![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
ব্লগে ঢুকলেই খালি কবিতা, কবিতা,কবিতা,কবিতা,কবিতা,কবিতা,কবিতা আর কবিতা। এর মধ্যে ২/১ টা বাদ দিয়া আর কোনটাই পড়ার উপযুক্ত না। ইচ্ছা মত উল্টা পাল্টা অর্থবিহীন কিছু একটা লিখলেই সেইটা কবিতা হয় না। যারা এত আকুল হৃদয়ে কবিতা লেখতাছে এদের অল্প দুই একজন ছাড়া কেউই মনে হয় না ভালো কবিদের কোন লেখা পড়ছে। ফেসবুকের বিভিন্ন স্বস্তা পেইজের লেখা পড়ে কবি হবার সাধ চাপছে। সব কিছু না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ কইরা দেশে এত কবি বাইড়া গেলো কেনো? ঘটনা আড়ালে কি? নারী ঘটিত ব্যাপার নাকি?
২।
ধর্ম নিয়া পোস্ট। কিছু মানুষ ধর্ম নিয়া পোষ্ট দিতে দিতে দিতে দিতে দিতে দিতেদিতে দিতেদিতে দিতেদিতে দিতে বিষয়টারে পুরাই তিতা বানাইয়া ফেলছে। মাঝে মাঝে মনে হয় হাটহাজারীর সব পোলাপাইন ব্লগে চইলা আসছে নাস্তিকগিরি ঠেকাইতে। যার জ্ঞান আছে সে অল্প সল্প লেখার চেষ্টা করে। আর যার জ্ঞান নাই, সেই সবচেয়ে বেশি লেখতেছে। ব্লগ হইয়া গেছে তাগো কাছে ধর্ম প্রচারের জায়গা। ধর্ম নিয়া পোস্ট দেয়ারে আমি খারাপ বলতেছি না। কিন্তু সব কিছুরে ধর্ম দিয়া জাস্টিফাই করা কি উচিত? এদের লেখা পড়লেই বুঝা যায়, এদের পড়াশোনায় অনেক ঘাটতি আছে। এদেরকে পড়াশোনা করার জন্য অনুরোধ করব। ব্লগে এসে ফেসবুক মার্কা লেখা পড়তে ইচ্ছা করে না। আরো ইচ্ছে করে না আবাল মার্কা লেখা পড়ি। এই ধরনের লেখা চোখে পড়লে সিদ্ধান্ত নিসি আজকে থেকে এদেরকে দুয়ো দিবো।
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
মুখ ও মুখোস বলেছেন: আপনের কোন লেখা পড়ছি বলে মনে পড়ে না। দেখি পইড়া বলব নে। আর আমি যদি খারাপও বলে তাতে আপনের কি? আপনের লেখা আপনি লিখা যান। শ্যাষ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০
সাদী ফেরদৌস বলেছেন: আরে এ যে একেবারে মনের কথা । মুখ ও মুখোশ সহমত আপনার সাথে তবে মাঝে মধ্যে কদাচিৎ দুই একটা ভালো কবিতা আমরা পাই ।
তবে বাজে সব স্লোগানের ( কবিতা না বলে স্লোগান বলছি ) কারনে ঐ সব মাঝে মধ্যে কবিতা চোখে পরে না ।
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
মুখ ও মুখোস বলেছেন: আমিও তো বলি নাই সব কবিতা খারাপ। ভাল কবিতা পাই তো মাঝে মাঝে। সেই গুলো পড়লে ভালো লাগে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
আপনার অভিযোগ মন দিয়ে শুনলেম। দেখা যাক ব্লগ প্রশাসন কী বলেন। আমি আমার কথা বলছি- কবিতা তো লিখতে পারি নে। কবিতা লিখা অত্যন্ত মেধা ও শ্রমসাধ্য একটি সৃজনশীল প্রক্রিয়া। আবার জাত কবিরা কলম ধরলেই কবিতা বৃষ্টি ঝড়ে। আমিও ব্লগে মাঝে-সাজে লিখছি(পদ্য জাতীয় অনেকটা) তাও মাসে একখানা নামাতে পারি নে ...
