নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূমুচকি হাসি

মুচকি হাসি!

মুচকি হাসি! › বিস্তারিত পোস্টঃ

বিলাতে বন্যা - মনে হয় আমাদেরকে আল্লায় খুব ভালো রাখছে!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

এবছর জানুয়ারীতে অতি বৃষ্টির কারনে বিলাতে বন্যা হয়েছে। ওবে দেখা যায় অনেক ঘর-বাড়ি নষ্ট হয়েছে। বিবিসিতে মোটা করে খবর দেয়া হয়েছে এই বন্যার ব্যাপারে।



খবরে যা বলা হয়নি তাহলো বিলাতের মতো একটা উন্নত দেশ সামান্য বৃষ্টির বন্যাটাকে সামলাতে পারেনি। সরকার সহ সে দেশের সেবামূলক প্রতিস্টানগুলো একেবারে অকেজু হয়ে পড়েছে।



সেদেশের লোকজন গাড়ীতেই বেশী চলা ফেরা করে। বন্যার পানিতে কিভাবে গাড়ী চালাতে হবে তা জানা নেই ওদের! অর্ধেক দেশটাই নাকি অচল!



আমাদের দেশে বন্যার পানিতে লোকজন নৌকায় চলা ফেরা করে। ওদের মতো বোকা হয়ে হ্যা করে থাকে না। গরীব দেশ হলে কি হবে। মনে হয় আল্লায় আমাদেরকে ভালই রাখছে!



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আর আমরা বিশেষ করে বাঙ্গালীর মধ্যপ্রাচ্যে একটু ঝুমাঝুম বৃষ্টির জন্য কতই না আকুতি।। বিশেষ করে আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.