নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি সমর্থকদের কিছু প্রশ্ন

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৮



শেষ ওভারেই কেন শিরোপাগুলও বারবার হাতছাড়া?

ডেথ ওভারে রান চেক দেয়াটা কবে শিখবে?

শেষ বলে যা লাগবে সেটাই কেন দিতে হবে?

একটা প্লেয়ার কতদিন পর্যন্ত খারাপ খেললে তাকে দলে নির্দ্বিধায় রেখে দেয়া যাবে?

একজন ব্যাটসম্যানের জাতীয় দলে কতদিন রান না করেও টিকে থাকবে?

একজন ভালো উইকেট কিপার কি জাতী কখনও পাবে না?

ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলা কবে শিখবে?

সরাসরি থ্রো তে রানআউট করা কি বাঙালির ভাগ্যে নাই?

রান নেয়ার সময় দুই ব্যাটসম্যানের মধ্যে বোঝাপড়া কবে গড়ে উঠবে?

ভালো কিছু অলরাউন্ডার কি দেশে নেই?



আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু টাইপ করার মত হাত নেই এখন। এখনও হাত কাঁপছে আমার।



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

নীল মনি বলেছেন: উত্তর না দিই :( আমি কম বুঝি

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

মুচি বলেছেন: বাংলাদেশের খেলা কেউ-ই বোঝে না। তারচেয়েও কম বুঝি দল নির্বাচনের প্রক্রিয়া।

২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুধু ফিল্ডিং ভালো হলেই বাংলাদেশ জিতে যেতে।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

মুচি বলেছেন: হ্য়তো। :-&

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও কিছু প্রশ্ন রেখেছি আমার পোস্টে।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯

মুচি বলেছেন: আহ কি মজা !! ১ বছর জাতীয় দলে খেললেই গাড়ি-বাড়ির মালিক। আর লোকে সারাজীবন খেটেও কিছু চোখে দেখে না। কপাল ভাই, কপাল ! তা-ও যদি ঠিকমতো জিতে আসতে পারে নিয়মিত !!

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১২ বলে ৩৪ রান।

আমাদের প্লেয়াররা ভালোভাবে শেষ করতে পারে না। রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

মুচি বলেছেন: বোলিংয়ে অনেক উন্নতি লাগবে। টপ অর্ডারে দুধভাত ব্যাটসম্যানগুলোকে বাদ দিয়ে কিছু আসল ব্যাটসম্যান নিতে হবে। আর ভালো মানসিক দক্ষতাসম্পন্ন বোর্ড লাগবে। নির্বাচকগুলাকে ঠিক করতে হবে।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছুই বলার নেই। শুধু আফসোস!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯

মুচি বলেছেন: আর আফসোস !! শরীর খারাপ করা ব্যাপার-স্যাপার। কবে যে নিয়মিত জিতবে!!! কে জানে ???

৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে করাপটেড দেশ ছিলুম একসময়, তো অভ্যেসটা যায়নিকো!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬

মুচি বলেছেন: কয়লা ধুলে ময়লা যায় না- কথায় আছে না? X((

৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০৮

গোলাম রাব্বি রকি বলেছেন: এতদিন ধরে খেলেও বোলাররা কেন বোঝে না কোন ব্যাটসম্যানকে কি ধরনের বল করতে হবে ? ক্রিজে আসা নতুন ব্যাটসম্যানকে কেন ইয়র্কার দিয়ে ধরাশায়ী করতে হবে ? কেন বোলাররা দুই ওভারে ৩৪ রান ডিফেন্ড করতে পারবে না !! জাতি হতাশ, পেয়েও না পাওয়ার বেদনায় ...

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৪০

মুচি বলেছেন: বেদনা, শুধুই বেদনা।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩

রুদ্র নাহিদ বলেছেন: ম্যাচ জিতলে তো এই প্রশ্নগুলো করতেন না। হারসে বলেই সবাই মিলে মুন্ডুপাত করতেছে। আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে অনেক। তবে আগের চেয়ে উন্নতিও করসি। আগে এসব ম্যাচ প্রথম ৪ টা উইকেট পরার পরই তো হেরে বসতাম। এখন শেষ ওভার পর্যন্ত টানতে পারি। সামনে শেষটাও করে আসবো।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩

মুচি বলেছেন: ভাই ইম্প্রুভমেন্ট !! ২০ বছর পরও !! ভাই থামেন। দল নির্বাচন আরো ভালো হওয়া দরকার। জিতে না দেখেই তো সমস্যাগুলো বের করতে হবে। ৩ জন ব্যাটসম্যান যদি ৫/১০ করে দিয়ে আসতে পারতো তবে কিন্তু খেলা হতো। তারা নিয়মিত তো নয়ই, মাঝে মাঝেও তাদের ব্যাট জ্বলছে না। কি করবেন এর প্রতিকার?

