নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোসাজস

ভারতের দালাল আর পাকি রাজাকার দুইটারেই ঘৃনা........

মোসাজস

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।

মোসাজস › বিস্তারিত পোস্টঃ

শাহ বাগের আসল রূপ...................!!! :|:|:|:|:|:| :):):):)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

















মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন>লগি-বৈঠা !!!!!!!!!!!!!!! :P:P:P:P:P

















মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-১

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

মামুন হতভাগা বলেছেন: বিরোধিতার জন্য বিরোধিতা করারও একটা সীমা থাকে। সেই সীমা যখন ছাড়িয়ে যায় তখন বিরোধিতার বিষয়টা মনে হয় কৌতুক হয়ে যায়।আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকদের অতি উৎসাহী বক্তব্য এবং কর্মকাণ্ড বিভক্তির সীমানাটা অসীম করে দেয়।যে কারণে হয়ত দুই দলের প্রধান দুই নেত্রীর এক টেবিলে বসতে এত অনীহা।আমাদের মানসিকতার আরও অনেক পরিবর্তন করতে হবে যদি আমরা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই।
ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

মোসাজস বলেছেন:
আমি শিউর এই কমেন্ট আমার পোস্টের জন্য করেন নাই :):):)

মাথা ঠান্ডা করেন, মতিয়া ৪ কালেমা পইড়া ঈমান আনছে, সেইটা আবার সাংবাদিক ডাইকা পত্রিকায় দিছে !! মাথা নস্ট না হইলে এই কাম কেউ করে??

হেফাযতের শো ডাউনের পর আপনাদের আম্লীগের নেতা-কর্মীদের কি হইলো ?? ;)

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: লেখক বলেছেন: হেফাযতের শো ডাউনের পর আপনাদের আম্লীগের নেতা-কর্মীদের কি হইলো ?? ;)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

মোসাজস বলেছেন:
ঐ শো ডাউনের পরের দিন আম্লীগের বাঘা বাঘা নেতার মাথা ঘুরানী ও বমি বমি ভাব দেখা দিছে !! ;);)

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

মাহমুদুর রাহমান বলেছেন: এক বড় ভাই পি এম এ বলল > শাহবাগ পশ্চিমে না হলে হেফাজতের হুজুরেরা মূত্র বিসর্জন কর্মসূচী দিতেন মনে হয়। আর তাতেই যে মূত্রমনা দের ?ন জাগরন মঞ্চের অন্যায় মূত্রের বন্যায় ভেসে সাফ হয়ে যেত এতে কোন সন্দেহ নাই

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

মোসাজস বলেছেন: -

হেফাজতে ইসলামীরা সেই দিন 'জল ত্যাগ" করলে শাহবাগের অনেকে ডুবে যেত, সাতার কাইটা তীরে উঠার সময়ও পাইতো না !!


৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: তা শাহবাগীরা কয়টা পুড়াইলো আর কয়জনের লাশ ফেলাইলো আর কয়দিনের হরতাল দিলো?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

মোসাজস বলেছেন:
২ দিন হরতাল ও ঢাকা অবরোধ কইরা রাখছিল শাহ বাগীরা|


বাপের বয়সে এক জন গ্রামের মুরুব্বীকে ঢকার রাস্তায় পেয়ে শুধু দাড়ি আর টুপি পড়ার অপরাধে পিটিয়ে রক্তাক্ত করেছে:




১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

মোসাজস বলেছেন:
ভাই, কই গেলেন, আপনার কথার উত্তর দিলাম ;)

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

সাধারণ মুসলমান বলেছেন: আমারটার মত কেউ শাহবাগ নিয়া একটা রচনা করেন View this link

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

মোসাজস বলেছেন:
চমৎকার লিখেছেন, প্লাস দিয়েছি|

কমেন্ট করতে পারি নাই, কারন আমি কমেন্ট ব্যান!

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

মোসাজস বলেছেন:

শাহ বাগের বিবর্তন:



মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন>লগি-বৈঠা !!!!!!!!!!!!!!!

