![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি আত্নহত্যার আকুল প্রার্থনা ;মানুষের আত্নহত্যার অধিকার দেওয়া উচিত. কারণ মানুষের জ্বীবনের মানে যখন শূন্য দেখে তখন তার অাত্নহত্যার ইচ্ছা জাগে। কিন্তু আমাদের সমাজ তাকে অবৈধভাবে দেখে। আত্নহত্যাকে অবৈধভাবে দেখা উচিত না, হইতো আপনি বলবেন সমাজের অধিকাংশ মানুষ এটাকে সমর্থন করে না। কত শতাং মানুষ এটাকে সমর্থন করে না? ৬০,৭০,৮০ শতাংশ? কিন্তু বাকি ২০,৩০ ৪০ শতাংশের মতকে কিভাবে অগ্রাহ্য করবেন? মনে করেন : সমাজের ৪০শতাংশ মানুষ চা পান করে, চা পানের জন্য চিনি দরকার হয়। আর বাকি ৬০ শতাংশ মানুষ ডায়াবেটিস রোগী। এখন আপনি কি বৃহৎ অংশ অর্থাৎ ৬০ শতাংশের জন্য সমাজে চিনি আমদানি বা উৎপাদন বন্ধ করে দেবেন? আমরা এই জায়গায় ৪০ ও ৬০ উভয় অংশের মতামত গ্রহণ করা উচিত। আসল কথা হল কত শতাংশ মত দিল আর কত শতাংশ মত দিলনা এইটা বিষয় না। ব্যাপার হল এই আত্নহত্যার অধিকারকে সমাজে বৈধতা দিচ্ছে না বলে রাষ্ট্রে কতটুকু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তা একটু ভেবে দেখা দরকার।ধরুন একটা ছেলের ইচ্ছা হল আত্নহত্যা করার কিন্তু সমাজ তাকে বৈধতা দিচ্ছে না বলে সে আত্নহত্যার করতে পারছে না। ফলে সে ভাবতেছে আমি সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কাজে জরিয়ে পড়ি অর্থাৎ খুন-খারাপি, ধর্ষণ, রাহজানি করলো ফলে সমাজ বা রাষ্ট্র তাকে হত্যার অনুমতি দিল (রাষ্ট্রের ইচ্ছায় হত্যা। কিন্তু সমাজ যদি তার অাত্নহত্যার অধিকার/ অনুমতি দিত তাহলে সমাজে তার দ্বারা এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। অন্যদিকে দেখুন যখন সে রাষ্ট্রীয় অনুমতি ছাড়া আত্নহত্যা করেই ফেললো তখন দেখবেন এই সামাজিক বা রাষ্ট্রীয় বৈধতা না থাকার কারণে তার পরিবার, বন্ধুবান্ধব, আপনজন কতটুকু লাঞ্চনারর স্বীকার হবে? এবং সামাজিকভাবে তাকে তার পরিবারকে মানুষিক/শারীরিক নির্যাতন ও অপবাদের স্বীকার হবে।
[বি:দ্র: এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এই পোস্ট দ্বারা আত্নহত্যাকে উৎসাহিত করতে নয় ]
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
আব্দুল মুকিত বলেছেন: আপনি কি বুঝছেন জানিনা তবে আমার কথাগুলার সারাংশ হচ্ছে সামাজিক বা রাষ্ট্রীয় আইন না থাকার কারনে পরবর্তী যে বিশৃংখলা সৃষ্টি হয় তা থেকে উত্তরনের উপায়???
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
আব্দুল মুকিত বলেছেন: উদাহারন দিতে গিয়ে চিনির ব্যপারটা আনছি কিন্তু আপনি কি থেকে কি গুলিয়ে ফেললেন,,,,,আপনার #estimate_ ability দেখে হতবম্ভ
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
রিফাত_হাসান বলেছেন: হুম, সমাজ আত্মহত্যা করতে দিচ্ছে না বলে খুন, ধর্ষণ, রাহজানি করে বেড়াচ্ছে। সমাজ আত্মহত্যা করতে দেয়নি বলে সমাজের প্রতি সম্মান রেখে সে আত্মহত্যা করেনি, কিন্তু সমাজের উপর রাগ করে খুন, ধর্ষণ, রাহজানি করে বেড়াচ্ছে।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬
আব্দুল মুকিত বলেছেন: সমাজে বিভিন্ন কারনে বিশৃংখলা সৃষ্টি হয়,,,তার মধ্যে অন্যতম হল absence of suicide rights
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫
রিফাত_হাসান বলেছেন: আপনার সম্পর্কে আপনি লিখেছেন আপনি বোকার রাজ্যে বাস করেন। আপনার পোস্ট পড়ে নিজের ব্যাপারে আপনার ধারণার মিল দেখে অবাক হলাম। ডায়াবেটিকসের কারণে চায়ে চিনি খেতে না পারা আর আত্মহত্যা করার মাঝে খুব বেশি পার্থক্য। হয়তো আপনার বয়স কম তাই এভাবে চিন্তা করছেন।
মনে রাখবেন, জীবনটা আপনার ইচ্ছেয় প্রাপ্ত নয়। এমনকি আপনার বাবা মার ইচ্ছায়ও নয়। একটা বাচ্চা মায়ের পেটে কিভাবে জীবন লাভ করে তা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। এই জীবন আপনি একবারই পাবেন। শত চেষ্টা করেও আপনি দ্বিতীয় বার জন্মাতে পারবেন না। সুতরাং আত্মহত্যা করার অধিকারও আপনার নেই। এবং এই অধিকার অন্য কোন মানুষও আপনাকে দিতে পারবে না। জীবন নেওয়ার অধিকার তাঁরই থাকে যিনি জীবন দিতে পারেন।