ধর্ম প্রচার করাটা ভালো কথা। আর এ জন্য পড়াশোনাও প্রচুর করতে হয়।
আপনার সমালোচনা আরও কিছুটা গুছিয়ে এবং গঠনমূলক যুক্তি সহকারে তুলে ধরেন। আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে উৎসাহ বোধ করবো। আপনাকে ধন্যবাদ, মুখ ও মুখোস।
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
মুখ ও মুখোস বলেছেন: আফসোস হইল, আপনারদের লেখা দেখেও যদি এরা কেউ শিখত। এরা তো শিখে ফেসবুকের ফালতু পেইজ থেকে। আপনার লেখা নিয়া সমালোচনা করার কিছু নাই। আমার কাছে ভালোই লাগে, আবার অন্য কারো কাছে খারাপ লাগতেই পারে। জানা মতে রবীন্দ্রনাথের লেখাও তো সমালোচিত হইছে এবং এখনও অনেকেই করতাছে। তাতে কি হইছে। আপনি একটা কোয়ালিটি ধইরা রাখছেন। যেইটা গুরুত্বপূর্ন। আমার মত রিডাররা কোয়ালিটি বেশি চায়, অতিরিক্ত কোয়ানটিটি না।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০
স্যার এডলফ হিটলার বলেছেন: ধর্ম নিয়ে পোস্ট তো আমিও দেই আপনি আমার ব্লগে যেয়ে দেখেন কোন পোস্টটা করা মার উচিত হয়নি। তাহলে কিছুটা হলেও আপনাদের রুচির পরিচয় পাবো।
আর হ্যা আপনার এই পোস্টটা শুধু ১-২ জনের মনের ভাব প্রকাশ করে। সবার না।
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
মুখ ও মুখোস বলেছেন: আপনার ব্লগ ঘুইরা আসলাম। যা দেখলাম তাতে ধর্ম বিষয়ে আপনার জ্ঞান আমার চেয়েও কম মনে হইতেছে। অবশ্য ধর্ম না। আমার সব বিষয়েই গিয়ান কিছুটা কম আছে। ভালো গিয়ান অর্জন করেন ভাই। চায়না পর্যন্ত যান।
হ, আমি তো কখনই কই নাই, এটা সবার মনোভাব। আপনি যেমন আপনারটা কইছেন, আমিও আমারটা কইতাছি।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আ্পনার মতো বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করছি সামুর কিছু বন্ধুরা ধুমছে কবিতা লিখছেন। পঞ্চমুখ বলে একটা কথা শুনেছিলাম। তবে কাদের পঞ্চমুখ আছে তা আজও দর্শনের সুযোগ হয় নাই। পাঁচ মুখের সমাহারে পঞ্চমুখ হয় বলে আমার ধারণা। তো সামুর অনেক বন্ধুরা এই সকল কবিদের কবিতা পাঠ করে উচচ্ছাসিত প্রশংসা করে। এক কথায় প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে সেই কবি যদি বিপরীত লিঙ্গের হন। আমার বিশ্বাস কবিতা লেখা বা বুঝার ক্ষমতা সবার থাকে না। আমি সেই দলের। মোটা মাথার কবিতা পাঠক বলা যায়। ছন্দের মিল না থাকলে আমার কাছে সেটা কবিতা বলে মনে হয়না। আমার ধারণা ছন্দের মিল না থাকলে বা ছন্দপতন কবিতার অংগহানী করে।
তবে আধুনিক কবিদের সেই চিন্তা করতে হয়না। এটার নাম গদ্য কবিতা। আধুনিক কবিরা গদ্য লিখে যান ইচ্ছামত, নাম দেন কবিতা। অনেকে ভূয়সী প্রশংসা। এমন প্রসংশা যে কবিতার লেখক ও হয়তো লজ্জাবোধ করেন তাদের প্রশংসা বাক্যে। পারলে হয়তো নোবেল পুরস্কার দিয়ে দিতেন জাতীয় বাক্য প্রয়োগ করেন তারা তাদের মন্তব্যে। আমি বিব্রত বোধ করি। যারা সত্যি কবিতার সমঝদার বা যারা কবিতার বিজ্ঞ পাঠক তারও নিশ্চয়ই এই সকল নব্য কবিদের লেখার মন্তব্যকারীদের মন্তব্য দেখে মুচঁকি হাসেন। কবিতা লেখা বা লিখবার চেষ্টা অবশ্যই দোষের কিছু নয়। তবে কবিতা লিখতে হলে যা প্রয়োজন তা হলো বেশী বেশী করে প্রতিষ্টিত কবিদের কবিতা পাঠ করা। এর কোন বিকল্প নাই।