:):);)

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: এইটার দরকার। মোজারে পাইলে হইত !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

মোসাজস বলেছেন:
সুইটি কেমুন আছে?? কল দিতে কইও :)

পরানডা আমার আন চান করে ;)

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

মামুন হতভাগা বলেছেন: আমি শতভাগ নিশ্চিত হয়েই বলছি উপরে আমার করা কমেন্ট আপনার পোষ্টের জন্যই করা।আপনি শাহাবাগ আন্দোলনকে সমর্থন করেন না,ভাল কথা।কিন্তু আপনি পোষ্টের ছবি কয়টা দিয়ে কি বুঝাইলেন?আপনি লিখছেন---মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন>লগি-বৈঠা
আর তাই লিখেছিবিরোধিতার জন্য বিরোধিতা করারও একটা সীমা থাকে।আপনি খুব ভাল করেই জানেন বাঁশের লাঠি হল অন্যায়ের প্রতিরোধ করার একটি উদাহরণ।আমাদের দেশের স্বাধীনতাপূর্ব উত্তাল সময়ে পাকিস্থানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মত মানুষ মারা শুরু করলে সাধারণ মানুষ সেই আগ্নেয়অস্ত্রের বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে মিছিল সমাবেশ শুরু করে।আর এই বাঁশের লাঠি ব্যবহার করা হইত সেই পাকি রাইফেলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে।নেটে সার্চ দিলে হাজারও ছবি মিলবে ছাত্রদল বা অন্যান্য জাতীয়তাবাদী সংগঠনের লাঠি মিছিল,অস্ত্র হাতে গোলাগুলির ছবি,বোমা হাতে বা বোমা ছুড়ছে এমন ছবিও পাওয়া যাবে।আর তাই আমার পোস্টটাকে মনে হইছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে যেয়ে নিজের সুনামের প্রতি অবিচার করেছেন।
ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

মোসাজস বলেছেন: বাঁশের লাঠি অন্যায়ের প্রতিরোধ করার একটি উদাহরন !!!!! ????

মাই গড!!!

লগি-বৈঠা কিসের উদাহরন !!!!! ????

আর বাশের লাঠিই যদি হাতে নিব তাইলে মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন এই সব কি ছিল??


যেই আন্দোলনের শুরুটা হইছিল মগংল প্রদীপ জ্বালাইয়া সেইটা এখন বাঁশের লাঠিতে এসে ঠেকেছে, কয়দিন পর হইবো তরবারী, কিরিচ, কাটা রাইফেল!!


বিবর্তনটা দেখেন: মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন>লগি-বৈঠা !!!!




৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

দুরন্ত-পথিক বলেছেন: শাহবাগীরা যে এইরকম সরকারী দলের রুপ নিয়া আসছিল আন্দোলনে এইটা তো আগেই জানতাম।তাই অবাক হইনি তাদের এই লগি-বইঠা আন্দোলনে।

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

মোসাজস বলেছেন:
কাকের বাসায় কাক ও কোকিলের বাচ্চা মিলে মিশেই বড় হয়, মুখ দিয়ে আওয়াজ দিলেই প্রমান হয় কোনটা কাকের বাচ্চা|


শাহ বাগীরা যে পিওর আওয়ামী ব্রীড সেইটা আজকে দিবালোকের মত পরিস্কার !!


