নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোসাজস

ভারতের দালাল আর পাকি রাজাকার দুইটারেই ঘৃনা........

মোসাজস

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।

মোসাজস › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার অফিস লক্ষ্য করে গুলি: আওয়ামী ফ্যাসিজমের কবর হোক................X(X(X(X(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১০



-



-



আজ রোববার রাত সাড়ে ১১ টার দিকে তিনটি গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওই সময় কার্যালয়ে ছিলেন।





চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা শাহিরুল কবির খান ও হুমায়ূন কবির প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তারা বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজনক যুবক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তিনটি গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি।’





Click This Link





মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২০

দুরন্ত-পথিক বলেছেন: সরকার চাইতেছে বিএনপি কে সমূলে ধ্বংস করতে।এজন্যই কথিত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালালো।ফ্যাসিবাদ কখনো স্থায়ী হয়নি আওয়ামীদের টাও হবে না।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

মোসাজস বলেছেন: -

বাকশালের করুন পরিণতি হাসিনা ভুইলা গেছে !

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: They SHOULD take strong action

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

মোসাজস বলেছেন:

লাগাতার হরতাল দরকার, সোজা হিসাব|

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

উপপাদ্য বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেলে।

আহত বাঘ গর্জন করবেই।

বাঘের গর্জন শুনছে দেশ বাসী।

ফ্যাসিজমের পতন ঘটবেই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০০

মোসাজস বলেছেন: -

বারুদে দরকার একটু অগ্নি স্ফুলিংগ, তার পরই শুরু হবে.......

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
পরিস্থিতি অস্থিতিশীল করা হলে সবচেয়ে লাভ বেশী কার?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০০

মোসাজস বলেছেন:
লাভ বেশী আম্লীগের|


৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

ইউনুস খান বলেছেন: গুলি বর্ষণের এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০১

মোসাজস বলেছেন:
হাসিনাকে বিচারের আওতায় আনা হবে, ২০ বছর পরে হলেও|

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

দুরন্ত-পথিক বলেছেন: হুম ফ্যাসিজমের পতন ঘটবেই

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০১

মোসাজস বলেছেন:
মার্কোস, চসেস্কু, মোবারক আজ কই.......??

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

কাঠুরে বলেছেন: কিছুদিন আগে সাহাবাগের যেই পেজ থেকে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়া হয়েছিল, আজকে খালেদা জিয়ার বাসভবনে হামলার জন্য ওই পেজের এডমিনদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হোক...।।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

মোসাজস বলেছেন:
-

ছাত্রলীগ আর বাম ক্যাডারদের বিচার হবে, রেহাই পাবে না|

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

ইউনুস খান বলেছেন: কাঠুরে বলেছেন: কিছুদিন আগে সাহাবাগের যেই পেজ থেকে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়া হয়েছিল, আজকে খালেদা জিয়ার বাসভবনে হামলার জন্য ওই পেজের এডমিনদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হোক...।।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

মোসাজস বলেছেন:
-

বিএনপি ক্ষমতায় আসুক, সব গুলার বিচারের জন্য স্পেশাল ট্টাইবুনাল হবে|

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১০

সরকার৮৪ বলেছেন: বালবৈশাখী এখন কি পরিস্থিতি স্থিতিশীল?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

মোসাজস বলেছেন:
ভাই, আমি জানি আম্লীগ লজ্জাহীন, লজ্জা থাকলে আম্লীগ করা যায় না তবে উনার মত নির্লজ্জ আম্লীগার আমি জীবনে দেখি নাই|

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

নষ্ট শয়তান বলেছেন: আরে আমার দুস্ত বালবৈশাখী@ এই জায়গায় ও ল্যাডাইতে আইচে। দুস্ত অনেক দিন আমার গরুডা পাইতে ছিলাম না আইস দুস্ত আমার পুস্তে আইস অনেক ঘাস পাতা রাকচি কিছু বাত আছে তুমার লগে।

সবাই জাগুন অনেক হয়েছে এতো বাকশালী শুরু হইচে দেশে। জনগনকে জানান আম্লীগের এই নোংরামী।

পিপিলিকার পাকা গযে মরিবার তরে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

মোসাজস বলেছেন:
ভাই, আমি জানি আম্লীগ লজ্জাহীন, লজ্জা থাকলে আম্লীগ করা যায় না| তবে কালবৈশাখীর মত নির্লজ্জ আম্লীগার আমি জীবনে দেখি নাই|

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

আকাশ চুরি বলেছেন: শাহবাগ থেকে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমরান এইচ সরকারকে ধরে রিমান্ডে নিলেই বের হবে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

মোসাজস বলেছেন: -

বিএনপি ক্ষমতায় এলে ওর সাথে বাকী ১৮ জনও রিমান্ডে যাবে, লিখে রাখেন, এই কথা সত্য হবে|


১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

পিওর গাধা বলেছেন: প্রথম আলোর এই খবরটির লিংকে কে কি মন্তব্য করছে তা পড়ার বড্ড ইচ্ছা হয়েছিল, কিন্তু রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করলাম অথচ কোন মন্তব্য প্রকাশ করল না X(( অথচ প্রথমআলোর অন্য খবরের লিংক গুলোতে ঠিকই মন্তব্য প্রকাশ করা হচ্ছে :D