তা ছাড়া কবিতাটি সামুতে পোস্ট দিবার পূর্বে কোন একজন বিজ্ঞজনকে দিয়ে তার ভুল ত্রুটি সংশোধন করা কর্তব্য। আর যারা সত্যিই কবিতা বোঝেন তাদের উচিৎ যথার্থ সমালোচনা করা। শুধু কবিকে সন্তষ্ট করার জন্য বা তার কাছে আসবার চেষ্টা পরিহার করে তার গঠনমূলক পরামর্শ দিন যেন সে আরো ভালো লেখায় উদ্বুদ্ধ হন। ভালো লেখা উপহার দিতে সক্ষম হন। প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন সব কিছুই ভালো লাগে। নিজেকে কবি কবি ভাবতে ইচ্ছা করে। আপনারও হয়তো সেই সময় এসেছে বা আসবে। হয়তো আমার মতো সে সময় পেরিয়ে গেছে। আমিও একসময় কবি হবার ইচ্ছা হতো। চেষ্টা করে সফল হতে না পেরে এখন গদ্য ও কলাম লেখায় মনোযোগী হয়েছি। এই লেখারসাথে সংশ্লিষ্ট আমার জীবনের একটা কথা শেয়ার করতে লোভ হল। ” কবি হতে ইচ্ছার সময়টাতে বেশ কিছু কবিতা লিখে খাতার পাতা পূর্ণ করে ফেলেছি। তারপর তা পত্রিকার পাতায় প্রকাশের খায়েস জাগলো। আমার পরিচিত এক প্রকাশকের দ্বারস্থ হলাম। তিনি মনোযোগসহকারে কবিতাগুলো পাঠ করে আমাকে উপদেশ দিলো। কবিতাসমূহে আমার আবেগ ও যত্নের ছাপ থাকলেও কবিতার অন্তরা ও ছন্দের পতন হয়েছে। সুতরাং আরও লিখবার পরামর্শ দিলেন। আর পরামর্শ দিলেন ” গদ্য কবিতা লেখার চেষ্টা করতে পার ”। আমি গদ্য কবিতা লেখার নিয়ম কানুন জানতে চাইলে তিনি যা বললেন তাতে আমার আক্কেল গুড়–ম। তার পরামর্শ - ”প্রথমে যেকোন একটা বিষয়ে রচনা লিখবে। গরুর রচনা হলেও ক্ষতি নাই। তার পার রচনাটির দুই পার্শ্ব থেকে এক ইঞ্চি করে ছেটে ফেলবে দেখবে চমৎকার একটি গদ্য কবিতা রচনা করে ফেলছ।” আমি সেদিন তার সেই কথার মানে না বুঝলেও এখন বুঝতে পারছি সামুর কিছু নব্য কবিদের কবিতা পঠ করে। আর তাদের প্রশংসাকারীদের মন্তব্য দেখে শুধু বলতে ইচ্ছা হয় হায় সেলুকাস ! কি বিচিত্র আমাদের সামুর কবি ও তার পাঠক।
বিঃদ্রঃ আমি সম্মানের সাথে সেই সকল কবিদের আমার এ লেখার আওতামূক্ত রেখেছি যারা সত্যিই অনেক ভালো লেখেন। আমার লেখার সাথে যারা একমত তাদের মন্তব্য আশা করি । আর যারা দ্বিমত পোষণ করেন তাদের কাছ থেকে ব্যাখ্যা । আমার লেখা কারো মনোপীড়ার কারন হলে নিজগুণে ক্ষমা করবেন এই প্রত্যাশায়।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২
মুখ ও মুখোস বলেছেন: আমি আপনার মন্তব্যের সাথে একই মত। আপনি ভালো বলেছেন। জানা শুনার মধ্যে অনেক কবি এখানে লেখেন। আমি কবিতা তেমন বুঝি না তবে ভালো লাগে। কবিরা যখন ছন্দ নিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে যান, তখন বিশ্রাম নেয়ার জন্য গদ্য কবিতা লেখেন। কিন্তু নতুন কবিদের কাছে গদ্য কবিতাই এখন আসল। কারন এতে তুলনামুলক মেধার প্রয়োগ কম হয়।