১১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ ফুরিয়ে যায় নি, যেতে পারে না।
কৌশলগত কারনেই বিএনপির হরতালে মুখমুখি থাকা এড়িয়ে চলা হচ্ছে, তাই সমাবেশ বন্ধ রাখা হয়েছে। শাহাবাগে নেক্সট বড় সমাবেশ হবে নববর্ষে বা সুবিধাজনক সময়ে। এরপর হয়তো আবার বিরতিতে যাবে।
এর মানে এইনা যে আমরা ভুলে যাব ফাঁসির দাবির কথা।

আবার উল্টা পাল্টা রায় আসলে আরেকটা শাহবাগ তৈরী হতে ১ ঘন্টার বেশি লাগবে না।
জয় বাংলা।
Click This Link

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মোসাজস বলেছেন:
বিরিয়ানী, মোনারেল ওয়াটার আর গান ম্যান-পুলিশ যতদিন থাকবে................ :);)

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

নতুন বাঙ্গাল বলেছেন: আপনি কি ভাবছিলেন? হেফাজতিরা শাহবাগে হামলা করবে, আর শাহবাগীরা মার খেয়ে টিস্যু পেপার দিয়ে চোখ মুছবে?

নাকি ভাবছিলেন শাহরিয়ার কবীরের মত দৌড়ে পালাবে?


১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মোসাজস বলেছেন:
এই তো আসল শাহ বাগী চেহারা বাইর হইছে!!!


মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন >> বাঁশের লাঠি >> চাপাতি>> কাটা রাইফেল!!

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: অবশেষে আমরা বাঁশের প্রয়োগ ও উপকারিতা সম্পর্কে জানলাম। আরো মাস দুয়েক আগে জানতে পারলে হয়ত কিছু প্রাণ আর দেশের কছু সম্পদ রক্ষা করা যেত।

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মোসাজস বলেছেন:
হ,

কিছু মোম বাতি বাইচা যাইতো!

কিছু মংগল প্রদীপ বাইচা যাইতো!

কিছু বেলুন বাইচা যাইতো!


....


১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @মামুন হতভাগা ভলেছেন......
আমাদের দেশের স্বাধীনতাপূর্ব উত্তাল সময়ে পাকিস্থানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মত মানুষ মারা শুরু করলে সাধারণ মানুষ সেই আগ্নেয়অস্ত্রের বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে মিছিল সমাবেশ শুরু করে।আর এই বাঁশের লাঠি ব্যবহার করা হইত সেই পাকি রাইফেলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে।"

সত্যই বলেছেন।

কিন্তু শাহাবাগীরা কার বিরুদ্ধে অস্ত্র ধরল?

সরকারের পক্ষে?

আমজনতার বিপক্ষে?

সাধারন মুসলমানের বিপক্ষে?


সরকারের এত এত ব্যর্থতা, অণ্যায়, হত্যা, গুম, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত, তেল, গ্যাস সহ জাতীয় সম্পদ রক্ষা,
সহ জনস্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় তাদের এজেন্ডায় নাই!!!!

ঠিকাছে- অংক পরীক্ষায় ভুগোল পরীক্ষা দিকেন না?

তো এইটা(লাঠি মিছিল) কোন সাবজেক্ট?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

মোসাজস বলেছেন:
মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন >> বাঁশের লাঠি >> চাপাতি>> কাটা রাইফেল!!

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

দি সুফি বলেছেন: চুচিলরা করছেত, তাই এইটা অহিংস! আর মোল্লারা করলে জঙ্গি হইত!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

মোসাজস বলেছেন: ঐ সব আওয়ামী-বাম-নাস্তিক সুশীলদের মুখে আমি পেশাব করি...।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

দন্ডিত বলেছেন: আপনে যে ছবিটা পুস্ট করছেন ঐটা যে উল্টা ঘটনা সেইটা জানেন? কয়েকটা টিভি চ্যানেলে লাইভ দেখাইতেছিল যে কে মারতেছিল আর এখন এই ফাইজলামি করতে আসছেন?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

মোসাজস বলেছেন:
ফাইজলামী মানে কী...?? কথা বার্তা হিসাব কইরা বলবেন|


একজন নিরপরাধ গ্রাম্য মুরুব্বী যার পোষাক-আশাকই বলে দেয় সে কোন দলীয় লোক না, রমনা পার্ক এলাকায় তাকে পেয়ে শুধু দাড়ি-টুপির কারনে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে|

টিভি আপনার বাসায় আছে, আমার বাসায় নাই?? আমি টিভিতে সেই ঘটনা দেখি নাই মনে করছেন??

