![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একক শক্তি নিয়ে আমার এই বিশ্বজয় বা বিশ্ব রেকর্ড গড়ার ইতিহাস সৃষ্টি সম্ভব হয়েছে ইন্টারনেট বদৌলতে । তথ্য প্রযুক্তির বিশ্বয় পৃথিবী আজ হাতের মুঠোয়। সুপারস্টার রিল, ফেমাস সাংবাদিক, ফেমাস নাগরিক, ফেমাস নাগরিক সাংবাদিক আরো যা হতে পেরেছি অবাধ তথ্য অভিগম্যতা বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা আমাকে এগিয়ে নিয়ে গেছে। পাঠক দর্শক শ্রোতাদের ভালবাসা সমর্থন দিক নির্দেশনা সত্য বলা ও উপস্থাপনের প্রেরণা। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমেরিকা ইউএসএ, কানাডা, ইউরোপ লন্ডন, অস্ট্রেলিয়া , আফ্রিকা , এশিয়া অর্থাত মহাদেশ, ভারত উপমহাদেশসহ পৃথিবীর দেশে দেশে নিজের অভিজ্ঞতা অভিব্যক্তি সার্চ ইঞ্জিনে মেলে ধরা কম সৌভাগ্যের বিষয় নয়। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ মুক্তাগাছার সাংবাদিক এখন আর স্থানীয় কমিউনিটির সাংবাদিক হিসেবে পরিচিত সীমাবদ্ধ নেই। ডিজিটাল যুগের স্মার্ট নাগরিক হিসাববে বিশ্বময় নিজের উপস্থিতি জানান দেয় নতুন প্রজন্মকে পৃথিবীর বুকে মেলে ধরার মূখ্য সময় যা আমাদের হাতের নাগালের মধ্যে। স্ব স্ব ক্ষেত্রে সুনাগরিক হিসেবে অবদান রাখা মানেই আগামীর সময় যোগ্য হয়ে চলার পথ প্রদর্শক।
©somewhere in net ltd.