নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

মুবাশ্বির

মুবাশ্বির › বিস্তারিত পোস্টঃ

আসুন শুদ্ধ বাংলা শব্দ শিখি-০১

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

অনেকেই বলে থাকেন বাংলা বানানের নিয়ম নাকি খুব কঠিন, মাথায় ধরে না, ভজঘট......:(( /:)



ব্যাপারটি কি আসলেই এরকম?

মনে হয় না।



এরজন্যে যতটুকু না দায়ি আমাদের পেপার-পত্রিকা, বই-পুস্তকের ঔদাসীন্য, তার থেকে বেশি দায়ি মনে হয় আমাদের আগ্রহ ও নিষ্ঠার অভাব, আমাদের নিজেদের ঔদাসীন্য।



নাহলে বিদেশি ভাষা শেখার জন্য আমরা যে পরিমাণ শ্রম, সময় ব্যয় করি, একটু-আধটু বিদেশি শব্দ আওড়াতে পারলে আমাদের যে গৌরব বোধ, মাতৃভাষা শুদ্ধভাবে না বলতে পেরে আমাদের কি ততটুকু ব্যথা অনুভূত হয়? কতটুকু সময় আমরা ব্যয় করি আমাদের মাতৃভাষার জন্য? অথচ এ ভাষার সম্মান রক্ষার জন্য আমাদের ভাইয়েরাই নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন।



আসলে একটু আগ্রহ, ইচ্ছা, নিষ্ঠা এবং মাতৃভাষার প্রতি মমতাই কিন্তু এ সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে। প্রতিদিন অন্তত ২/৪টি শব্দও যদি আমরা শুদ্ধভাবে শিখতে এবং এর যথাযথ ব্যবহার করতে পারি তবে আমাদের ভাইদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করা হবে।



দিনের ২৪ ঘন্টার মধ্যে ৫ মিনিট আমরা ব্যয় করতে পারি না আমাদের মাতৃভাষা শুদ্ধভাবে আয়ত্ত করার জন্য?



সবার জন্য শুভেচ্ছা। :)



(২/৩ দিন পরপর ৫টি করে অশুদ্ধ অথচ প্রচলিত এবং এর শুদ্ধ রূপ নিয়ে লেখা পোষ্ট করার আশা রাখি। ব্লগারদের ভাল লাগার উপরই এর ধারাবাহিকতা নির্ভর করছে)



অশুদ্ধ অথচ প্রচলিত----------------- শুদ্ধ



১) অগ্রসরমান --------------------- অগ্রসর



২) অধীনস্থ ------------------------- অধীন



৩) অনাথিনী ----------------------- অনাথা



৪) অশ্রুজল ------------------------ অশ্রু



৫) আধুনিকী ---------------------- আধুনিকা





সূত্রঃ বাংলা বানানের নিয়ম- মাহবুবুল হক

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-১

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৯

লড়াকু বলেছেন: চলুক।

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৮

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ লড়াকু ভাই।

চালিয়ে যাওয়ার আশা করছি।

২| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৬

লড়াকু বলেছেন: একটা কথা, আপনি লিখেছেন ঔদাসীনতা, কিন্তু আমি যত দূর জানি শব্দটা হবে ঔদাসীন্য। কোনটা ঠিক একটু জানাবেন প্লিজ?

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৭

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ লড়াকু ভাই।

শব্দটি আসলে হবে "ঔদাসীন্য"। পরিবর্তন করলাম।

৩| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫১

পুরাতন বলেছেন: লড়াকু বলেছেন: চলুক।

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২২

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫

ম্যাক্স পেইন বলেছেন: ২) অধীনস্থ ------------------------- অধীন

এইটা তো জানতাম না
উপন্যাস, গল্প, প্রবন্ধেও তো ব্যবহার হয়

পরবর্তী পোষ্টের অপেক্ষায়

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫

মুবাশ্বির বলেছেন: এটাও একটি বড় কারণ। আমরা যে সব শব্দ ভুল ব্যবহার করি তার অধিকাংশ কিন্তু আমরা আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমেই শিখি। তাই আমাদের পাঠ্য বইগুলো থেকে যদি এসব ভুলগুলো দূর করা যায় তবে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়।

কিন্তু করবে কে?

৫| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এরজন্যে যতটুকু না দায়ি আমাদের পেপার-পত্রিকা, বই-পুস্তকের ঔদাসীনতা, তার থেকে বেশি দায়ি মনে হয় আমাদের আগ্রহ ও নিষ্ঠার অভাব, আমাদের নিজেদের ঔদাসীনতা।

-- যেমন আমিও। আপনি যদি এই পোস্ট নিয়মিত করতে পারেন , সাথে আছি। নিজের বানান ভুল নিয়ে চরম বিব্রত; অথচ এসএসসি তে বাংলায় ১৫৮ পেয়েছিলাম (ইসসস, লেটার মিস.।)

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৮

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

সাহস পেলাম আপনার কথায়।

৬| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: লড়াকু wrote: একটা কথা, আপনি লিখেছেন ঔদাসীনতা, কিন্তু আমি যত দূর জানি শব্দটা হবে ঔদাসীন্য। কোনটা ঠিক একটু জানাবেন প্লিজ?

-- আমিও জানতে চাই। লাস্ট পোস্টের শিরোনামে ঔদাসীন্য শব্দটা ব্যবহার করেছি।

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৯

মুবাশ্বির বলেছেন: লড়াকু ভাই-ই ঠিক। পরিবর্তন করেছি।

আপনিও ভুল করেননি।

৭| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৮

গৌতম রায় বলেছেন: ভালো কাজ। চালিয়ে যান। আপনার সাথে আছি।

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.