আমি বলছি না এই সব গদ্য কবিতা সব খারাপ, মাঝে মাঝে আমি দারুন দারুন কিছু কবিতা পাই যার দুই এক লাইন মনে গেঁথে থাকে। অনেকেই দেখেছি, তারা ছন্দ মেলানোর জন্য খুব সস্তা তাল অনুসরন করে। যেমন,
বালিকা আমি তোমারে খুব করতেছি যে মিস,
কাছে পাইলে সিউর দিতাম জড়াইয়া ধরে কিস।
এখন কেউ যদি এইটারে কবিতা বলে চালায় আপনি আর আমি কি বলব বলেন। তবে মাঝে মাঝে বিরক্তি কাটাইতে এই সব মন্দ না।
আমার একরুম মেট রাতের ৩ টার সময় ঘুম থেকে উঠাইয়া আমারে কবিতা শুনাইতো। বলত, কেমন লাগছে বল? প্রথম দিকে একটা কবিতা সে মনে হয় ১০/১২ জনরে পড়াইত, মতামত নিত। আস্তে ধীরে নিজের ভুল ঠিক করছে। আমার দোস্ত মিয়া শুনছি এখন নাকি একটা কবিতার বইও বের করছে। সাহস কেমনে করছে, সেইটা পরের বিবেচনা। এট লিস্ট একটা মান তো সে বজায় রাখছে।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগ অনেকটা ব্যাক্তির ডিজিটাল ডায়েরি ।
ব্যাক্তি তার ডায়েরীতে যা ইচ্ছা তা লিখতে পারে । কিন্তু সমস্যা হল , এ ডায়েরী মলাট বন্দি নয় , এটা উন্মুক্ত ।
এটা অন্যরাও দেখে । তাই এই ডায়েরী লিখার সময় অন্যের রুচি আর পছন্দের বিষয়টিও ভাবতে হয় ।
কিন্তু দুঃখের বিষয় অনেকেই তা ভাবেন না ।
ব্লগে অনেক প্রতিভাবান কবি আছেন , আছে প্রজ্ঞাবান ধর্মীয় আলোচকও ।
এর বাইরে যারা আছেন তারাও একদিন প্রতিভাবান হবেন না , এমন কোন কথা নাই ।
তাই বলে আগামীতে প্রতিভাবান(?) হবার আশায় প্রতিদিন ৪/৫ তা করে কবিতা নামিয়ে পোস্ট করতে থাকবেন এটাও কাম্য নয় ।
এতে ব্লগের স্পেস নষ্ট হয় , প্রথম পাতায় ট্র্যাফিক সৃষ্টি হয় ।
শুধু কবিতা বা ধর্মীয় পোস্ট নয় , কোন প্রকারের অতিরিক্ত পোস্টই গ্রহন যোগ্য নয় ।
মান এর বিষয়টা আপেক্ষিক , নতুনদের যে কোন মানের লিখায় আমার উৎসাহ থাকবে ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
মুখ ও মুখোস বলেছেন: আপনার কথার বিপরীতে দ্বিতীয় কোন কথা বলার সুযোগ রাখেন নাই। ধইন্না দিয়া সহমত জানাইলাম।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
স্যার এডলফ হিটলার বলেছেন: আপনি বলছেন আমার ধর্মজ্ঞ্যান আপনার থেকে কম, আমিও মেনে নিলাম।
যেহেতু আপনার আমার থেকে এই বিষয়ে জ্ঞ্যান বেশী, সেহেতু আমি চাচ্ছি আপনি আমাকে কিছু উপদেশ দেন। আমি পোস্টগুলোর কোন কোন বিষয় ইডিট করবো, কোন কোন বিষয় অপ্রাসঙ্গিক ইত্যাদি বিষয়ে আপনার মতামত চাই।
আশা করি আপনি মতামত দিবেন। তাছাড়া আমার কোন কথায় আপনি ভুল পেয়েছেন তাও জানাবেন
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
