![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহুল্য বর্জিত বিলাসিতার খোজে ক্লান্তিহীন আলস্যে আমি ঘুমিয়ে পড়ি, আবার জেগে উঠি সূর্যাস্তের সময়।
শাহবাগের এই আন্দোলন থেকে জাতীর সবচেয়ে বড় অর্জন কি বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সবচেয়ে বড় অর্জন একটি বিষয় নিয়ে মতৈক্যে পৌছাতে পারা।
এক মাসে আর কত ভয়াবহতা দেখব। ফেব্রুয়ারির শুরু থেকেই দেখছি। শহবাগ মুভমেন্ট, সারা দেশেই চলছে তারপরেও শাহবাগ মুভমেন্ট বলছি, থাবা বাবা ট্রাজেডি। আর কত?
প্রধানমন্ত্রী ব্লগার রাজিবের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে এসেছেন। সংসদে শোক পালিত হয়েছে। সবাই জামায়াতের হরতাল প্রত্যক্ষ্যন করার কথা বলছেন।
প্রধান মন্ত্রীকে অন্য হত্যকান্ডের পর মৃত ব্যক্তির বাসায় গিয়ে পরিবারের সবাইকে সান্ত্বনা দিতে দেখিনি, সংসদে শোক তো আরো পরে। আমাদেরকেও অন্য দলের হরতাল বর্জন করতে আহবান জানাতে দেখিনি। আমারা সবাই আজ এক হয়েছি। এরকম না যে জামায়াত হরতাল দিলে দেশের অর্থনিতীর ক্ষতি হয় আর অ্ন্য কোন দলের হরতালে রেমিটেন্স বাড়ে। আমরা এক হয়ে সবই করতে পরি। আমরা সব দলের হরতাল বর্জন করতে পারি। আমরা প্রধানমন্ত্রীকেও বাধ্য করতে পারি ছাত্রলীগের হত্যাগুলোর বিচার নিশ্চিত করতে।
শাহবাগ থেকে আমাদের অর্জন যেই একতা তা কাজে লাগিয়ে দেশ থেকে সব নীতিবর্জিত কাজ থামিয়ে দিতে পারি। শাহবাগ থেকে ঘরে ফিরে আমাদের কাজ আরও বেশি। আমরা নেতা হতে চাইনা। আমাদের একতা দিয়ে দেশের নেতাদের স্বভাব বদলাতে চাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: নিষিদ্ধ করার কি দরকার? আমরা সবাই যদি না মানি, তাহলে রাজনৈতিকদলগুলো দেখবে হরতাল জনগন গ্রহন করে না। তাহলই হবে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
হাবিব০৪২০০২ বলেছেন: ভাল মন্দ বলেছেন: হরতাল কে নিষিদ্দ করা হোক।
তাহলে মনে করব শাহবাগের এই আন্দোলন থেকে জাতীর সবচেয়ে বড় অর্জন হয়েছে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
দেশপ্রেমিক পোলা বলেছেন: আমাদের একতা দিয়ে দেশের নেতাদের স্বভাব বদলাতে চাই।
----- ভাইরে, দেশের এইসব নেতাদের স্বভাব বদলানো আমাদের দ্বারা সম্ভব না। আমি কোন আশা দেখছি না। আমরা রাজাকারদের ফাঁসির সাথে যদি আরেকটি জিনিষ চাইতাম যে নেতাদের কোন উপরি ইনকাম থাকতে পারবে না। কোন ব্যাংকে কত টাকা আছে সবই আমাদের নখদর্পনে থাকতে হবে। তাহলে মনে হয় কিছু একটা হতো। কারণ ধরে নিলাম শহাবাগের আন্দোলনের ফলে সবার ফাঁসি হলো, কিন্তু তারপর যদি আবার সমানে দুর্ণীতি চলে তাহলে লাভ হলো কোথায়? আন্দোলন করে আমরা কি একপাও এগোতে পারলাম?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: একমত। এই একতা দিয়ে আমরা সব করতে পারি। কি বলেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
ভাল মন্দ বলেছেন: হরতাল কে নিষিদ্দ করা হোক।
তাহলে মনে করব শাহবাগের এই আন্দোলন থেকে জাতীর সবচেয়ে বড় অর্জন হয়েছে।