নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

মুবাশ্বির

মুবাশ্বির › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী ও তাদের বাসস্থান

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩



আফ্রিদি পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে বসবাসকারী আদিবাসী।



বান্টু সেন্ট্রাল এবং দক্ষিণ আফ্রিকার নিগ্রোদেরকে বান্টু বলা হয়।



বেদুঈন আরবের যাযাবর জাতি।



কুলু দক্ষিণ আফ্রিকার আদিবাসী।



কুর্দি ইরান, ইরাক, তুরস্ক।



মালয় মালয় উপদ্বীপের অধিবাসী।



মুলাটো নিগ্রো এবং ইউরোপীয়দের মিশ্রণে উদ্ভুত সঙ্কর জাতি।



হটেনটটস দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নিগ্রো অধিবাসী। (এরা অশিক্ষিত দক্ষিণ আফ্রিকার যোদ্ধা জাতি)



নাগা ভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি।



জুলু নাটাল তথা দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।



নিগ্রো আফ্রিকার অধিবাসী।



এস্কিমো গ্রীনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে বসবাসকারী আদি অধিবাসী।



ফিলিপিনো ফিলিপাইন দ্বীপপুঞ্জের আদিবাসী।



কাফির দক্ষিণ আফ্রিকার যোদ্ধা জাতি।



কিরগিজ সেন্ট্রাল এশিয়ায় এদের বসবাস।



পাপুয়ান পশ্চিম ইরানে এদের বসবাস।



পোলস পোল্যান্ডের অধিবাসী।



তাতার এশিয়ার মিশ্রজাতি। বর্তমানে এরা সাইবেরিয়া, তুর্কমেনিস্তান এবং রাশিয়ায় বসবাস করে।



পিগমী পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র জাতি। আফ্রিকার কঙ্গোতে এরা বাস করে।



মুর উত্তর আফ্রিকার অধিবাসী। এরা ইসলাম ধর্মের অনুসারী।



মাউরী নিউজিল্যান্ডের অধিবাসী।



এয়াংলো স্যাক্সন এরা ইংল্যান্ড ও কানাডার অধিবাসী। বৃটিশ বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রেলিয়ানদেরকে এই নামে ডাকা হয়।



রেড ইন্ডিয়ান উত্তর আমেরিকার আদি অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়।



বরবারস উত্তর পশ্চিম আফ্রিকায় এরা বাস করে। এরা শংকর জাতি।



দ্রাবিড় দক্ষিণ ভারতের অধিবাসী।



বয়ারস নেদারল্যান্ডের অধিবাসী যারা স্থায়ীভাবে দক্ষিণ আফ্রিকায় বাস করে।



মেস্টিজো রেড ইন্ডিয়ান ও স্পেনীয়দের মিশ্রণে সৃষ্ট শংকর জাতি।



শ্লোভেনস যূগোশ্লাভিয়ার আদি অধিবাসী।



সোমাইটস প্রাচীন ককেসিয়ান।



মাসাউডস পাকিস্তানের ওয়াজিরিস্থানের আদিবাসী।



স্যাসিয়ার হাঙ্গেরির অধিবাসী।



আইজ্যাকেলস পাকিস্তানে এদের বসবাস। এরা যুদ্ধে পারদর্শী।



হ্যামাইটস উত্তর-পশ্চিম আফ্রিকার কালো চামড়ার অধিবাসী।



ফ্লেমিংস বেলজিয়ামের নাগরিক।



কোজাকস রাশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের অধিবাসী।



টোডা ভারতের নীলগিরি পর্বতের এলাকার অধিবাসী।



কসাক সাবেক সোভিয়েট ইউনিয়নের ইউক্রেনের কৃষক।



এবোর আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তে মঙ্গোলীয় জাতি।



খোন্ড মধ্য ভারতে দ্রাবিড় বংশোদ্ভুত জাতি।



মোপলা ভারতের একটি মুসলমান উপজাতি।



এবারজিন অস্ট্রেলিয়ার অধিবাসী।



নর্ডিক স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের ককেশীয় জাতি।



বোয়ার দক্ষিণ-আফ্রিকার ওলন্দাজ বংশধর।



মগ বাংলাদেশের পটুয়াখালী জেলায় বসবাসরত একটি আদিবাসী।



বুশম্যান বতসোয়ানায় বসবাসরত জাতি।



মঙ্গোলীয় চীন, জাপান ও মায়ানমারের অধিবাসী।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

বাবুনি সুপ্তি বলেছেন: ওয়াও!!! ধন্যবাদ। ভাল লাগল জেনে

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬

মুবাশ্বির বলেছেন: ওয়াও!!! স্বাগতম।

২| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮

জইন বলেছেন: অসাধারণ

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০

জইন বলেছেন:

৪| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১

জইন বলেছেন:

৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩

জইন বলেছেন:

৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩

স্লমডগ বলেছেন: ভাল লিখেছেন, জানার দরকার আছে

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩

জইন বলেছেন:

৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭

ডিজিটাল কলম বলেছেন: জানলাম............. ভালো আছেন ভাইজান????


++++++++

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩

মুবাশ্বির বলেছেন: লেখক বলেছেন: আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভাল।

প্লাসের জন্য ধন্যবাদ।

পরীক্ষা কি শেষ? আশা করি ভালই দিচ্ছেন।

ভাল থাকবেন।

৯| ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩

সেতূ বলেছেন: মগ : বাংলাদেশের পটুয়াখালী জেলায় বসবাসরত একটি উপজাতি।

আংশিক সঠিক

মগ : বার্মা /মায়ানমারের অধিবাসী।

বার্মা /মায়ানমারের থেকে দেশান্তী হয়ে বাংলাদেশের পটুয়াখালী ও কক্সবাজারে..।

বাংলাদেশের লোকজন ককেসীয় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.