মুখ ও মুখোস বলেছেন: নারে ভাই, আমি কইতে চাইছি, ধর্ম নিয়া আমার তো ধারনা এমনিতেই কম, আপনার লেখায় ধর্ম নিয়া উৎসাহী হবার মত কিছু পাইলাম না। খালি কে গরু খাইছে, অন্য ধর্মের মানুষ কে কি করছে এই সব আর কি। পৈত্রিক সুত্রে ইসলাম ধর্মে আছি। ধর্মটা ভালোও লাগে। যখন বিশেষ করে কোরানের অনুবাদ পড়ি। তবে খারাপ লাগে, আমাদের দেশের মানুষ সারাজীবন ধর্মটারে ভয় পাইল, অর্থ না বুইঝা কোরান পড়ল। হাতুড়ে হুজুরদের ক্ষপরে পইড়া উল্টা পাল্টা বুঝল, ধর্মরে ভয় পাইল। এইটাই আফসোস।
পারলে এই হাতুড়ে গিরি বাদ দিয়া, সুন্দর বিষয় নিয়া আলোচনা করেন। মানুষরে বলেন, ইসলাম ধর্মটা সুন্দর। এই যে এত ভাগাভাগি, মাহজাব, গোত্র, মানুষ হত্যা কট্টরবাদ ইত্যাদি ইসলাম ধর্মে নাই।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
@নূর মোহাম্মদ নূরু
খুব সুন্দর শিক্ষণীয় মন্তব্য করেছেন। আমি দ্বিমত করছি না। সাহিত্যে, গদ্য কবিতা তার আলাদা একটি জায়গা করে নিয়েছে। তবে সাধারণ পাঠক ছন্দ ধরতেই অনেক বেশি পছন্দ করে বলে আমার ধারণা। তবে কবিতার ছন্দ ও ছড়ার ছন্দ যেনও আবার গুলিয়ে না ফেলি ! আপনি বলেছেন- “আর যারা সত্যিই কবিতা বোঝেন তাদের উচিৎ যথার্থ সমালোচনা করা”। সমালোচনা করতে লেখাটাকে সময় দিতে হয়। ওতো সময় নিয়ে ব্লগে ক’জনা আসতে পারে বলুন ?
ব্লগে অনেকেরই লেখালেখির হাতেখড়ি হয়। তাই লিখতে লিখতে শেখার মতো একটি স্পেস ব্লগ করে দিচ্ছে। আমাদেরও সকলের উচিত এর সদ্ব্যবহার করা।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
মুখ ও মুখোস বলেছেন: ব্লগে অনেকেরই লেখালেখির হাতেখড়ি হয়। তাই লিখতে লিখতে শেখার মতো একটি স্পেস ব্লগ করে দিচ্ছে। আমাদেরও সকলের উচিত এর সদ্ব্যবহার করা।
তবে জানেন দাদা, ব্লগ মাঝে মাঝে আমার কাছে গণিকাবাড়ির মত লাগে। এখানে সবাই আসে নিজের প্রয়োজনে, নিজের স্বার্থ উদ্ধার হয়, নাম হয়, তারপর ফেসবুকে যায়, সুন্দরী ফলোয়ার হয়, তারপর ব্লগ আর ভালা না। সময় নাই। আরো বহুত কিছু। তারপর ব্লগ তাদের কাছে গণিকাদের মত অচ্ছুত।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"ধর্ম নিয়া পোস্ট দেয়ারে আমি খারাপ বলতেছি না। কিন্তু সব কিছুরে ধর্ম দিয়া জাস্টিফাই করা কি উচিত? এদের লেখা পড়লেই বুঝা যায়, এদের পড়াশোনায় অনেক ঘাটতি আছে। এদেরকে পড়াশোনা করার জন্য অনুরোধ করব।"
সহমত।
তবে ব্লগ প্রশাসন অন্তত এ ব্যাপারে কিছু করবেনা। তারা এগুলো নিয়ে মজা দেখতে পছন্দ করে।
ভাই নূর মোহাম্মদ নূরু; আপনার কমেন্ট পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলাম। তবে প্রকাশকের পরামর্শমত দু'পাশ থেকে ছেটে ফেলার ঘটনাটা পুরোনো।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
মুখ ও মুখোস বলেছেন: সেটাই, ক্যাচালেই প্রসার। আবার ক্যাচাল না থাকলে মজা নাই। দুইটাই সইত্য।
১০| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: @মূখ ও মূখোশ ভাই রোগ ধরলেন কারণটা বললেন না। চিকিৎসাটা করবেন কেমনে?
