নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

সুপারস্টার রিলস হিসেবে রিল বলতে চলচ্চিত্র বুঝি

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৮

সুপারস্টার রিলস হিসেবে রিল বলতে চলচ্চিত্র বুঝি যা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল পারফরম্যান্স সমষ্টি। অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রযোজক পরিচালক প্রচার প্রকাশনা সমষ্টি। এক সময় বা এখনো এক বা অনেক টিম সমন্বয়ের মাধ্যমে স্টার সুপারস্টার নির্বাচন করা হয়। দেশে দেশে এর প্রচলন থাকলেও এখন যা আন্তর্জাতিক পরিমন্ডলে প্রবেশ করেছে ইন্টারনেট তথ্য প্রযুক্তি গণযোগাযোগ সিস্টেম ওয়েব সাইট সোস্যাল মিডিয়া বদৌলতে সকলে একটি প্ল্যাটফর্মে সমবেত হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সমষ্টি ছবি ভিডিও অডিও প্রতিবেদন যোগ হচ্ছে। একসময় সিনেমা হলে ফিল্ম অডিও ক্যাসেট জনপ্রিয় ছিল যা এখন মোবাইল স্ক্রিন কম্পিউটার ল্যাপটপ মনিটরে সমষ্টি হয়ে প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী কলাকুশলী যোগ দিচ্ছেন সোস্যাল মিডিয়ায় আ্যাপস ফেসবুক ইন্সটাগ্রাম ইউটিউব টিকটক আরো যা আছে প্লাটফর্মে। নাগরিক সাংবাদিক প্লাটফর্মের মত রিল ভিডিও কনটেন্ট সেই জানান দেয়। শার্ট বা স্বল্প সময়ের ভিডিও মানুষ নাগরিক এবং ইউজার দর্শক শ্রোতাদের আকৃষ্টতা দিন দিন বাড়ছে বোঝা যায় পর্যাপ্ত লাইক কমেন্ট ভিজিটর দেখে প্রতীয়মান হয়। কনটেন্ট নির্মাতা কলা কুশলী ঝুঁকছেন মহিরূহে। একজন পারফরম্যান্সকারী অনেক বিষয়ে দক্ষ যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রতিযোগিতা হিসেবে বেছে নিচ্ছে। সৃজনশীল কনটেন্ট মনোরঞ্জক বিনোদন চিত্ত আকৃষ্ট করছে দর্শক শ্রোতাদের। ভাষা সংস্কৃতি সংগীত সুর লেখা ছবি ভিডিও অডিও কন্ঠ দেশে দেশে দেশে বিদেশে পৃথিবীর সকল সুরের সমন্বয় সাংবাদিকতা চলচ্চিত্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি অর্থাৎ সকল সোসাইটি এক সুর সত্য প্রতিষ্ঠায় এক অসম্ভবকে সম্ভব করে নিজের উপর আস্থা ভালোবাসা বেড়ে রিল নির্মাণে মনযোগী ইউজার প্রতিভা বিকাশের প্লাটফর্মে প্রতিষ্ঠিত পাওয়ার জানান দিচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.