![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে । সেখানে ৭ বছর কাটিয়ে আবার চট্টগ্রামের হালিশহরে । ২০০০ সাল থেকে ঢাকায়। ভাল লাগে স্বপরিবারে স্ববান্ধব দ্যাশ ঘুরতে, যখন তখন। আমি অপেক্ষা করি বন্ধুর ই-মেইলের : [email protected]
২০১৪ সালের জুন মাস। পুরোটা কাটিয়ে এলাম আমেরিকা থেকে। কিভাবে গেলাম, কি করলাম তা নিতান্তই নিজেরই গল্প। ব্লগেও সেই গল্প করি নাই। তবুও বই আকারে লিখে ফেললাম। লিখে দিলাম আমার বন্ধু ব্লগার সুজন মেহেদীর হাতে। সে প্রথমেই বলল 'আপনি কোন হরিদাস পাল যে আপনার আমেরিকা ঘুরাঘুরির গল্প লোকজন পয়সা দিয়ে বই কিনে পড়বে।' তবুও তার চেষ্টাতেই আমার আমেরিকার গল্প বই আকারে বের হল। আমিও এমন একজনের আমেরিকার গল্প পড়তে পড়তে আমেরিকা যেতে আগ্রহী হয়েছিলাম। হয়ত আমার বই পড়তে পড়তেও কোন পাঠকের যেতে ইচ্ছা করবে। আর তা যদি নাও করে অন্তত কারো যদি পড়তেও ভাল লাগে তাতেই আমার লেখা স্বার্থক।
বইয়ের নাম : নতুন চোখে আমেরিকা
মূল্য : ট২৫০/-
প্রকাশক : প্রকৃতি
১ কনকর্ড এম্পোরিয়াম মার্কেট
কাটাবন, ঢাকা
বইটি এখন রকমারিতেও পাওয়া যাচ্ছে। এখানে ক্লিক করুন:
http://www.rokomari.com/book/96970
আপনারা পড়লে এবং মতামত জানালে ভাল লাগবে। গালাগালি এবং গলাগলি দুটোর জন্যই প্রস্তুত আছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
মুহিব বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২
মহান অতন্দ্র বলেছেন: অভিনন্দন ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই এ মুহুত্বে আমেরিকা যা্ওয়ার ইচ্ছা থাকলেও টাকা নাই। তবে টাকা হলে যাওয়ার ইচ্ছা আছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
মুহিব বলেছেন: কখনও কখনও টাকা ভুতে যোগায়।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
আরণ্যক রাখাল বলেছেন: হুম আমার পকেট খালি। বইটা তাই কিনতে পারছি না। শুভ কামনা রইল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
মুহিব বলেছেন: তাহলে নি:শ্চিন্তে বই কিনুন। কারন বই কিনে.....
৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!
নিশ্চয় এই বই অনেকের কাজে আসবে।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৩
মুহিব বলেছেন: দেখা যাক কারো কাজে আসে কিনা বা ভাল লাগে কিনা।
৬| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অভিনন্দন ।আর বইটির সফলতা কামনা করছি ।
৭| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬
রুচি বলেছেন: শুভ কামনা রইল!!
৮| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪২
মুহিব বলেছেন: আগ্রহ দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮
বিদ্যুৎ বলেছেন: আপনার বইটির সাফল্য কামনা করছি। আর যারা কমেন্ট করেছেন তাঁদের মধ্যে অনেকে লিখেছেন টাকার অভাবে ভ্রমণ করতে পারছেন না এবং বইটি কিনতে পারছেন না। আমি জানি আপনারা জানেন তবুও আপনাদের মনে করে দেওয়ার জন্য বলছি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর বিখ্যাত স্কটিশ লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, সমালোচক এন্ড্রু ল্যাং বলেছেন, " বই পড়েও অনেক দেশ ঘোরা যায়"।
যেহেতু বইটি ভ্রমণ বিষয়ক তাও আবার আমেরিকা! তাই বইটি কিনে পড়ুন আর বিনে পয়সায় আমেরিকা ঘুরে আসুন। আমিও বইটি কিনব। ধন্যবাদ সবাইকে।
০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
মুহিব বলেছেন: ধন্যবাদ
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬
পটল বলেছেন: আম্রিকার কথা কি লিখছেন পড়তে হবে তো।
০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
মুহিব বলেছেন: পড়ে জানাবেন প্লিজ।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
মুহিব বলেছেন: এখানের কেউ কি পড়েছিলেন?
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বইয়ের মলাট ভালো লাগছে ।
অল্প করে বইয়ের রিভিউ দিতে পারতেন ভাই
শুভেচ্ছা রইল অনেক
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
মুহিব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: অবশ্যই সংগ্রহ করবো এবং পড়বো। আমেরিকা আমার প্রিয় দেশ।