৫৭র ভয়!
মানুষ মন খুলে প্রাণ খুলে আবগেকে প্রকাশ করতে পারছে না। কিন্তু সহজাত প্রকাশের স্রোত তো আর থেমে থাকার নয়। কারণ এই প্রকাশ বাসনাই সৃষ্টি সৃজনের মূল কারণ। আর সেই কারণেই মানুষ তার ভাব প্রকাশের ধারাটা বদলেছে আত্ম রক্ষার্থে এভং অবশ্যই নিজের সাবলীলতাকে চলমান রাখতে।
তাই ইদানিং কাব্যের ভীর বেশি। কারণ তাতে ৫৭র ভয় কম।
কবি মজিদ মাহমুদের একটা কবিতায় এ বিষয়টা দারুন ভাবে এসেছে
একজন কবির কি রাজনৈতিক কবিতা লেখা উচিত
মোটেও না; বিচার বহির্ভূত হত্যাকাণ্ড
খুন গুম এসব কবির বিষয় নয়
বাকস্বাধীনতা নিয়ে চিল্লাপাল্লার কি আছে
ধর্ষণ, শিশুহত্যা বস্তিতে আগুন
এ সব আগেও ছিল
পেট্রোল বোমা, ‘আগুন-সন্ত্রাসের নেত্রী’
ব্লগার কিংবা হেফাজত
যাহা ‘চুয়ান্ন’ তহাই ‘সাতান্ন’
আমি এ-সব নিয়ে ভাবি না
সকালে ঘুম থেকে উঠে-
গরম রুটির সাথে এক মগ চা পেলে
বিগত প্রেমিকাদের স্মরণে কবিতা লিখতে বসি
কবির কাজ তো তা-ই, না কি!
রমণযোগ্য নারী, ফুল ও মদের উপমা
এ সবই কবির বিষয়
----
তাই কবিতার নিরাপত্তা বোধই বেশি বেশি কাব্যের জন্মকারণ সম্ভবত।
আর ধর্ম। সেতো আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে। ধৃ- মানে ধারণ করা। যে যা ধারণ করে তাই তার ধর্ম। সেটা নিয়েতো আর কুন কথাই নাই। মানুক না মানুক, পালন করুক না করুক, ধর্ম বুঝুক না বুঝুক- নিজের সদ্যপ্রসুত বোঝাটাকে সবার ঘাড়ে উঠোন চাইই চাই...
সো
চলুক কাব্য আর ধর্মে অচলায়তন সময়ের দুর্গম মরু পাড়ি দেয়া রেলগাড়ী কু ঝিক ঝিক...
