নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

তবে কি রাষ্ট্র তার সন্তানের অধিকার হরণ করছে?

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬



বিসিএস ও ননক্যাডার ১ম/২য় শ্রেণীঃ
১) মেধাতালিকা- ৪৫%
২) কোটা- ৫৫%
ক) মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি - ৩০%
খ) মহিলা- ১০%
গ) জেলা -১০%
ঘ) ক্ষুদ্র নৃ-গোষ্টি - ৫%
ঙ) প্রতিবন্ধি - ১%
.
তৃতীয়/চতুর্থ শ্রেণির চাকুরীঃ
১) মেধাতালিকা -৩০%
২) কোটা -৭০%
ক) মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি - ৩০%
খ) মহিলা- ১৫%
গ) পোষ্য কোটা -১০%(বেশী)
ঘ) ক্ষুদ্র নৃ-গোষ্টি - ৫%
ঙ) প্রতিবন্ধি - ১০%
.
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ
১) মেধাতালিকা-২০%
২) কোটা -৮০%
ক) মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি - ৩০%
খ) নারী কোটা - ৩০%
গ) পোষ্য -২০%

জাতির বিবেক লোপ পেয়েছে। এ দেশকে নিয়ে আর আশা করি না। ডাকাত ডাকাতি করে অপরের ন্যায্যটুকু কেড়ে নেয়, চুর চুরি করে অপরের ন্যয্যটুকু কেড়ে নেয়, আজকাল রষ্ট্রও টিয়ারসেল আর বুলেট দিয়ে ন্যায্যটুকু কেড়ে নিচ্ছে.... রাস্তায় পিটাচ্ছে অনার্স মাষ্টার্স পাস করা দেশের মেধাবি সন্তানদের। যে রাষ্ট্র নিরাপত্তা দেয়ার কথা, সেই রাষ্ট্র কিভাবে আগাত করে জন্মের পর থেকে যে কৃষক তার সন্তানকে কৃষিকাজে নেয়নি, যে তাতি তার সন্তানকে তাত কর্মে নেয়নি, যে কামার তার সন্তানকে লোহা পেটাতে নেয়নি..... তার ঘাম ভেজানো পুরোটা টাকাই তার সন্তানের ভবিষৎ নিশ্চয়তার জন্য খরচ করেছে খেয়ে না খেয়ে। মধ্যবিত্ত পরিবার থেকে একটি সন্তানকে মাস্টার্স করানো যে কতো কষ্টের বলার অপেক্ষা রাখে না।

প্লিজ চাকুরি নামের মুলা ঝুলিয়ে সাধারন মেধাবিদের আর শিক্ষা নিতে আগ্রহী করবেন না! এদের অশিক্ষিত করে রাখেন, নয়তো রাষ্ট্রে যথেচ্ছা করা সম্ভব হবে না,এদের মা বাবার ঘাম ঝরানো টাকাগুলি অযথা নষ্ট করব্রন না, বহু বছর ধরে পুষে আশা স্বপ্ন মিথ্যা প্রমাণ না।
স্পষ্ট করে বলে দেয়া ভালো এদেশ সাধারনদের নয় ! তারা করুণার পাত্র মাত্র।
তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ঘৃণ্য ও জগণ্য হামলার। মনে রাখবেন প্রতিটী রক্তবিন্দুর জন্য চড়া মূল্য দিতে হতে পারে। অতীত খুঁজে দেখেন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

ক্স বলেছেন: সাধারণ মেধাবিরা যাতে শিক্ষা নিতে আর আগ্রহী না হয়, সেজন্যেই তো প্রশ্ন ফাঁস করিয়ে, জিপিএ ফাইভের বন্যা বইয়ে দেয়া হচ্ছে।
তারপরেও যদি আপনারা শিক্ষিত হবার জেদ ধরেন, সরকার কি করতে পারে?

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: এই সমস্যার সমাধান দ্রুত করতে হবে।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: রাষ্ট্র নাগরিকদের অধিকার হরণ করেছে কিনা জানি না তবে নাগরিকদের মাঝে বৈষম্যে প্রচীর স্থাপন করেছে। এই প্রচীর না ভাঙ্গলে মেধাবীরা তাদের মেধার যথার্থ মূল্যায়ন পাবে না।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

তারেক_মাহমুদ বলেছেন: ভুয়া সার্টিফিকেট নিয়েও অনেকে এই সুবিধা ভোগ করছে,

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: স্বাধীন দেশে কোটা নামক বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয়।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

শামচুল হক বলেছেন: কোটা এখন একটা সমস্যা

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

সজিব ইসলাম বলেছেন: স্বাধিনতার এত বছর পরও আমরা আমাদের সন্তানদের মেধার মুল্যদিতে পারচিনা কিছু মেধাহীন লোকজনকে সুযোগ দেয়ার কারনে।ওদের সুযোগ না দিলে যে উনাদের চেতনা টিকে থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.