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭

মোসাজস বলেছেন:

মতি মাহফুজ দুইটাই আম্লীগ আর র'এর এজেন্ট| এদেরকে আইনের আওতায় আনা হবে, বিএনপি ক্ষমতায় আসুক| এই দালাল গোষ্ঠীকে এই বার শাস্তি দিতেই হবে|

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: যে বা যাহারাই করুক না কেন, গুলি বর্ষণের এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি , আশা করি তিনি সুস্থ আছেন।

আর ভাই আপনার কি নিশ্চিত এটা সরকার পক্ষের কাজ ?

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১

মোসাজস বলেছেন:
আমি নিশ্চিত কাজটা আমি করি নাই| এইবার বলুন, ঢাকা শহরে ২ টা মোটর বাইকে ৬ জন লোক অস্র নিয়ে গুলি করে বীর দর্পে চলে গেল আর গুলশানের মত ভিআইপি এরিয়ায় পুলিশ কিছুই জানে না???

আওয়ামী হাম্বারা ঘাস খায় তবে দেশের সবাই ঘাস খায় না !!!

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

বাংলাদেশী দালাল বলেছেন: যে বা যাহারাই করে থাকুক তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

মোসাজস বলেছেন: -

যে বা যার নয়, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, আজ হোক কাল হোক| দেশের মানুস একদলীয় শাসন চায় না, বাকশাল চায় না, আওয়ামী লুট-পাটের শাসন চায় না|

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

তথই বলেছেন: তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

মোসাজস বলেছেন:
আওয়ামী খুন-গুমের নিন্দা জানাই, ঘৃনা জানাই|

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১

রাফা বলেছেন: যদিও ২১শে আগস্ট আঃ লীগের নেতৃত্বকে সমুলে ধ্বংশ করার প্রচেস্টা ছিলো।তবুও কোন রাজনৈতিক নেতৃবৃন্দ নয় সাধারণ মানুষের প্রতিও গুলি বর্ষণ সমর্থনযোগ্য নয়।যদি না নিজের জিবন বিপন্ন হয়।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫

মোসাজস বলেছেন:

গত ৭ বছরেও ২১ আগস্ট ঘটনার বিচার না করার কারন কী?? থলের বিড়াল বাইর হইয়া যাওয়ার ভয় ??????

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: খালেদা জিয়া কালো সাপ নিয়ে ঘুরতিছে খেয়াল কইরা, যাদের কাছে খালেদা জিয়ার জীবনের চাইতে সাঈদির জীবনের মূল্য বেশি। সাধু সাবধান।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩

মোসাজস বলেছেন:
আওয়ামী হাম্বার বালের থিওড়ি !!!

আওয়ামী চোর চোট্রারা বিপদে পড়লেই কখনো সাঈদীর লুংগির তলায় কখনো নিজামী-মুজাহিদের লুংগির তলায় আশ্রয় নেয়| তবে এইবার দেশের মানুসের কাছে সব ধরা খাইছে| ইলেকশনের ২ মাস আগে থাইকা পিঠের চামড়া তোলা শুরু হইবো| ইন্ডিয়া পলানোর সুযোগও পাইবো না|


১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

আখিলিস বলেছেন: পবন নাটক। ভার্শন ২ । আর কত নাটক করবি বেজন্মা রা ? পাকিস্তানে গিয়া মর !

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

মোসাজস বলেছেন:
তুই একটা জারজ, তোর বাপের ঠিক নাই| তোর জন্ম টানবাজারে|

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

মহসিন১২৩ বলেছেন: খালেদা জিযার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে........

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: মেডাম এইসব পুরনো নাটক বাজারে অচল, এইসব নাটক দিয়ে আন্দোলন জমানো যাবে না।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মোসাজস বলেছেন: -

তুই যে নিচু মানের আওয়ামী বলদ সেইটা ব্লগের সবাই জানে, এই টাইপের আবালও আজকাল আমেরিকায় যাইতে পারে?!!!!!

২১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: দায়িত্ববান নাগরিক-সরকার কি ঘাস খায় নাকি দেশে এমন পরিস্তিতি দেশে কুত্তও জনে কিন্তু লীগ সরকার জানেন ৬-৭ জন গুলি করে বীর দরপে গুলশান এর মত এলাকা থেকে চলে যায় আর সরকার আঙগুল চুষে।জনতার উপর গুলি করে জন নিরাপত্ত দিতাছে সরকার ,এমনই যদি হয় গুলি করে নিরাপত্ত দিতে হবে তাহেলে এই নিরাপত্তার দরকার নাই এমন সরকার দরকার নাই।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মোসাজস বলেছেন:
ভাই, ঐ টা একটা আওয়ামী বলদ!!!

ঢাকা শহরে ২ টা মোটর বাইকে ৬ জন লোক অস্র নিয়ে গুলি করে বীর দর্পে চলে গেল আর গুলশানের মত ভিআইপি এরিয়ায় পুলিশ কিছুই জানে না???