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২
মুখ ও মুখোস বলেছেন: ব্লগে কবিতা আর ধর্ম পোস্ট বাড়ার ব্যাপারে যে ৫৭ ধারার ভুমিকা আছে তা জানিয়া বড়ই পুলকিত অনুভব করিতেছি। অনেক মানুষ ব্লগে, ফেসবুকে, রাস্তা ঘাটেই খালি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলে। ব্লগে কয়েকটা পোস্টে আপনেগোরেও মনে হয় দেখছি, এই সব নিয়া কথা কইতে। কিন্তু কি লাভ কন? সবই তো যেই লাউ সেই কদু। এই খাসলত আমাগো কখনই যাইব না। মুল ঘটনা বাদ দিয়া যা অপছন্দ তারে ঐ ঘটনার সাথে যুক্ত করা।
৫৭ ধারার প্রভাব নিয়া কোন দ্বিমত নাই। ভালো কথা কইতেও ভাইবা কইতে হয়। তবে আমি মনে করি না যারা ৫৭ ধারার ভয়ে যারা কথা কইতে পারেন না, তারা ব্লগে আইসা কবিতা আর ধর্ম নিয়া কচলাকচলি করতাছে। এটা যুক্তি হিসেবে বেশ কঠিন রে ভাই। আপনি কন, আপনি দিনে কয়টা ভালো রাজনৈতিক লেখা পড়ছেন? বিশ্লেষন পড়ছেন? এরা কেউ ব্লগার? এরা সবাই আসছে মজা দেখতে আর পত্রিকায় লেখা ছাপায় না দেখে ব্লগে কলাম লিখতে।
পড়াশোনা, রাজনীতি, কবিতা গল্প, ধর্ম সব কিছুর জন্যই দরকার।
১১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
শূণ্য মাত্রিক বলেছেন: কেউ যদি আপনার পোস্ট পড়ে নিজের মধ্যে অপরাধ বোধ করে তাহলে আমি বলব তার আদর্শ গত সমস্যা আছে !!! আমি বিশ্বাস করি আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখব,,,,, সেটা কতটুকু গ্রহন যোগ্য হবে, কতটুকু মানসম্মত হবে, কতটুকু মানুষ গ্রহন করবে এসব ভেবে চলতে গেলে আমার চলবে না। আমি মনে করি প্রতিটা লেখাই আমার দায়বদ্ধতা, যেটা আমার ভিতরের মানুষ টা চাইছে এক্সপ্রেস করতে,,,, এবং আমি সেটা করবই। যদি সেটা গরু রচনা হয় তবুও আমি করব। আমি কাউকে পড়াতে বাধ্য নয়, তবে আমি লিখতে বাধ্য !!!
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০
মুখ ও মুখোস বলেছেন: আপনার সাথে দ্বিমত নাই। তবে যখন আপনি আপনার সৃজনশীলতা আমাকে দেখাবেন তখন আপনাকেও আমার মতামত বা পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে। আরো দেখাতে হবে নিজের লেখার মান উন্নয়ন করার প্রয়াসের প্রমান। সময় খুব দ্রুত যাচ্ছে, কেউ নিশ্চয় সময়কে নষ্ট করতে চায় না।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: মুখ ও মুখোস ।
মুখ ও মুখোসের পার্থক্য তুলে ধরতে চেয়েছেন ।
উপরের প্রায় সবক'টি মন্তব্যে বিশেষ করে নূর মোহাম্মদ নূরু , বিদ্রোহী ভৃগু আর গিয়াসলিটন এর মন্তব্যে আপনার চাওয়া সুন্দর করে প্রতিফলিত হয়েছে । এর বাইরে কারো এবং আমারও আর কিছ লেখার থাকেনা । অন্ধবিন্দুর কথাগুলোও ভেবে দেখার মতো ।
শূণ্য মাত্রিক বলেছেন: কেউ যদি আপনার পোস্ট পড়ে নিজের মধ্যে অপরাধ বোধ করে তাহলে আমি বলব তার আদর্শ গত সমস্যা আছে !!! আমি বিশ্বাস করি আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখব....
আর আমি বলি , ব্লগ আমারই মুখশ্রী , আমার ষ্টাইল । আমাকে চেনা যায় এতে । আর মুখোসটা হলো ফ্যাসান । ফ্যাসানের রকমফের হবেই । কার যে কোন ফ্যাসানটা পছন্দ কে জানে !!!!!!!!!
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
মুখ ও মুখোস বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস। আপনার বক্তব্য আমার বেশ ভালো লাগে। বেশ গঠনমুলকও মনে হয়। ওয়েলকাম টু মাই ডেন।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২
আলাপচারী বলেছেন: দেশে কাক আর কবির সংখ্যা সমান। প্রসিদ্ধ এক কবিরই উক্তি।
সবচেয়ে কম জানে ও কম মানে যারা নিজ জীবনে ধর্ম তারাই ধর্ম নিয়ে বেশী লেখে। (বেশী লেখে দ্রষ্টব্য)
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
মুখ ও মুখোস বলেছেন: কবিরা খুব জেলাস হয়। ধর্ম নিয়া যারা কম জানে, তারাই বেশি ফালাফালি করে।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০
গেম চেঞ্জার বলেছেন: Are you bored for any poem written by me?
Though I wrote story mainly.
It is a personal question.