সেই দিন হেফাযতের ১০ লক্ষ লোক চুপচাপ চলে গেছে, কোন ঝামেলা করতে আসে নাই| যদি ঝামেলা করতো তাহলে ওরা মূত্র বিসর্জন করলে ইসলাম বিদ্বেষী আম-বাম-নাস্তিকরা সাতার কেটে কূল পাইতো না| সুতরাং ঐ ছবি নিয়া কাই কুই না করাই ভাল|

শাহ বাগের সুশীলীয় মুখোশ খুইলা এখন ছাত্রলীগ-বাম নাস্তিকদের হিংস্র চেহারা বাইর হইয়া পড়ছে|

মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন >> বাঁশের লাঠি >> চাপাতি>> কাটা রাইফেল!!

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

এস এইচ খান বলেছেন: মগংল প্রদীপ>মোমবাতি>বেলুন>অনশন>লগি-বৈঠা!


আরে ভাই, আপনি বেলুন পাইলেন কই? আজকে বাংলাভিশনে দেখলাম নুরুল কবিরের সাথে হেফাজতে ইসলামীর এক আলেমের বাতচিত! সে আলেমতো কইল হাজার হাজার কনডমের কথা :-B

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

মোসাজস বলেছেন:
আলেমরা শাহ বাগীদের কে দেখিয়ে দিয়েছে গন জাগরন কারে কয়!

২০০ মাইল দূর থেকে এসে ঢাকার বুকে শো ডাউন করেছে, শাহ বাগীরা সরকারের মদদ পাইয়া প্রতিরোধ করতে চেস্টা করছিল, পারে নাই|

শাহ বাগীদের শরম থাকলে মুখ দেখাইতো না, আবার লাঠি মিছিল করে!!

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

করোনী বলেছেন:

১৯| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: লেখক বলেছেন:
বিরিয়ানী, মোনারেল ওয়াটার আর গান ম্যান-পুলিশ যতদিন থাকবে................


এটাই আসল সমর্থন। এটা না থাকলে ২০০ লোকও জড় করার সামর্থ্য তাদের নাই।

+++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

মোসাজস বলেছেন:
কোটি কোটি টাকা আসতেছে ইন্ডিয়ান দূতাবাস থেকে|

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

ফার্ুক পারভেজ বলেছেন: মাহমুদুর রহমান কষিয়ে চড় দিলেন আওয়ামীলীগের গালে....................!! :|:|:|:|:|:|:|:|:|:


এই পোষ্ট টা সরিয়ে ফেললেন যে ব্রাদার....... ? ? ?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

মোসাজস বলেছেন: মডু আমার পোস্ট সরিয়ে ওয়াচে নিয়েছে !!!!!!!

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ফার্ুক পারভেজ বলেছেন: ও তাই তার মনে মডুর গালেও চড় পড়ছে ;)

দু:খজনক ঘটনা। এ মর্মে আমি গুরুতর শোকাহত।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২

মোসাজস বলেছেন:
আম্লীগের গালে চড় পরলে মডু কেন ব্যাথা পায়, এইটা আমাদের জানা দরকার :):)

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

ধীবর বলেছেন: মামুন হতভাগা ভাইকে অনেকদিন পর আবার একটীভ দেখছি। ভালো আছেন? এতদিন কোথায় ছিলেন ভাই?

মোজাসস ভাই, আপনাকে উপরে কে জানি হুমকি দিয়ে গেলো। কমেন্ট রিপোর্ট করেন। আর থানায় জিডি করে রাখেন। অন্তত পক্ষ্যে এক ডজন ডিম তার প্রাপ্য।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৩

মোসাজস বলেছেন:

মামুন ভাই ব্লগেই আছেন, তবে একটু লো প্রোফাইলে, আম্লীগের শাসনামল প্রায় শেষ হয়ে এসেছে বৈ কী!!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.