নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{সত্য সমাগত মিথ্যা দূরীভূত}

মোহাম্মাদ ইঞ্জিনিয়ার আশিক

নিজের সম্পর্কে বলার মত আমার কিছুই নেই।

মোহাম্মাদ ইঞ্জিনিয়ার আশিক › বিস্তারিত পোস্টঃ

লুতুপুতু দিবসের কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

সামনে আসছে দিবস লুতুপুতু,
এসো তোমায় দিই কুতুকুতু,

চলো দুজনে মিলে খেলি কুতকুত,
এরপর চলবে পুতু পুতু পুত,

চলো যাই এক বন্ধুর বাসায়,
লিটনের ফ্ল্যাট,
গিয়ে বলি ওমা বাসায় কেউ নেই
আছে একটা খাট,

উফ কি ভীষণ গরম
শুরু হয় বস্ত্র হরন,
দুজনেরই লাগে অনেক চরম......

হটাৎ একদিন গুরু,
বমি হয় শুরু,
বুক করে দুরু দুরু...............

খুশির সংবাদ শোনায় ডাক্তার,
তুমি মা হবে নাসরিন তসলিমা আক্তার,

নাআআআআআআআআআআ
চিৎকার করে উঠে সে এ এ এ এ,
আড়ালে থেকে কানা শয়তান
হাসেসেসেসেসেসে এ এ এ এ ,

থেকে যায় লিটনের ফ্ল্যাট
থেকে যায় খাট,
পালটে যায় পাত্র পাত্রী
থামে না জীবনের বাঁক...........................

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: সেই রম্যতা সেই ছন্দ :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

রাজ বিদ বলেছেন: কাব্যের ছন্দময়তায় সত্যটাও উঠে আসলো, আর সত্যের তিক্ততাটুকু গায়ে লাগলো না...
"থেকে যায় লিটনের ফ্ল্যাট
থেকে যায় খাট,
পালটে যায় পাত্র পাত্রী
থামে না জীবনের বাঁক" -- চরমদুঃখ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

খোলা মনের কথা বলেছেন: চরম’স লুতুপুতু কবি ভাইুু

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

আহেমদ ইউসুফ বলেছেন: অসাধারন লিখেছেন কবি। আপনার জন্য শুভকামনা।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
শিক্ষনীয় কবিতা ||

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: রিয়েলিটিকে কবিতায় রূপ দিয়েছেন! চমৎকার :P

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: রম্যরসে অর্থ ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.