ইম্প্রুভমেন্ট না, রিফার্নিশ করতে হবে। টাকা আর সুযোগ-সুবিধা কিন্তু কম না। আমি সবাইকে কাঠগড়ায় দাড় করাচ্ছি না। তবে পরিবর্তন দরকার। কেউ না কেউ খেলে দেয় বলে ওদের খারাপ খেলাটা সবদিন চোখে পড়ে না। অনেক ভালো খেলোয়ার লিগে খেলে, তাদেরকে একটু বেশি দলে সুযোগ দিতে হবে।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভারতের সাথে বাংলাদেশ বাঘের মতোই আজকে লড়াই করেছে, তাই হতাশ হওয়ার কিছুই নেই | তবে বিস্ময় লাগে যে এতদিন ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ টাইগার বা বাঘ নামেই পরিচিত ছিল | হটাৎ দিক হারিয়ে কেনই বা নাগিন হয়ে গেলো আর সমর্থকরা এই কুৎসিত নাগিনের ইমেজে বাংলাদেশকে পরিচিত করে তোলার নর্তন কুর্দন শুরু করে দিলো তা আমার বোধগম্য হচ্ছে না | মিডিয়াগুলোও কেন নাগিন কন্যাদের নাচে যোগ দিলো তাও রহস্যময় | বাঘের ইমেজ থেকে নাগিনের স্ট্যাটাসে নেমে আসা কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয় | এখনো সময় আছে সবার এই কুৎসিত নাগিনের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার | বাংলাদেশ ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করুক এবং বাঘের মতো আবারো গর্জে উঠুক সর্বান্তকরণে এই কামনায় করি |

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

মুচি বলেছেন: ভয় পাবেন না। নাগিন আমাদের নাম নয়। এটা শ্রীলঙ্কান- ইন্ডিয়ান ফ্যানদের ফাজলামো মার্কা ডাক। নাগিন শুধুই একটা ড্যান্স, এটা আজ আছে, আগামী কিছুদিন চলবে। তারপর হারিয়ে যাবে। টাইগার ছিলাম, থাকব। শুধু নিয়মিত চাপ জয় করে জেতা শিখতে হবে। নইলে টাইগার নামটি বাঘকে অপমানের সামিল হবে।

বাংলার ক্রিকেটের সুদিনের অপেক্ষা যেন দ্রুত ফুড়ায়।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "কেন শেষ ওভারে শিরোপাগুলো বারবার হাতছাড়া?"

অভিজ্ঞতার অভাবে। বাংলাদেশকে আরো অনেক দিন খেলতে হবে নিজেদের নার্ভ ঠিক রাখার জন্যে। অতি অল্প সময়ে অনেক উন্নতি হয়েছে। বাকীটাও ইনশাল্লাহ হবে।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

মুচি বলেছেন: সময় মোটেও অল্প নয়। সময় যথেষ্ট গিয়েছে। তারপরও আমরা অপেক্ষায় আছি। নার্ভের জোড় বাড়াতে হবে।

১১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

মুচি বলেছেন: কত কিছুই তো হতে পারতো ভাই। কিন্তু সময় যখন আমাদের নয়, তখন সবই বিপক্ষে যায়। কিন্তু আক্ষেপ এত কাছ থেকে বারবার ফিরে আসাটা।

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য দেশের ফ্যানরা যেভাবে আমাদের অপমান করছে, এর একটা সমুচিৎ জবাব ক্রিকেটারদের কাছ থেকে আশা করছি, দ্রুত।

নার্ভের জোড় বাড়াতে হবে। অন্যদেশের নতুন প্লেয়াররা যে ম্যাচিউরিটি দেখায়, আমাদের সিনিয়র প্লেয়াররাও সেটা পারছে না। সেটাই ভয়ের বিষয়।

সুদিনের অপেক্ষা- শুধুই লম্বা হচ্ছে। তবু আশা ছাড়ছি না, সুদিন আসবেই- ধীরে ধীরে হলেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.