আওয়ামী হাম্বারা ঘাস খায় তবে দেশের সবাই ঘাস খায় না !!!

২২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

তারিন রহমান বলেছেন: হাসিনার কপালে জুটে গ্রেনেড হামলা। আর খালেদার গুলি, তার বাইরের দেয়াল বরাবর ....

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মোসাজস বলেছেন:
-

কপালে গ্রেনেড পড়লে এখনো হিন্দিতে ভাষন দেয় কেম্নে???

গত ৭ বছরেও ২১ আগস্ট ঘটনার বিচার না করার কারন কী?? থলের বিড়াল বাইর হইয়া যাওয়ার ভয় ??????

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: @তারিন রহমান

এটাও একটা ইস্যু (চালাকেরা কম কথায় বুঝে) ;) ;) B-)) B-)) B-)) B-))

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মোসাজস বলেছেন:

তুমি সাইডে খাড়াইয়া ঘাষ খাও যাও| আর তুমি কি মুক্তিযোদ্বার ২ নম্বরী সার্টিফিকেট বাইর করছ??

সাবধান ঐটা লইয়া রাজউকে গেলে এইবার পুলিশে দিব তোমারে!!!

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ধ্রুব মহাকাল বলেছেন: ধুর মিয়া
সব মিছা কথা :-P
সব সাজানো নাটক :-P
আপনে মিয়া নিশ্চিত্‍ ছুপাছাগু নইলে চিন্ডিকেট চদস্য :-P
জয় বাকশাল

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মোসাজস বলেছেন:
আরে ভাই, উপড়ে কয়টা আওয়ামী বলদ ওদের নেত্রীর চোখে গ্লিসারিন মাইখা কান্দনের নাটক ভুলতে পারে না, সব কিছুই নাটক মনে করে|

আর কিসের চুপা ছাগু? আমি জামাতের আমীর, সিন্ডিকেট সভাপতি ;);)

২৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বেপারিবাজ বলেছেন: বিএনপি কে ভয় দেখনোর জন্য সরকার তা করতে পারে।
আবার উস্কে দেওয়ার জন্য জামাতও তা করতে পারে।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মোসাজস বলেছেন:
ভাই, ঢাকা শহরে ২ টা মোটর বাইকে ৬ জন লোক অস্র নিয়ে গুলি করে বীর দর্পে চলে গেল আর গুলশানের মত ভিআইপি এরিয়ায় পুলিশ কিছুই জানে না???

আওয়ামী হাম্বারা ঘাস খায় তবে দেশের সবাই ঘাস খায় না !!!

২৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

বেপারিবাজ বলেছেন: ইউনুস খান বলেছেন: কাঠুরে বলেছেন: কিছুদিন আগে সাহাবাগের যেই পেজ থেকে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়া হয়েছিল, আজকে খালেদা জিয়ার বাসভবনে হামলার জন্য ওই পেজের এডমিনদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হোক...।।


শাহবাগিদের রিমান্ডে নিলে অনেক ক্লু উদ্ধার হতে পারে। যেহেতু তারা একবার হুমকি দিয়েছিল।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মোসাজস বলেছেন:
ঐ গ্রুপের সবগুলাই একদিন রিমান্ডে নেওয়া হবে, শুধু অপেক্ষা করেন|

২৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ২০০৭-০৮ এ যখন হাসিনাকে বিশেষ জেলে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা হয়েছিল তখন আম্লীগ বলছিল যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারীরাই এই কাজ করেছে। অথচ হাসিনা ক্ষমতায় এসে এর জন্য ফখরুদ্দিন বা মঈন ইউকে গ্রেফতার করেনি! :) তারপরেও বাকশালী গং কয় যে বিএনপিই হাসিনারে মারার চেষ্টা করছে!

১৯৮৭ সালে লালদীঘি ময়দানের আম্লীগের সমাবেশে পুলিশ গুলি করে ২৪ জন দলীয় কর্মীকে হত্যা করলে হাসিনা বলে "স্বৈরাচার এরশাদ আমাকে হত্যা করতে চেয়েছিল"। আজকে সেই এরশাদ তার রাজনৈতিক পার্টনার। কাজেই আলীগ মানেই চরম মিথ্যাবাদী ও প্রতারক!

ধন্যবাদ মোসাজস ভাই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

মোসাজস বলেছেন:
মুক্তিযোদ্বা মতিউর রহমান রেন্টুর " আমার ফাঁসি চাই" বইতে লিখছিল হাসিনা কেমনে চোখে গ্লিসারিন দিয়া কান্নার অভিনয় করে!!!!


গত ৭ বছরেও ২১ আগস্ট ঘটনার বিচার না করার কারন কী?? থলের বিড়াল বাইর হইয়া যাওয়ার ভয় ??????

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আল ইফরান বলেছেন: দেরীতে হইলেও আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির কঠিন নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এই দলের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা অন্যায়।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

মোসাজস বলেছেন:
বাকশালের করুন পরিনতি নতুন প্রজন্ম স্নরন করুক|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.