখে পরে জিজ্ঞেস করে হাটতে হাটতে
"তয় ভাইজান আছেন কেমন?? "
আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরার পর চায়ের দোকানে বন্ধু কলিগগো লগে আড্ডা দিয়ে ফেরার পথে দেখা হয় রফিক ভাইর।
রফিক ভাই বলে চলে তার সেই কথাগুলো
"আমি ঝড়, আমি বন্যা।
আমি বন্ধু নবীর, আমি নয়কো শুধু ছবির।
আমি মোঘল, আমিই বার ভুঁইয়া,
আমিই রফিক রাজা-বৃটিশ রাজা,
আমিই সিরাজদৌলা, আমিই মীর জাফর, আমিই গান্ধী, আমিই জিন্নাহ,
আমিই মুজিব,আমিই তাজউদ্দিন,
আমিই রাজাকার।
আমিই জিয়া,এরশাদ আমি, আমিই নেত্রী
আমিই হালের বিচারপতি হাবিবুর রহমান, আমিই ইউনুস-আবেদ, আমি নদী বহমান।
আমিই জনগন। "
রফিক বকবক করে চলে।।
রফিকের এইসব বক বকানি ভালই লাগে। তার দাবী হলো সেই দুনিয়ার সব গাড়ি বানিয়েছে, সব উরোজাহাজ। মোবাইল টিভি থেকে সব, এমন কি লাইটারের ভিতরের পাথর পর্যন্ত নাকি তিনিই আবিস্কার করেছেন। তিনি এতো কিছু আবিস্কার করেছেন তাই আমিও একটা আবিস্কারের অনুরোধ করেছি।
আমি রফিক ভাইকে অনুরোধ করেছি,
"ভাই, হ্যালিকপ্টারের মত পাখাওয়ালা গাড়ি বানান। জ্যাম টা ঢাকায় অসহনীয় হয়ে গেছে।"
রফিক ভাই একটা বিড়ি ধরিয়ে আমার সাথে পথ পরিবর্তন অন্য দিকে চলে যাচ্ছে। দুরে গিয়ে খুব চিন্তাসক্ত হয়ে চিতকার করে আমাকে বললেন লিও ভাই!!!
"পাখাওয়ালা গাড়ির ব্যাপারটা দেখতাছি!!!"
টিকা:-
(কম্বডিয়া প্রধানিমন্ত্রির লাইগা রাস্তা বন্ধ হওয়ায় লাখের উপর মানুষ চন্দ্রা থেকে আমিনবাজার রাস্তা ঘন্টার উপর ঘন্টা দাড়িয়ে থাকে, ঢাকার ভিতর সব ফুকিন্নির পুত গাড়ি কিনছে, জ্বালানী গ্যাস এতো সস্তায় প্রাইভেট গাড়িতে দেওয়া ঠিক হয় নাই। আস্তে আস্তে গাড়িহীন মানুষদের জন্য ঢাকা হবে অসম্ভব, ২২০০সিসির নিচের প্রাইভেট গাড়ির দাম বাড়ানো উচিত। এক গাড়িতে একজন মানুষ রাস্তা কতটুকু ব্যবহার করছে। বাস বাড়ানো উচিত, রাষ্ট্রীয় গুরত্বপুর্ন কাজের লোক, রফতানি আমদানি গুরত্বপুর্ন ব্যক্তিছারা প্রাইভেট গাড়ি নিশিদ্ধ করার উপায় হলো ভাল উন্নত বাস সেবা চালু এবং বাড়ানো।
রফিক ভাই কেও না, আমরাই রফিক)
২| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:১৬
সাদরিল বলেছেন: আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ভালো হয়, তাহলে আমার ধারন এই হুটহাট গাড়ি কেনা এবং জ্যাম সংক্রান্ত বিষয় দূর হবে।
একমত
৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৪১
আহসানের ব্লগ বলেছেন: সহমত ।
৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৪৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: সেটাই যদি আমরা না বুঝে সরকার বুঝিতো।
৫| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৪৪
আহসানের ব্লগ বলেছেন: আমিও তাই মনে করি ।
বাস বাড়ানো উচিত্ ।
৬| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৭
মুদ্দাকির বলেছেন: ঢাকার ভিতর সব ফুকিন্নির পুত গাড়ি কিনছে, জ্বালানী গ্যাস এতো সস্তায় প্রাইভেট গাড়িতে দেওয়া ঠিক হয় নাই।
একমত
৭| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আসলে পাবলিক ট্রান্সপোর্ট যতই ভালো, সস্তা আর সহজ করতে হবে ততটাই কঠিন করতে হবে প্রাইভেট গাড়ির মালিকানা , পার্কিং ও ব্যবহার। দুটার মধ্যেকার এই সাম্যবস্থা না থাকলে এখনকার অবস্থা চলতেই থাকবে।
৮| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৩৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: কে বুঝাবে কাকে???
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ রাত ৯:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে।
এই দেশে পাবলিক ট্রান্সপোর্ট ভালো না। শুধু ভালো না মানে কি, কোন জাতেরই না। নিরাপত্তা নেই, ট্রাফিক আইনের কোন বালাই নেই, ফলে মানুষ কিছুটা আর্থিক সাফল্য অর্জন করলেই তারা চেষ্টা করে তাদের পরিবারের জন্য একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে।
যদি আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ভালো হয়, তাহলে আমার ধারন এই হুটহাট গাড়ি কেনা এবং জ্যাম সংক্রান্ত বিষয় দূর হবে।