![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫ ♪ ♫ ♪ ♫।গেয়ে উঠি হরিৎমুখর গান অথবা সুর। muiz_mahfuz@yahoo muiz_mahfuz@hotmail
বাতাসের ঐ সামান্য ওড়নায়
কেন ঢেকে রাখো সারস স্তন জোড়া
সূর্যকে কখনো করতে দেখিনি তা
তার স্তন থেকে রোদের দুধ
গড়িয়ে পরে সাগরে ও অরন্যোর কোলে সবুজ শিশুর ঠোটে
স্তন্যপায়ী গ্রহ ও নীল তিমি শাবকের
চোখে চোখে ঘোরে তার মধু-প্লাবিত ছায়া।
তবে কেন এই দহনের অন্তর্বাস!
সৌন্দর্যের থাকেনা কখনো রাখঢাক,আড়াল-আবডাল
লজ্জার নেকাবে মুখ লুকিয়ে আত্নঘৃণায় নিজেকে করেনা নিঃশেষ।
আকাশে আধারের ক্লীবত্ব ভেংগে যে নক্ষত্র ছুড়ে দেয় উজ্জল জ্যোতি
আমরা এই ভূদৃশ্যবাসীরা জানিনি কি সেই মহিমা
আর ফিরিয়ে দেইনি সেই গৌরব?
তুমি ঢেকে রাখো বলেই
চীনের প্রচীরের আধার-জংঘার
সোপান বেয়ে নামে
মনোবৈকল্যোর কালসাপ।
[প্রবর রিপন এ সময়ের একজন কবি{এ সময় মানে শূন্য-ফূন্য দশক জাতীয় কিছু নয়}(কবির সময়তো মহাকাল নিজেই!)অতিসম্প্রতি তার প্রকাশিত বই "নৈঃশব্দের মৃত্যু" থেকে কবিতাটি দিয়েছি]
২| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৫
অভিক শাওন বলেছেন: স্তন,আহা এ পেলে আর সব ভুলে থাকা যায়।
স্তনবতীরা এসো
আমার করতলে তুলে দাও তোমাদের সরেস স্তন।
৩| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
মুয়ীয মাহফুজ বলেছেন: আস্তে চিতকার করেন,
অনেকে এলে তখন আর ভালো লাগার পর্যায়ে থাকবে না!
৪| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
আহমাদ মুজতবা বলেছেন: ছবি কই?
৫| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৬
মুয়ীয মাহফুজ বলেছেন: সেটা কল্পনা করুন।কল্পনাই তো আমাদের আদর্শ বস্তুর কাছে নিয়ে যায়!
৬| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪১
অভিক শাওন বলেছেন: কিছু ফটুক দেন না ভাই।ছুটো,বড়,মাঝারি বিভিন্ন সাইজের।
৭| ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
রাজীব বলেছেন: মুয়ীয মাহফুজ @ "কেন ঢেকে রাখো সারস স্তন জোড়া"
সারস না সরেস... ঠিক বুঝলাম না...
৮| ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৫
িপপাস বলেছেন: আপনি কি স্তনে স্থান পেতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ০১৭১.......০০
৯| ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৯
মাঠশালা বলেছেন: "তুমি ঢেকে রাখো বলেই
চীনের প্রচীরের আধার-জংঘার
সোপান বেয়ে নামে
মনোবৈকল্যোর কালসাপ।"
গুড জব। ৫
১০| ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১০
মুয়ীয মাহফুজ বলেছেন: @রাজীব,বইতে সারসই লেখা আছে।তবে আমার মনে হয়,সরেসই সঠিক।
১১| ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ মাঠশালা,
@অভিক শাওন,আপনি @পিপাসের সাথে যোগাযোগ করুন!!!
১২| ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২২
জটিল বলেছেন: সরেস কবিতা মামা ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৫
অভিক শাওন বলেছেন: স্তন,আহা এ পেলে আর সব ভুলে থাকা যায়।
স্তনবতীরা এসো
আমার করতলে তুরে দাও তোমাদের সরেস স্তন।