![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে । সেখানে ৭ বছর কাটিয়ে আবার চট্টগ্রামের হালিশহরে । ২০০০ সাল থেকে ঢাকায়। ভাল লাগে স্বপরিবারে স্ববান্ধব দ্যাশ ঘুরতে, যখন তখন। আমি অপেক্ষা করি বন্ধুর ই-মেইলের : [email protected]
আমার শৈশবে আম্মা আমাকে খুবই প্রেসারে রাখত। কি করব, কি করব না, কার সাথে খেলব, কার সাথে না - এগুলা নিয়ে খুবই অস্হির রাখত। লেখাপড়ার কথাত বাদই। কোন সমস্যার কথা বললে তা সমধান না করে বকাঝকা করত। তাই আম্মার সাথে প্রবলেম শেয়ার না করে বন্ধুদের সাথে করতাম। আমার ভাল কিছু বন্ধু ছিল।
HSC এর পর ভর্তি পরীক্ষা দিচ্ছি। একবার শাবিপ্রবির ফরম ফিলাপ করে অন্য একটি কলেজে ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসলাম। আমার কোচিং সেন্টার এই ফরম আনা নেয়া করত। কোচিং সেন্টার থেকে আমার এডমিট কার্ড আনা দরকার কিন্তু তখন আমি ঢাকায়। আমার প্রানপ্রিয় বন্ধুদের বললাম একটু এডমিট কার্ড এনে রাখতে। তারা তখন তুমুল ব্যস্ত। আরও বন্ধুদের বলার সাহসই পেলামনা। বাধ্য হয়ে আম্মাকে বললাম। আম্মা সব ম্যানেজ করলেন। যদিও আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের waiting এই থাকলাম। এই ঘটনাটা খুবই সাধারন একটি ঘটনা।
সেই থেকে আম্মাই আমার বন্ধু। পরবর্তী সব সমসয় আমি আম্মার সাথেই আলোচনা করি। কি করছি কি করব তাও আম্মাকেই বলি। যা বলতে চাই না তখন বলি এই কথা তোমাকে এখন বলতে চাচ্ছি না।
আমার ছোট ভাইবোনদের এই কথা প্রায়ই বলি। কেউ বুঝে কেউ না।
আমার কাছে আমার মা'ই সেরা বন্ধু। কিন্তু এই মা দিবসে তাকে এই কথা বলা সহজ না। আমরা অভ্যস্ত না। তাই এই ব্লগে বললাম।
সকল মা'কে 'মা দিবস' এর শুভেচ্ছা।
(এই লেখা মোটেও আমার বন্ধুদের ছোট করতে নয়।)
২| ১১ ই মে, ২০০৮ সকাল ১০:৩৯
আলী আরাফাত শান্ত বলেছেন: +
৩| ১১ ই মে, ২০০৮ সকাল ১০:৫১
নবজন্ম বলেছেন: "মা আমি তোমাকে ভালবাসি"
এই পৃথিবীতে সকল মায়ের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধ্যা।
৪| ১১ ই মে, ২০০৮ সকাল ১১:১১
মাইনুল বলেছেন: মায়ের চেয়ে আপন কেহ নাই।
৫| ১১ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৪
শিরোনামহীন বলেছেন: হু!! মায়ের চেয়ে আপন কেউই নাই!!!
৬| ১১ ই মে, ২০০৮ দুপুর ২:১৯
কোপা সামছু বলেছেন: বিশ্বের সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা।
৭| ১১ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৩
প্রবাস কন্ঠ বলেছেন:
৮| ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩১
দোলাহাসান বলেছেন: একই অবস্হা আমারও, সবচে বড় বন্ধু মনে করি আম্মাকে কিন্তু তারপরও মা দিবসে কথা হলো অথচ বলতেই পারলাম না এত বড় সত্যি কথাটা।
লেখাটা ভাল লাগলো।ভাল থাকুন
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৭
মুহিব বলেছেন: ভাল লাগলো। আপনিও ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০০৮ সকাল ১০:১৯
চির সবুজ বলেছেন: আজকে পৃথিবীর সব মা কে সালাম।